Post# 1579079721

15-Jan-2020 3:15 pm


Defend the undefendable series cont...

"কাজি ইব্রাহিম সাহেব বলেছেন মাটির নিচেও আমাদের মতো জগৎ আছে। নাম এন্টারটিক। যেখানে হিটলার ২০০০ সৈন্য সহ লুকিয়েছিলো পরাজিত হবার পরে আত্মহত্যা না করে।"

পুরানো কথা। থিউরিটা আমি পড়েছি ৮০ দিকে কোনো বইয়ে। হয়তো এটা ঠিক না বেঠিক। কিন্তু ইব্রাহিম সাহেব এটা নিজে বসে বসে বানান নি। দেটস দা পয়েন্ট।

"উনি বলেছেন, কলম্বাস না, বরং মুসলিমরা প্রথম আমেরিকা আবিষ্কার করে।"

জনপ্রীয় কথা। নেটে সার্চ দিন বহু আর্টিক্যল পাবেন এর উপর। এরদোগানও বলেছিলো। আরবের মুসলিমদের বড় অংশ এখনো এটা বিশ্বাস করে।

এখন এটা মূলধারার কথা না। অল্টারনেট থিউরি। কিন্তু সবাই যদি মূলধারার কথা বলতে বাধ্য হয় তবে অল্টারনেট থিউরি বলার মতো কেউ থাকবে না।

অধিকাংশ মূ‌লধারার কথা বলবে। বলুক। এর জন্যই এটা "মূলধারা"।

কেউ কেউ অল্টারনেট থিউরি নিয়ে কথা বলবে। এভাবে অল্টারনেট থিউরি বেচে থাকে। আমি সমস্যা দেখি না।

সমস্যা দেখি যখন কেউ বলে "অল্টারনেট থিউরিটাই সত্য। যারা এটা অস্বিকার করবে তারা কাফের। সত্যকে অস্বিকারকারি। ভিতু, কাপুরুষ, নির্বোধ, মুনাফেক, দালাল" whatever. তখন সমস্যা। মূলধারা কাফের হয়ে যাচ্ছে। বিপরিত পক্ষকে কাফের-গোমরাহ বললেই নতুন দল তৈরি হয়ে যায়। নতুন গ্রুপ, সেক্ট বা কাল্ট।

কাজি ইব্রাহিম সাহেব সেই কাজ করছেন না। এর পর তার কথা আমার পছন্দ হোক বা না হোক আপত্তি করার মতো কিছু দেখছি না।

পছন্দ না হলে আমি শুনবো না।

15-Jan-2020 3:15 pm

Published
15-Jan-2020