অফ টাইমে ইউটুবে যাই।
স্বাভাবিক ভাবেই ওয়াজ আসে প্রথমে।
সবই গালাগালি। বাকি সময়টা আকিদার ঐ সব বিষয় নিয়ে জোর গলায় চেচামেচি যেগুলোতে মতবিরোধ আছে।
এর সাথে এখন যোগ হয়েছে "শিশু বক্তা"-র "বাতেলের বিরুদ্ধে সংগ্রাম"। ৬ বছরের বাচ্চা ওয়াজে প্রধান অতিথি হয়ে মিজানুর রহমান আযহারিকে গালাগালি।
তামাশা দেখতে চাইলে এগুলো দেখা যায়।
আর জানতে চাইলে ওয়েষ্টার্ন স্কলারদের ফলো করা ভালো।
টুইটারে পাবেন তাদের।
আর আকিদা শেখার ব্যপারে আমার কোনো আগ্রহ নেই - এখন পর্যন্ত।
শুধু ফিকাহ, মাসলা, দৃষ্টিভঙ্গি এগুলো। এর ইখতেলাফ, ব্যাখ্যা, অল্টারনেট ভিউ এসব।
মাসলার প্রয়োজনীয় অংশটুকু শেখা হয়ে গিয়েছিলো ১০ বছর থেকে ২০ বছর বয়সে। এর পর সত্যিকারে নতুন কিছু পাই নি যেটা আগে জানতাম না। তাই জানার চেষ্টা করি অন্য মাজহাবে কি? কেন? তারা কিভাবে দেখে এইসব।
শেখার মতো ইলম আছে অনেক কিছুর উপর বহু।
এর মাঝে আমার প্রয়োজন খুব ছোট একটা অংশ।
- Comments:
- free register?
- ওয়াও! কতদিন ধরে এটা? আগে দেখি নি।
- lemme see how the community reacts. you will find something pretty soon i guess.
- try incognito mode. also known as private browsing. my one works.