৮০ র দিকে তসলিমা আপু বলতেন "আমি ইসলাম বিরোধি আমার মায়ের কারনে" উনি যেভাবে পর্দা করেন, নামাজ পড়েন সেগুলোর বিরোধিতা করে আমি নাস্তিক হয়ে গিয়েছি।
ভাবতাম প্যরেন্টিং ফেলিউর। এর জন্য মা ও দায়ি। মেয়েকে ঠিক মতো শিক্ষা দিতে পারেন নি।
আজকে জানলাম উনার বাপের জন্য এই কান্ড। উনার মা ছিলেন মজলুম। বাসায় সারাদিন গান বাজনা হতো এর মাঝে উনি নামাজ কোরআন পড়তেন। দেখতেন স্বামি নাস্তিক। বাচ্চারাও সবাই নাস্তিক হয়ে গিয়েছে। নিজের সন্তানদের টিটকারির মাঝে উনি একা নামাজ পড়তেন। একা আল্লাহর ইবাদত করে গিয়েছেন। আল্লাহ তায়ালা উনার কষ্টের জন্য যেন উত্তম প্রতিদান দিন।
এখন উনি যদি ধর্মপ্রান না হতেন তবে কি তসলিমা নাস্তিক হতো না? তার দাবি মতো? উহু, সে ক্ষেত্রে বাপ-মা দুজনে নাস্তিক তার ভিন্ন কিছু হবার সম্ভাবনা আরো কম হতো।
তবে নিজের মায়ের দোষ দিচ্ছিলো কেন?
এটা কমন অভ্যাস। মুসলিমদের দোষ দেয়া নিজের ইসলাম বিরোধিতার জন্য। যেমন আগে চেতনাপন্থিদের দেখতাম বলতো "আমি নামাজ পড়ি না রাজাকারদের কারনে। যে দিন রাজাকারদের বিচার হবে সেদিন পড়বো।"
বিচার হয়েছে। তাদের কয়জন মুসলিম হয়েছে?