Post# 1579789717

23-Jan-2020 8:28 pm


যারা কোনো দলের পক্ষে কাজ করছেন না শুধু তাদের জন্য :

এই মুহুর্তে আমাদের কাজ বস্তুতঃ ইবাদতে নিজেদের মশগুল রাখা। কিছু দিন পরে "বিশৃংখলা" [ বা যে নামে ডাকেন ] আরম্ভ হয়ে গেলে আর সময় পাবেন না।

প্লাস/ ফিতনার সময় ইবাদতের সোয়াব পঞ্চাশ জন শহিদের সমান বলা আছে। সে সময় নিজেকে ঘরে বেধে রাখা খুবই মুশকিল যেহেতু। আর আমি যাই করি না কেন ফিতনা বাড়বে।

এখন সেই ফিতনা কিনা সেটায় প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে ৫০ শহিদের সোয়াব না পেলেও নরমাল আমলের সোয়াব পেতে থাকবো। "বিশৃংখলা" আরম্ভ হয়ে গেলে পরে এই সুযোগটা আর পাবো না। ব্যস্ততার আগে ইবাদত।

১। পাচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে।
২। তাহাজ্জুদ। ৪ রাকাত স্টেন্ডার্ড। ৪ পৃষ্ঠা করে ১৬ পৃষ্ঠা।
৩। কোরআন তিলওয়াত, মুখস্ত, আরবি শিক্ষা।
৪। সকাল সন্ধা তসবিহ, কমন কিছু দোয়া, ওজিফা।
৫। ওজুর আগে মিসওয়াক।

গুনাহ থেকে নিজেকে বাচিয়ে রাখি।
তর্ক থেকে বাচিয়ে রাখি। নিজে যেটা ঠিক মনে করি সেটার উপর আমল করি অন্যটাকে আক্রমন না করে।

"যদি দ্বিন শেষ হয়ে যেতে থাকে আমার চোখের সামনে?"

শেষ হবে না। শান্ত থাকেন। ১৪০০ বছর টিকে আছে এই দ্বিন। শেষ হয়ে যাচ্ছে মনে করে অস্থির হয়ে আমি যাই করি তাতেই দ্বিনের আরো ক্ষতি হবে।

ফিতনার সময় যত ইনএকটিভ থাকতে পারবেন তত বেশি সোয়াব পাবেন একটিভ লোকদের থেকে।

আল্লাহ তায়ালা আমাদের হকের উপর রাখুন।

"মডারেট মোজলেমদের" জন্য এই পোষ্ট ছিলো। যারা কোনো দলের পক্ষে এখনো কাজ করছেন না।

23-Jan-2020 8:28 pm

Published
23-Jan-2020