Post# 1580115520

27-Jan-2020 2:58 pm


বাংগালিদের পক্ষে :

চারদিকে বাংলার প্রতি মানুষের এত ঘৃনা দেখে হিন্যমনতা আসতে পারে। তাই পক্ষে বলছি। undefendable সিরিজের পরবর্তি পোষ্ট :

প্রথম কথা ভারতের কেন্দ্র এই বৃটিশ আমলেও ছিলো কলকাতা-বাংলা। দিল্লি না। সবচেয়ে বেশি পপুলেশন এই জায়গায়। এটাই ছিলো ক্ষমতার কেন্দ্র। ১৯০০ সালের ডকুমেন্টগুলোতে এসব পাবেন।

দ্বিতীয়তঃ বৃটিশরা প্রথমে বাংলা দখল করেছে কারন তখন বাংলা ছিলো সবচেয়ে সম্পদশালি। সুডো ভারতের রাজধানী। এর পর বাকি ভারত। ঐ সময়ে দিল্লির সুলতানরা ছিলো না। তাদের সমাপ্তি হয়েছিলো তারও অনেক আগে।

তৃতীয়তঃ ভারতকে গত ১০০০ বছর পর্যন্ত শাসন করেছে মুসলিমরাই। হিন্দু শাসনের উত্থান ভারতবর্ষে গত ২০ বছরের কম। স্বাধিনতার পরে ছিলো সেকুলার।

চতুর্থতঃ দৃশ্যতঃ এই বাংলার মাটিও এমন পাপিদের বেশিদিন রাখে না। নাস্তিকরা দেশ ছেড়েছে। লুট-পাট করে যারা খেয়েছে তারাও বিদেশে বাড়ি করে চলে যাচ্ছে।

তাই হতাশ হবার কারন নেই। টিকে থাকি। আল্লাহ তায়ালা দেয়া দায়িত্ব আমার উপর পূর্ন করি।

শেষ বাড়ি জান্নাতে।

#undefendable?

27-Jan-2020 2:58 pm

Published
27-Jan-2020