তসলিমা আপুর কথায় আদর্শ নাস্তিকতার চর্চা এগুলো :
- বেহালা গিটার হারমোনিয়াম বাজানো।
রবীন্দ্রসংগীত গাওয়া।
যামিনী পাল, সমীর চন্দ্র দে, বাদল দে থেকে গান শিখা।
ছেলেরা পাড়ার হিন্দু মেয়েদের সংগে প্রেম করা।
হিন্দু মেয়েকে বিয়ে করা।
মেয়েরা হিন্দু ছেলেদের সংগে বন্ধুত্ব করা।
ছেলেরা ক্লিন শেভড থাকা। স্যুট টাই।
মেয়েরা জিন্স, শাড়ি সংগে টিপ পড়া।
বাড়িতে সারা বছর রবীন্দ্রসংগীত গণসংগীত বাজনো। হেমন্ত মান্না দে আর সতীনাথ।
নাটক অভিনয় করা। নৃত্য নাট্য।
সাহিত্য পত্রিকা সম্পাদনা করা।
প্রচুর গল্প উপন্যাস প্রবন্ধের বই কেনা পড়া। সাহিত্য চর্চা।
কবিতা লিখা। কবিতা পরিষদ করা। আবৃত্তিকারদের নিয়ে আবৃত্তির মহড়া করা।
দাবা খেলা।
তাস খেলা।
তার মতে এগুলো ডিভাইডার। এটা দিয়ে পার্থক্য করা হয় "আমরা" আর "তারা"। এর পর এগুলো জায়েজ নাকি নাজায়েজ সেই দলিল অপ্রয়োজনীয়।
1-Jan-2020 8:05 pm