এতাতি ইজতেমায় যাবার সমস্যাগুলো :
প্রথম সমস্যা : এর পরও যেতে আসতে ৩ ঘন্টা + ৩ ঘন্টা = ৬ ঘন্টা লাগবে। ৯০ এর দিকে বিভিন্ন জোড়ে বাসে করে বাসা থেকে ময়দানে প্রতি দিন যাওয়া আসা করতাম, এক থেকে দেড় ঘন্টা করে লাগতো। উত্তরা জনপদ হয়ে যাবার পরে এখন পুরোটাই জ্যাম। আগে জ্যাম পড়তো মগবাজারে এসে, এর আগে সব খালি।
দ্বিতীয় সমস্যা : মোবাইল নিয়ে গেলে গত বছর এদের ধরে ভিডিও করে ফেসবুকে ভাইরাল করে দিচ্ছিলো এতাতিরা। "আপনার নাম কি?" "কি জন্য এসেছেন?" "দর্শক আমরা এক গুপ্তচরকে আটক করেছি, গোপনে ভিডিও করছিলো....।" এইবারও আশংকা আছে এরকম হবার। আর এই ভাবে অপরাধি হিসাবে নিজেকে ভাইরাল করার রিস্ক মাথায় নিয়ে কতটুকু যাওয়া উচিৎ হবে সেটা প্রশ্ন।