Post# 1579362284

18-Jan-2020 9:44 pm


সাদ পন্থিদের ইজতেমার একটা পয়েন্ট হলো যদি দেশের অর্ধেক তবলিগের সাথিরাও সাদ পন্থি হতো, তবে আগের স্বাভাবিক ইজতেমায় যে মানুষ হতো তার দ্বিগুন সংখ্যক হতো তাদের ইজতেমায়। কারন আগের চারটা ইজতেমা মিলে এবার প্রতি গ্রুপ একটা করে ইজতেমা করেছে।

আগের চারটা কি ভাবে? দেশের অর্ধেক আসতো এই বছর, বাকি অর্ধেক পরের বছর এরকম। এবং প্রতি অর্ধেকেরও অর্ধেক আসতো প্রথম সপ্তাহের ইজতেমায়। বাকি অর্ধেক দ্বিতীয় সপ্তাহে। এখন হিসাব করেন।

লিংক কমেন্টে। এই লোক প্রতি ওয়াক্তে ইজতেমা পরিদর্শন করেছেন। কথা শুনে বুঝা যাচ্ছে শুক্রুবার যাও লোক হয়েছিলো আজকে শনিবার তাও নেই। মানে ময়দান ৬০% হয়তো ভরেছে।

সে হিসাবে দেশের তবলিগওয়ালাদের কত পার্সেন্ট সাদ পন্থি? ০.২৫ * ০.৬ = ১৫%

দেশিদের না হয় বাদ দিলাম। বিশ্বে?

শুরার ইজতেমায় বিদেশি হয়েছিলো ৬০০০। ফরেন টেন্টের খাওয়ার জায়গার একজনের কথা। যদিও এতাতিরা প্রচার করেছে ৪৫০ জন, তার থেকে বেশি নির্ভরযোগ্য কথা উপরের সাক্ষের।

এতাতিদের হয়েছে ২৫০০। তাদের নিজেদের কথা টিভি সাক্ষাৎকারে। প্লাস আরেকজনের কথা।

এখন পর্যন্ত এই বুঝ আমার। ডেসপারেটলি চাচ্ছিলাম এবার পক্ষে কিছু নিদর্শন আসুক। কালকের দিনটা দেখেন কিছু হয় কিনা।

    Comments:
  • https://www.facebook.com/Alami.Shura.Bangladesh/posts/151800009596010

18-Jan-2020 9:44 pm

Published
18-Jan-2020