Post# 1580370827

30-Jan-2020 1:53 pm


Quote : "প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে এতো অধিক নুসুস [দলিল] আছে যে, স্রেফ কুরআন ও হাদীস পড়ে যদি কোনো নির্দিষ্ট বিষয়ে বক্তা আলোচনা করে ওই একই বিষয়ে এক বছর লাগাতার বয়ান করলেও আলোচনা শেষ হয় না৷ এমতাবস্থায় অর্থহীন বাকবিতন্ডা করার সময় কোথায়?"

লিংক কমেন্টে।

তাই অর্থহীন তর্ক থেকে বেচে থাকি। যার যার মাজহাব মাসলাক মানহাজ জেনে তার উপর আমল করি। যে কেউ বিপরিত দলিল নিয়ে আসলে বুঝি যে তার কথার উল্টো দলিলও বহু আছে। খুজলেই পাবো। কিন্তু সময় নষ্ট। দরকার নেই।

পার্থক্য দেখানোর সময় "এটাই ইসলামের কথা" "এটাই হক" "এটাই ঠিক" এই রকম না বলে বলি "এটা দেওবন্দি মত" "এটা সালাফি মত" "এটা আযহারি মত" "এটা জিহাদি মত" "এটা তবলিগের মত" এরকম। যে যেটা অনুসরন করে।

"শুধু কোরআন হাদিসের" মত চান? তবে কাউকে জিজ্ঞাসা না করে, নিজে পড়ে দেখেন কি বুঝেন। তখন এটা আপনার মত।

মতভেদ হয় শাখায়। মূল জিনিস সবারই ঠিক। সেখানে মতভেদ নেই।

    Comments:
  • https://www.facebook.com/permalink.php?story_fbid=1394815057345967&id=100004524586275

30-Jan-2020 1:53 pm

Published
30-Jan-2020