Post# 1577894508

1-Jan-2020 10:01 pm


মানুষ দ্বিনদ্বার হচ্ছে :


ছোটবেলায় যখন মসজিদে নামাজ পড়তাম, তখন সমবয়সিদের মাঝে নিয়মিত ছিলাম তিন জন মাত্র। ঐ সময়ে ঐ বয়সে নামাজ পড়াকে মনে করা হতো দুর্বলতার লক্ষন। বাকি সবাই মুরুব্বি। আমি ভাবতাম এই মুরুব্বিরা যখন মারা যাবে তখন মসজিদে কি এই তিনজনই থাকবে? দ্বিন মিটে যাচ্ছে।

এখন মসজিদে যাই দেখি মসজিদ ভরা। বাচ্চা, বৃদ্ধ, যুবক কোনো কমতি নেই। দ্বিন মিটে যায় নি। উল্টো দ্বিনদ্বারি বেড়েছে।


প্রথম আলো পরিসংখ্যান বের করেছে। ৪০% যুবক নিয়মিত নামাজ পড়ে। তিন বছর আগেও যেটা ছিলো ৩০%। তসলিমার বাসায় এখন গানের বদলে কোরআন তিলওয়াত।

মানুষ দ্বিনদ্বার হচ্ছে।


এই ১৩ সালে শাপলা-শাহবাগের পরে আমি ধারনা করেছিলাম ৫ বছর পরে দেশে দ্বিন বলে কিছু থাকবে না। সব মিটে যাবে। স্টেটাস দিয়েছিলাম যেগুলো এখনো আমার টাইমলাইনে আছে।

উল্টো হচ্ছে। প্রথম আলোর পরিসংখ্যানে ১০% বেড়েছে দ্বিনদ্বারি যুবকদের মাঝে গত তিন বছরে।


ডঃ খন্দকার জাহাঙ্গির স্যারের নিয়মিত একটা কথা বলতেন "যারা বলে দ্বিন মিটে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে তারা ভুল। এই দ্বিন এত সহজে শেষ হবে না।"

আমি বিশ্বাস করতাম না, তখন।
এখন বিশ্বাসের প্রসংগ নেই। নিজেই দেখছি।


তাই, just hold on. সবাই মিলে হাত ধরে থাকি। নিজের ভাইদের দেয়া কষ্টগুলো একটু ধর্য্য ধরে চুপ থাকি। নিজেদের মাঝে মারা মারি কাটা কাটি না। যেহেতু আমরা এখন অনেক।

একটা কিছু আসছে এজন্য নিজেরা এক থাকি।
এই দ্বিন মিটে যাবে না, এত সহজে। ইনশাল্লাহ।

    Comments:
  • KUET এ কি হয়েছে?
  • সব পোষ্টই তো পাবলিক। প্রাইভেট ছিলো কোনটা?
  • ভুল দেখেছেন মনে হয়। কারন ফ্রেন্ড অনলি পোষ্টও ফ্রেন্ড লিষ্টে সবাই দেখতে পারে না। কেবল মাত্র আমার আত্মিয়রা দেখতে পারে। সেভাবে সেট করা আছে।

1-Jan-2020 10:01 pm

Published
1-Jan-2020