Post# 1578536451

9-Jan-2020 8:20 am


Reminder

হানাফিতে

  • আকিদা শিখতে হয় নিজে নিজে সরাসরি কোরআন হাদিস পড়ে।
  • মাসলা ফিকাহ শিখতে হয় আলেমদের থেকে।

    এখানে গুরুত্বটা মাসলার উপর। এবং অধিকাংশ কিতাব এর উপর।

    সালাফিতে

  • মাসলা শিখতে হয় নিজে নিজে সরাসরি কোরআন হাদিস পড়ে।
  • আকিদা শিখতে হয় আলেমদের থেকে।

    এখানে গুরুত্বটা আকিদার উপর। এবং অধিকাংশ কিতাব এর উপর।

    এই পার্থক্যটা মাথায় রাখলে নেটের অনেক তর্কের মূল কারনটা পরিষ্কার বুঝতে পারবেন।

    9-Jan-2020 8:20 am

  • Published
    9-Jan-2020