১
এতাতিদের ইজতেমা ফ্লপ। পুরোই ফ্লপ। এটা আমার অবস্থান থেকে দেখে আমি যা বুঝছি। আপনি ভেতর থেকে দেখে ভিন্ন জিনিস বুঝবেন এটা আন্ডারস্টেন্ডেবেল। তর্ক করার কিছু নেই।
এর উপর আজকে ইজতেমায় ফজরের পরে জানাজা হয়েছে নাকি পাচ তকবিরে।
২
জানাজার তকবির কেমন যেন একটা পার্থক্যকারি বিষয়। যেমন আমার ক্ষেত্রে এটা বেতেরের নামাজ। সারা দিন যদি আমি পাপ করে বেড়াই তবে রাতে ঠিক বেতেরের নামাজে এর প্রতিফলন ঘটে। হয় রাকাত ভুলে যাবো, নয় বৈঠক, নয় তৃতীয় রাকাতে তকবির। আর বেশি পাপ করে ফেললে এগুলো করার পরে শেষ বৈঠকে এমন কি সহু সিজদা দিতেও ভুলে যাই। আর সারা দিন ভালো কাজ করলে এর উল্টো হয়।
এটা আমার ক্ষেত্রে। আর গ্রুপ/দলের ক্ষেত্রে হলো জানাজা।
৩
যেমন নাস্তিকদের জানাজা। বিশাল কেওসের ক্ষেত্র। আর জানাজার তকবির। যেমন আমাদের থাবা বাবার জানাজা হয়েছিলো ৩ তকবিরে।
এখানে লিখেছিলেম সেই জানাজার বৈশিষ্ঠগুলো
https://www.facebook.com/habib.dhaka/posts/10155350259088176
৪
গত বছর সাদ সাহেবের জানাজা পড়া নিয়েও একটা সিরিজ পোষ্ট দিয়েছিলাম। অনেক পার্টে "গভীর বিশ্লেষন" একটা ছোট জিনিসের উপর। তখনো প্রচন্ড কনফিউজড ছিলাম বলে। প্রথম তিন পার্ট নিচে।
https://www.facebook.com/habib.dhaka/videos/10156057695518176/
https://www.facebook.com/habib.dhaka/posts/10156057943238176
https://www.facebook.com/habib.dhaka/posts/10156058413178176
৫
এর পরও এগুলো সবই "সাইন" ইংগিত। কোনোটাই কংক্লুসিভ কিছু না। একেকজন একেক ইংগিত পাবে এটা বুঝতে হবে। যার অন্তর যে দিকে টানে।
এবং অন্তরের টান পরিবর্তিতও হয়। তাই খোলা রাখি। বেশি বিরোধিতা না করে।
আল্লাহ তায়ালা যেন পথ দেখান।