আজহারি সাহেব আসছেন আমাদের মসজিদে সামনের সপ্তাহে। চারিদিকে হৈ হৈ উৎসব। মসজিদে গেলে শুনা যায় রাস্তায় বা গেইটে কেউ না কেউ আযহারির আসার কথা বলছে।
বিশাল পেন্ডেল, চরমোনাইয়ের থেকে বড়। এর পর রাস্তায় বহু দূর পর্যন্ত বসার ব্যবস্থা। আমি চিন্তা করছি ওয়াজ ঘরে বসেও শুনা যাবে। কিন্তু আযহারি সাহেব আসবে একটু দেখতেও পারবো না? তাই ধাক্কা ধাক্কা করে হলেও একবার সামনে গিয়ে এক নজর দেখে আসবো। ভবিষ্যতে বলতে পারবো "উনার সাথে আমার প্রথম সাক্ষাৎ অমুক জায়গায়...."
সমস্যা হলো সবাই একই রকম চিন্তা করছে। মানে মারামারি ধাক্কা ধাক্কি হবে।
এতদিন চিন্তা করতাম আযহারি সাহেবের ওয়াজে গন্ডোগোল হয় কেন? মানুষ এমন পাগলা কেন?
এখন নিজেই জানি :-)