ওজাহাতিদে ইজতেমায় এতাতিদের থেকে ৪ গুন লোক হয়েছিলো। দুই পক্ষের ভিডিও দেখে আমার কংক্লুশন।
পেন্ডেল এখন হয়তো ৭৫% পূর্ন। ওজাহাতিদের সময় ছিলো পেন্ডেলের ৩ গুন মানুষ।
ভিডিওর ব্যপারে হলো,
যেখানে ভিড় সেখানে ক্যামেরা নিয়ে দেখাতে পারেন কেমন ভিড়।
আর যেখানে খালি সেখানে নিয়ে দেখাতে পারেন কেমন খালি।
কিন্তু ওজাহাতিদের সময় খালি বলে কিছু ছিলো না। মেইন রোডের উপর মানুষ থাকছিলো।
প্রশ্ন : "সংখ্যাধিক্য হকের কোনো দলিল না"
হয়তো। যারা এটা বুঝে না, এবং সংখ্যাধিক্য দিয়ে হক বের করার চেষ্টা করে [যেমন আমি :-) ] তাদের জন্য এটা।