আযহারি সাহেবের ঘটনা থেকে শিক্ষনীয় :
আমি বলেছিলাম যদি মসজিদে বসে মনে মনে জিকির করা আপনার উদ্যেশ্য হয়, তবে আগে কিছু দিন গিটার বাজান এর পর মসজিদে। মানুষ বলবে "বাহ! এই লোক আগে গিটার বাজাতো এখন দেখো আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে!"
এটা না করে যদি সবসময় জামাতে নামাজ পড়েন। এর পর আরো ভালো হবার জন্য জিকিরে বসেন, তবে মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাবে আপনাকে বাচাতে কারন আপনি পথ হারা হয়ে যাচ্ছেন জিকিরের জন্য মসজিদে বসে। কারন : "আপনাকে শয়তান মসজিদের বাইরের আরো ভালো কাজ থেকে বিরত রাখার জন্য আপনাকে মসজিদে বসিয়ে দিয়েছে।" সবাই "আপনাকে বাচাতে", "আপনার ভালোর জন্য" উপদেশ নিয়ে আসবে। আপনি কথা বলে কয়জনকে ঠেকাবেন? আর এত কথা বললে জিকির করবেন কখন? তর্কেই জীবন শেষ।
এখন আজহারি সাহেব :
উনি ক্রিকেট খেলার সাথে উদাহরন দিয়েছিলেন। একটা উদাহরন। মানুষ তাকে হত্যার জন্য পাগল হয়ে গিয়েছিলো, "এমন গোমরাহ"। এই মার খায় খায় অবস্থা।
এর পর এখন পর্দা আর উমরি কাজা নিয়ে বললেন। বিপক্ষ এখন শান্ত ভাবে নিজেদের দলিল দিচ্ছেন।
কারন কি? ক্রিকেট খেলার কথা কি পর্দার থেকে বেশি খারাপ ছিলো নাকি?
না। বরং ক্রিকেট খেলা ছিলো "সামান্য" ব্যতিক্রম। তাই এটা uncanny valley [ wiki তে দেখে নিতে পারেন এর অর্থ কি ] তে পড়ে গিয়েছিলো।
এর পর যখন পর্দার কথা বলেন, তখন এটা ক্রিকেট খেলার থেকে অনেক বেশি গুমরাহি।
তাই সবাই এখন শান্ত।
কারন uncanny valley এর বাইরে চলে এসেছেন। :-)