Post# 1580105510

27-Jan-2020 12:11 pm


একটা এক্সট্রিমের বিপক্ষে বলতে গিয়ে আমি নিজেও যদি এক্সট্রিম হয়ে যাই তবে আমি তার মতই হলাম। আরেকটা উদাহরন :

শিশু বক্তা নিকৃষ্ট ভাবে আযহারি সাহেবের বিরুদ্ধে বললেন।
উপরোক্ত কারনে আরেকজন নিকৃষ্ট ভাবে শিশু বক্তাকে আক্রমন করলেন।

পরে খবর : শিশু বক্তা আসলে শিশু না। একটা রোগ নাম হাইলেন্ডার সিনড্রোম। আসল বয়স ২৩। দেখতে লাগে ৬। প্লাস উনি আযহারি সাহেবের বিরুদ্ধেও বলছিলেন না, অন্য কারো ব্যপারে।

কিন্তু যে বক্তা, উনাকে শিশু মনে করে আক্রমন করলো? তার কথা এখন ভাইরাল।

এই কারনে খারাপের বিরুদ্ধে তার মতো খারাপ হতে হয় না। যদিও সেরকম হবার দিকে মানুষের মন টানে বেশি, "যে যেমন তার সাথে তেমনই করতে হবে" "প্রতিশোধ"।

নিজের আদর্শ-শিক্ষা-নিতির সাথে লেগে থাকতে হয়। বিপক্ষ যেমনই হোক। এটা পার্থক্য যে আমি তার মতো না।

যেমন কেউ গালি দিলে - পাল্টা গালি দেবো না। আবার গাল পেতেও দেবো না।
নিষ্ঠুর ভাবে সে খুন করেছে? তাকে বিচারে নিয়ে আসবো, পাল্টা নিষ্ঠুর ভাবে খুন না। আবার ক্ষমাও না।
কেউ আমাকে "কাফের" বললো। তাকে পাল্টা কাফের বলবো না। আবার ভাইও বানাবো না।

কি করবো সেগুলো আমার নিতি-আদর্শ-শিক্ষা।
আমি যার উপর চলি।

27-Jan-2020 12:11 pm

Published
27-Jan-2020