নির্বাচনের পরে জীবন আরো কষ্টের হয়ে যাবে আশংকা করছি।
কষ্টে ধর্য্য ধরে থাকা। কষ্টের ব্যপারে অভিযোগ না করে।
এগুলো আল্লাহ তায়ালার পরিক্ষা। উনি যখন যে পরিক্ষা নিতে চান।
কষ্ট আসে আমাদের আগের গুনাহ মাফের জন্য।
জান্নাতে মর্যাদাকে বাড়ানোর জন্য।
إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ
إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ
إِنَّ السَّعِيدَ لَمَنْ جُنِّبَ الْفِتَنَ
وَلَمَنِ ابْتُلِيَ فَصَبَرَ فَوَاهًا
সে সুখে আছে যে ফিতনা থেকে বেচেছে,
সে সুখে আছে যে ফিতনা থেকে বেচেছে,
সে সুখে আছে যে ফিতনা থেকে বেচেছে
আর যে আক্রান্ত হয়ে ধৈর্য ধরে স্থির থেকেছে।
- আবু দাউদ