Defending the undefendable :
"কাজি ইব্রাহিম সাহেব বলেন মাহদি চলে এসেছেন, ওখানে জন্ম, এত সালে আসবেন -- এই সব। এগুলো বিভ্রান্তিকর এবং ক্ষতিকর।"
এগুলো বাদ দিয়ে যান। এর পর বাকি যা বলে সেগুলো থেকে উপকার আছে কিনা দেখেন। যেমন আলামত কি? কিসের পরে কি হবে বলে হাদিসে আছে। ঐ হাদিসের ব্যখ্যা কি কি হতে পারে। এই সব।
এগুলোতে যদি আপনার ইন্টারেষ্ট থাকে তবে শুনেন। নয়তো অন্য কোনো আলেমের কথা শুনেন।
সব আলেম সব বিষয়ে কথা বলেন না। কেউ তফসিরে, কেউ ফিকাহতে, কেউ হাদিসে। আপনি যা চান তার কাছে যাবেন। অন্য জনকে বাধা দেয়া অর্থহীন।
"কিন্তু কাজি ইব্রাহিম সাহেবের এই কথাগুলো অর্থহীন। এগুলো শুনে মানুষ মাহদির জন্য হাত পা গুটিয়ে বসে থাকে আর আমাদের জামাতে বা আন্দোলনে শরিক হয় না।"
এখানে আপনার ফোকাসটা চলে যাচ্ছে নিজের দলের ভালোর দিকে। এবং উম্মাহর ভালোকে আপনি নিজের দলের ভালোর সাথে শর্তযুক্ত করে ফেলেছেন।