Post# 1578850451

12-Jan-2020 11:34 pm


এতাতিদের পক্ষে :

কিছু দিন ধরে Think positive করার চেষ্টা করছি। মানুষ যাদের নিন্দা করে তাদের পক্ষে যুক্তি দেখানো। এই ধারায় এখন এতাতিদের পক্ষে বলছি।
_______

বড় ভাইয়ের সাথে দেখা।

বললাম, "শুরার ইজতেমায় এবার রেকর্ড লোক হলো।"

দেখো, আগে ৬৪ জেলাকে চার ভাগ করে ১৬ জেলার ইজতেমা হতো প্রতি পর্বে। তাতেই লোকের জায়গা হতো না। ৩২ জেলা আসতো এক বছর। দুই পর্বে ১৬ জেলা করে। ৩২ জেলা পরের বছর। এভাবে।

এখন সারা দেশ একসাথে তারা করেছে। চারগুন জেলা। প্রতি জেলা থেকে অর্ধেক মানুষ আসলেও আগের ইজতেমার দ্বিগুন লোক হবে। এতে আশ্চর্যের বা বিশেষ কি?

"তবে গত বার যে আপনাদের ইজতেমায় লোক কম হয়েছিলো?"

কি ভাবে বুঝলে লোক কম হয়েছিলো?

"মানে আশে পাশের দোকানদাররা বলছিলো..."

ওজাহাতি ইজতেমায় লোক আসে ঘুরতে, সদাই কিনতে। তাই বেশি। আমাদের ইজতেমায় আসল তবলিগের সাথিরা এসেছে। এরা ঘুরে না, জমে বয়ান শুনে।

"গত বার বৃষ্টি হয়েছিলো যে এটার ব্যপারে কি বলবেন?"

আলহামদুলিল্লাহ। বৃষ্টিটা না হলে ময়লা দুর্গন্ধ মাড় ফেলা মাঠে থাকা যেতো না। এটা আল্লাহর রহমত। মাঠ ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছিলো আমাদের ইজতেমার ঠিক আগে।

"এবার যে হাগুর লাইন ভেঙ্গে মাঠ ভরে গেলো, এটা আপনাদের বিপক্ষে গেলো তবে। ঠিক আপনাদের ইজতেমার আগে। এটা একটা নিদর্শন।"

লাইন ভেঙ্গেছে গত রাতে। প্রথম ময়লা পানি ঢুকেছে কোথায় জানো? ফরেন টেন্টের উলামাদের কামরায়। কি নিদর্শন দেখছো?
____

বুঝলাম কথা আর লম্বা করে লাভ নেই।
এখানেই শেষ। :-)

    Comments:
  • ১২ জন।

12-Jan-2020 11:34 pm

Published
12-Jan-2020