Post# 1579620307

21-Jan-2020 9:25 pm


ইবনুল মোশতাহের নামে এক বুজুর্গ বলেন নিচেরটা এমন হামদ-দুরুদ আর দোয়া যেমনটা অন্য কেউ অন্য কোনো শব্দ দিয়ে করতে পারে নি। কেউ যদি সর্বোচ্চ হামদ-দুরুদ-দোয়া করতে চায় তবে যেন এটা পড়ে।

اللهم لك الحمدُ بما أنت أهله.
فصل على محمد بما أنت أهله.
وافعل بنا ما أنت أهله.
فإنك أنت أهل التقوى وأهل المغفرة.

এর বিশেষত্ব হলো শেষের "বিমা আনতা আহলুহু"। বুঝার মতো অর্থ করতে পারি "যত বড় আপনার ক্ষমতা"। এবং ক্ষমতা উনার অনন্ত। এর জন্য সোয়াবও সেরকম।

এর অন্য ভার্শন بما এর জায়গায় كما আছে। অর্থ দুটোরই এক।
ফাজায়েলে দুরুদ থেকে নেয়া।
জের জবর দিয়ে পাইনি। আমি এভাবে পড়তে পারি। একটু আরবি শিখে নিলে আপনিও পারবেন ইনশাল্লাহ। বা নেটে আরবিটা দিয়ে সার্চ করে দেখতে পারেন জের জবর দিয়ে কোথাও আছে কিনা।

জাজাকাল্লাহ।

অর্থ,
হে আল্লাহ,
আপনার প্রশংসা, যেমন আপনার শান
মুহাম্মদের উপর সালাম পাঠান, যেমন আপনার শান
আমাদের জন্য সেরকম করেন, যেমন আপনার শান
আপনি ভয় আর ক্ষমার কেন্দ্র।
#HabibDua

21-Jan-2020 9:25 pm

Published
21-Jan-2020