Post# 1578761950
11-Jan-2020 10:59 pm
আল্লাহ তায়ালার নৈকট্য।
এটা আসে,
একা একা বসে আল্লাহর কথা চিন্তা করলে।
রাতে দীর্ঘক্ষন নামাজে দাড়িয়ে থাকলে।
কোরআন তিলওয়াত করলে।
আল্লাহ তায়ালা যদি কষ্ট দেন তবে সেটার উপর সবর করতে থাকলে।
কারো গুনাহ আল্লাহ তায়ালা মাফ করে দিলে।
এটা চলে যায়,
নিজের আমলের উপর সন্তুষ্টি, তৃপ্তি চলে আসলে।
অতিরিক্ত কথা, তর্কে লিপ্ত হলে।
ক্ষমার পরে গুনাহতে আবার লিপ্ত হয়ে পড়লে।
নিজের অন্তরের কথা কারো কাছে প্রকাশ করলে।
#মডারেট_মোজলেম
Comments:
- https://www.facebook.com/habib.dhaka/posts/10156955582778176
11-Jan-2020 10:59 pm