কয়েকটা জিনিস ক্লিয়ার রাখছি। নয়তো কয়েক বছর পরে "বড় ভাইরা" আপনি না এই ছিলেন? ঐ ছিলেন? কথা নিয়ে আসবে।
১
আমি ঐক্যের কথা যখন বলি তখন টলারেন্সের কথা বলি। আহলে সুন্নাহ এক দলের সাথে অন্য দলের যেন ঝগড়া না বাধে। এটাকে যে "আমি শিয়া-সুন্নি ঐক্যের ডাক দিচ্ছি" মনে করে সে তার নিজের অন্তরের কথা বলে। আমার কথা না।
২
পশ্চিম দিকে যখন সূর্য উঠবে তখন সূর্য সত্যি সত্যি উল্টো দিক থেকে উঠবে এটা আমি বিশ্বাস করি। এর সাথে মেগনেটিক পোলার ফ্লিপের কোনো সম্পর্ক নেই। এই সম্পর্কে আমি যে উদাহরন দিয়েছে এটা "তাদের কথার ব্যাখ্যা এই হতে পারে" অর্থে।
৩
তারেক মনোয়ার সাহেবের সত্যবাদিতা নিয়ে আমার সন্দেহ আছে। তাই আমি উনার পক্ষে না। এক স্টেটাসে এটা লিখেছি। সব স্টেটাসে লিখি নি, লিখার প্রয়োজনও মনে করি না। অন্যের নামে খুব বেশি "বিশেষনের" ব্যবহার আমার নিজের পথভ্রষ্টতার লক্ষন এটা আমি বিশ্বাস করি। তাই মন্দের প্রসংশা করে আমি লিখতে পারি। "সে মন্দ" এই কথাটা না বলে।
এরকম "সত্যবাদিতা সন্দেহের" লিষ্টে আরো কয়েকজন আছেন যাদের প্রকাশ্য বক্তব্য পরবর্তিতে স্বজ্ঞানে মিথ্যা প্রমানিত হয়েছে।
ক্লিয়ার রাখলাম। প্লাস আমি "নিউট্রাল" না। আমাকে কেউ নিউট্রাল মনে করবেন না প্লিজ। আমার দল মত নিয়ে আগে লিখেছিলাম। লিংক কমেন্টে।
- Comments:
- https://www.facebook.com/habib.dhaka/posts/10156439519318176