Post# 1578913651

13-Jan-2020 5:07 pm


ডঃ জাহাঙ্গির একা যে ভাবে বাংলাদেশের জিডিপি কমিয়ে দিচ্ছে।

- প্রথমতঃ ঔষধ বিক্রি তলানিতে। জিডিপি আর উৎপাদনের একটা বড় অংশ এই দেশের ঔষধ ফ্যাক্টরিগুলো। দেশের লক্ষ লক্ষ মানুষের চাকরি এই সেক্টরে। মানুষ ডায়বেটিসের ঔষুধ বন্ধ করে দিয়েছে, প্রেশারের ঔষধ, সব ঔষধ। ভাত না খেয়ে থাকলেই নাকি কাজ হয়।

এর ক্যসকাডেড ইফেক্ট। ঔষধ বিক্রি করে টাকা না পেলে অন্যান্য সেক্টরও ক্ষতিগ্রস্থ হবে যেখানে তারা এই টাকা খরচ করতো।

- দ্বিতীয়তঃ চাল বিক্রি কমে যাচ্ছে। খাবার কনজাম্পশন কমে যাচ্ছে। যে বাসায় ৩০ কেজি চাল লাগতো তাদের লাগে ১০ কেজি। কৃষকদের ক্ষতি। একজন শুনালো তিন দিন শুধু পানি খেয়ে ছিলো উনার লেকচার শুনে।

- তৃতীয়তঃ জিম ছিলো একটা উঠতি ব্যবসা। এর গলা টিপে যেন ধরা হয়েছে। না খেয়ে যদি মাসে ১০ কেজি ওজন কমে তবে জিমে টাকা দেবে কে?

পার্সেন্ট পয়েন্টে এটা দেশের জিডিপির কত ক্ষতি করবে দেখতে থাকেন।

13-Jan-2020 5:07 pm

Published
13-Jan-2020