তাফাজ্জুল হক হবিগঞ্জির উপর মুসা আল হাফিজের লিখা থেকে :
উনি বলতেন, "কুতুবিকে কিতাবের মধ্যে লুকাইতে পারবা? না পারলে খাঁটি পীর হতে পারবা না।"
"এটা গোপন সম্পর্ক। এটা দেখিয়ে বেড়ালে চলে?"
হাল, মাকাম, কারামত ইত্যাদির পিছে পড়া থেকে সালিকদের নিষেধ করতেন।
কিন্তু হালওয়ালাদের সমালোচনা করতেন না।
তিনি নিজেই ছিলেন হালওয়ালা।
তবে সালিকদের শেখাতেন সহজ রাস্তা।
"আল্লাহর পরিচয় ও তার সাথে সম্পর্কটাই মা’রিফত।"
"সুন্নতে রাসূলই (সাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম) শরীয়ত ও তরিকত।"
"এ পথেই সহজে পরিত্রাণ । এটাই যথার্থ পথ। অন্য দিকে নজর দিলে বিপদ বাড়বে, ভেজাল মিশ্রিত হবে।"
#মডারেট