Q. "অধিকাংশ আলেমের মতের উপর চলার জন্য আমি প্রতিটা বিষয়ে অধিকাংশের মত কোথায় পাবো?"
প্রতিটা বিষয়ে অধিকাংশের মত লাগবে না। আপনি একটা "মাজহাব" [বা সালাফিদের জন্য "মানহাজ"] ঠিক করে নিন যেটার উপর চলবেন। এর পর সেটার উপর চলেন।
এর পর ঐ মাজহাব বা মানহাজেও যখন সমস্যায় পড়বেন কারন ঐ মাজহাব-মানহাজের ভেতর কোনো বিষয়ে বিভক্ত রায় পাচ্ছেন, এবং সেটা খুবই বড় একটা বিষয়ে, তখন অধিকাংশের মতকে নিরাপদ ধরে নিতে পারেন।
এ বিষয়ে আমি যা করি সেটা এখানে লিখেছিলাম
https://www.facebook.com/habib.dhaka/posts/10155937354513176
অধিকাংশের মতের বাইরে না যাবার চেষ্টা করি
https://www.facebook.com/habib.dhaka/posts/10154753474343176
https://www.facebook.com/habib.dhaka/posts/10156282719408176
https://www.facebook.com/habib.dhaka/posts/10156155836953176
অধিকাংশ হক হবার দলিল
https://www.facebook.com/habib.dhaka/posts/10153369996908176
অধিকাংশ এর বিভিন্ন ব্যখ্যা মানুষ করতে পারে - যদি চায়
https://www.facebook.com/habib.dhaka/posts/10155927296808176