বিদেশি মধু যদি নকল হয়, তবে আমি দেশিগুলো কিনবো না। অন্য বিদেশি খুজবো। নিচে কারন :
১
ধরেন খাস ফুড কিনলাম। এর পর পছন্দ হলো না। এখন আমি অনলাইনে বলতেও পারবো না "ভালো না"। এত ভক্ত আর এর পক্ষে এত লোক যে তারা ছেকে ধরবে। হয়তো মালিকও ফোন করবে "আপনি কোথা থেকে কিনেছেন? দেন তো। আমরা আবার চেক করে দেখি।"
এটা বন্ধ হবে না যতক্ষনা পর্যন্ত না
হয় আমি অনলাইনে বলছি "না আসলে ভালো, খারাপ বলেছিলাম অন্য কোনো কারনে যার জন্য খাস ফুড দায়ি না"
বা সেটা না করলে খাস ফুড আমাকে "পাগল ছাগল আনরিলায়েবল কথার ঠিক নেই" প্রমান করে ছাড়বে। "আমরা উনাকে বলেছি আপনার সেম্পলটা পাঠান, উনি জবাব দেন নি। আমরা লোক পাঠিয়েছিলাম ঐ ঠিকানায় কাউকে পাওয়া যায় নি। আমরা কল দিয়েছিলাম উনাকে, এই যে কল রেকর্ড, শুনেন উনি কি টাইপের।"
মানে কেরেক্টার এসাসিনেশন করে ব্রান্ড রিকভারি।
এত ড্রামা থেকে বাচার জন্য হয় খেয়ে ভালো মন্দ যেটাই হোক আমাকে বলতে হবে ভালো।
নয়তো বিদেশি ব্রান্ড খুজতে হবে যাদের রিভিউ ফেসবুকে কে কি দিলো সেটা তারা কেয়ারও করে না।
এ কারনে আমি দ্বিতীয়টা করি।
২
রেলিভেন্ট। অনলাইনে একজন সেলিব্রিতি আছেন প্যন্ট বিক্রি করেন। কিন্তু একুজেশন যে উনি পুরানো প্যন্ট রং করে নতুন বলে চালিয়ে বিক্রি করেন। আর রংটা এত কাচা যে প্রথমবার ধুলেই নতুন রং উঠে আগের অরিজিন্যাল রং চলে আসে।
কিন্তু উনি এত মজার পোষ্ট দেন। আর এত বড় ফ্যান বেইস যে কেউ যদি এই কথা অনলাইনে বলে তবে ভক্তরা চিবিয়ে খেয়ে ফেলে। তাই এটা রটায় না। যারা ধরা খায় তারা চুপ থাকে। উনি ব্যবসা করে যান।
৩
Fanbase থেকে দূরে থাকেন।
যার যত ফ্যান, তাকে তত সন্দেহ করবেন।
মুখে বলার দরকার নেই। নিজেকে বাচিয়ে চলি।
29-Oct-2020 3:45 pm