Facebook Posts - October 2020

1-Oct-2020 6:24 am


আর তিন মাস দেখবো ইনশাল্লাহ।

এর মাঝে যদি উল্টো ঢেউ না উঠে তবে এই কওমি ফিতনা শেষ। এই ধাক্কাও কাটিয়ে উঠলো।

কয়টা ধাক্কা গেলো হিসাব করি : "৫ই মে" "স্বিকৃতি" "সাদ সাহেব" "শুকরিয়া মাহফিল" এখন "মৃত্যু"।

প্রতিবারই মনে করি এইবার কওমিরা শেষ। সে মতো স্টেটাসও দেই। প্রতিবারই তারা কাটিয়ে উঠে। আরো শক্তিশালি হয়।

আরেকটা পার্থক্য হলো তাদের বিরুদ্ধে কিছু লিখলে তারা এসে আমার স্টেটাস জ্বালিয়ে দেয় না কমেন্ট করে।

অন্য যে কোনো দলের নামে হালকা টাচ দিলেই সেই দলের মুজাহিদ বাহিনি চলে আসে আমাকে "সত্য" জানাতে।

বড় পার্থক্য। তাই দেখি কাকে বন্ধু করছি।

এর পরও বেশি খুশি না হই। কিছু শেষ না। সামনে বহু কিছু হতে পারে। সব উল্টে যেতে পারে।

দেখতে থাকি।

1-Oct-2020 6:24 am

1-Oct-2020 8:08 am


Pretty much balanced. বেশি নূর বিরোধিতা করবেন তো আপনার বক্তব্য হয়ে যাবে "রাসুলুল্লাহ ﷺ ছিলেন অন্ধকার"।

আর বেশি "আকিদা নূর আকিদা" করবেন তো দুনিয়ার বাকি মুসলিমদেরকে মনে হবে অন্ধকার যেহেতু তারা আপনার মতো নূর মানে না।

রাসুলুল্লাহ ﷺ নূর ছিলেন, নূর নিয়ে এসেছেন, নূর বিতরন করে গিয়েছেন।

সবগুলো কথা সত্যি। কিন্তু এগুলোকে "ফিজিক্স" দিয়ে ব্যখ্যা করা আরম্ভ করলে সমস্যা।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

1-Oct-2020 8:08 am

1-Oct-2020 2:29 pm


স্কুল নভেম্বরের ১ তারিখ পর্যন্ত বন্ধ।

যারা "এইচএসসির প্রশ্নপত্র ছাপা হয়ে গিয়েছে" "স্কুল খোলার জন্য পরিষ্কার করার হুকুম এসেছে" খবর পড়ে বিভ্রান্ত হচ্ছিলেন তাদের জন্য।

জানুয়ারির আগে খুলছে না এটা আমার বিশ্বাস। এর পর দেখতে থাকি কি হয়।

লিংক কমেন্টে।

1-Oct-2020 2:29 pm

1-Oct-2020 5:30 pm


গাড়ির থার্ড পার্টি ইন্সুরেন্স করবেন না। এতদিন সরকারি জুলুমের ভয়ে করতে হতো।

এখন লাগবে না।

ট্রাফিক পুলিশ এর পরও গাড়ি রিকুউজিশনের নামে আপনার থেকে ঘুষ খাবে। এটা দিয়ে যেতে হবে। আর আল্লাহকে ভয় করতে হবে।

আল্লাহ তায়ালা জালেম বা মজলুম হওয়া থেকে আমাদের রক্ষা করুন।

https://www.jagonews24.com/national/news/614327

1-Oct-2020 5:30 pm

1-Oct-2020 7:36 pm


"Farmville" closing down on 31st Dec.

The game that kickstarted Facebook, spammed everyone's news feed, and encouraged kids to create multiple fake FB accounts to play it -- is finally shutting down for good after 11 years.

At one time our FB newsfeed was full of posts on how many people have produced how many chickens in their farm.

And I thought it was already dead years ago.
https://www.engadget.com/farmville-shutting-down-december-31-134117646.html

1-Oct-2020 7:36 pm

2-Oct-2020 12:19 pm


Trump tests positive.

First question was what's the mortality rate at that age group? Quick search reveals 25%.

He probably will survive. Still considerable possibility, he will not.

And Biden isn't safe either. It's airborne.

    Comments:
  • ^ আমাদের দেশের দিকে তাকালেও বুঝা যায়।

2-Oct-2020 12:19 pm

2-Oct-2020 1:48 pm


জীবনের স্থায়িত্ব নেই।

ইয়ং বয়সে মনে হতো এগুলো বৃদ্ধদের চিন্তা। আমাদের লম্বা জীবন সামনে।

কিন্তু আরম্ভ হবার সাথে সাথে সেই জীবন শেষ হয়ে যায়। এখন যারা ইয়ং আছে তাদেরও শেষ হয়ে যাবে।

আল্লাহ তায়ালা যদি আমাদের হায়াত হাজার বছর দিতেন তাও হতো। আরম্ভ হলো, এর কিছু পরেই হাজার বছর পার হয়ে যেতো।

উপরন্তু হাজার বছর লম্বা জীবনের হিসাব দিতে হতো আখিরাতে -- "এত লম্বা জীবনের নিয়ামত দিয়েছি, কি করেছো?" মিজানে সেই হাজার বছর জীবনের নিয়ামত এক পাল্লায়, অন্য পাল্লায় তার আমল।

আমাদের এই ষাট বছরের জীবনের হিসাব থেকে সেটা ভালো হতো না।

তাই মৃত্যু আমাদের গন্তব্য। এর জন্য তৈরি। হাজার বছর জীবন যাপন হবে হাশরের মাঠে।

বস্তুতঃ কবর থেকে যখন আমরা উঠবো তখনই অনন্তকালের জীবন নিয়ে উঠবো।

কবর থেকে বেরিয়ে যে দাড়িয়েছে -- তার সামনে অনন্তকালের জীবন।

2-Oct-2020 1:48 pm

2-Oct-2020 2:20 pm


দাজ্জাল যখন আসবে খোদার পরিচয়ে আসবে। "আমিই খোদা"। সংগে জান্নাত জাহান্নাম।

মানুষের মৃত্যু হয় নি। কিয়ামতও হয়নি। কিন্তু আল্লাহ তায়ালা নেমে এসেছেন পৃথিবিতে মানুষকে জান্নাত জাহান্নামে পাঠাতে। দুনিয়ার সময় শেষ। মানুষ কনফিউজড। "খোদাকে মেনে জান্নাতে যাবো, নাকি অস্বিকার করে জাহান্নামে?"

এজন্য জানি : অন্তরে রাখি : মৃত্যুর আগে আল্লাহকে দেখা যাবে না।

পড়ছিলাম এক হাদিসে কিছু আল্লাহর বান্দা হাশরেও আল্লাহর সামনে সিজদায় যাবে না। বলবে "আমরা আল্লাহর বান্দা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না"। যতক্ষন না নিশ্চিৎ জানবে উনিই আল্লাহ।

এ জন্য জানি : বুঝি : দাজ্জালের আগের ৩০ দাজ্জাল সবাই নবিদের মতো কথা বলবে। মানুষ তাদের ধোকায় পড়ে যায় "নবিকে অস্বিকার করবো? নাকি মানবো?" গোলাম কাদিয়ানি দ্রষ্টব্য।

আমাদের একমাত্র বাচা যে শেষ রাসুল ﷺ বলে দিয়ে গিয়েছেন উনার পরে আর রাসুল নেই।

পড়ছিলাম মুসা আঃ কাহিনি। "কাবাদতু কাবদাতাম মিন আথারির রাসুল"। জীব্রিল আঃ এর পায়ের নিচের মাটি নিক্ষেপ করার পরে তৈরি গরু জীবিত হয়ে যায়। অলৌকিক? আর কে জীবন দিতে পারে? মানুষ সন্দেহে পড়ে যায় "হইতেও পারে।" গরু ঘিরে বসে "যতক্ষন না মুসা আঃ এসে আমাদের ক্লিয়ার করেন আসলে কোনটা ঠিক?"।

এতেই তাদের ধ্বংশ। আমি সেখানে থাকলে কি করতাম?

ঐ যুগ শেষ। সামনে আর এরকম পরিক্ষা নেই নিশ্চই?

এর পর দাজ্জাল এসে মানুষের বাপকে তার সামনে কবর থেকে জীবিত বের করবে।

2-Oct-2020 2:20 pm

2-Oct-2020 3:01 pm


তাই বাচার উপায় : একা থাকা।

দাজ্জাল আসলেও একা থাকতে হবে। "বিশাল ঘটনা! আল্লাহ তায়ালা দুনিয়াতে নেমে এসেছেন?" -- আমার জানার দরকার নেই। বুঝারও দরকার নেই। একা থাকি।

মাহদি চলে এসেছে? না আসে নি। বায়দাতে ধ্বসের আগে কেউ মাহদি না। একা থাকি।

"অধিকাংশ মুসলিম পথভ্রষ্ট?" -- তবে যে কেউ আমাকে বুঝাতে আসবে সেও পথভ্রষ্ট। একা থাকি।

একা থাকার থেকে নিরাপদ সামনে আর কিছু নেই।

2-Oct-2020 3:01 pm

2-Oct-2020 4:00 pm


ডঃ খন্দকার জাহাঙ্গির স্যার মারা গিয়েছেন কত বছর হলো? চার বছর? এখনো উনার প্রশ্নোত্তর যদি ইউটুবে দেখি তখন দেখি উনি কত বিজ্ঞ ছিলেন, কত প্রেকটিক্যাল ছিলেন, "চলতি" হুজুগ দিয়ে উনি প্রভাবিত হতেন না। বুঝতেন এবং সে মতো বলতেন অন দা পয়েন্ট।

সেকুলার রাজনিতি : প্রশ্ন ছিলো "একজন নামাজ রোজা হজ্জ বৌকে পর্দা সব করায় কিন্তু আওয়ামিলিগ করে সে জাহান্নামি কিনা?"

কাট করে শেষ দুই মিনিট দিলাম সংক্ষিপ্ততার জন্য। বলেছেন এগুলো ইমোশন তুলার জন্য ইসলামি রাজনিতিকরা বলে। সত্যিকারে "নামাজ রোজা হজ্জ বৌকে পর্দা" এরকম মুসলিম এমনিতেই সমাজে ১০% ও না। তার মাঝে আওয়ামিলিগের রাজনিতি করে এমন প্রেকটিক্যলি প্রায় নেই। তাই উক্তিটা ইমোশান তোলার জন্য বলা হয়।

আর উনি পপুলিস্ট, ইমোশোন ধাক্কিয়ে চললে, বলতেন : "হ্যা তাই। দেখবেন আমাদের মাঝে হাজি গাজি পাগড়ি সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু সে _______করে। খোদার কসম এরা কেউ জান্নাতে যেতে পারবে না। সবাই জাহান্নামি।"

video:/img/photos_and_videos/videos/121543182_1252623605152420_3757655821439882159_n_10157759806018176.mp4

2-Oct-2020 4:00 pm

2-Oct-2020 5:25 pm


মাওলানা সালমান নদভীর বিরুদ্ধে দেওবন্দের ফতোয়া। বাংলায় সামারি অন্য জায়গায় পেয়েছি : উনার মাদ্রাসায় পড়া অনুচিৎ, উনার পেছনে নামাজ পড়া জায়েজ না... এরকম আরো কিছু।

নিচের উর্দু পড়া বা বুঝার ক্ষমতা আমার নেই।

এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
    Comments:
  • উর্দুতে সামারি এখানে পাবেন কথায়। যারা পড়তে না পারলেও শুনলে উর্দু বুঝেন তাদের জন্য।
    https://www.youtube.com/watch?v=LblNqDY_Jj4
    https://www.youtube.com/watch?v=LblNqDY_Jj4

2-Oct-2020 5:25 pm

2-Oct-2020 8:47 pm


TIL : যতদিন সে হিরোইক ফাইটার ছিলো পত্রিকায় নাম ছিলো "মিন্নি"।

কারাগারে যাবার পরে এখন পত্রিকায় আর "মিন্নি মিন্নি" না।
তার নাম হয়ে গিয়েছে "আয়শা"। :V

2-Oct-2020 8:47 pm

2-Oct-2020 10:51 pm

2-Oct-2020 11:17 pm


সিএসও দেখলাম। বহু বেকার। কিন্তু এরা কাজ পারে না। এটা একমাত্র জব যেখানে স্কিল অর্থাৎ কাজ না পারলে জব নেই। সার্টিফিকেট, সুট আর স্পিচ দিয়ে টাকা কামানো যায় না। বুগিযুগি কাজ দিয়ে প্রোগ্রাম চালানো যায় না।

https://galibnotes.com/galib-notes/computer-science-ki/

সুবিন ভাইয়ের একটা লিখা পড়লাম পুরানো। উনি যেহেতু বই লিখেছেন তাই এই জাতিয় পাবলিকরা হয় প্রথমে খুব মটিভেশনাল। "সবাই পারে, বা পারবে" "চেষ্টা করলে আপনিও পারবেন"। এর পর এখন তিন বছর আগের লিখা। বলছেন : চেষ্টা কইরেন না। না পারলে চেষ্টা করেও পারবেন না। :V :V :V

http://subeen.com/dont-study-cse/

যাই হোক। বুঝলাম। সিএসে ডিগ্রিধারি প্রচুর আছে। কিন্তু কাজ জানা লোকের সাপ্লাই কম। আমাদের এক ভাই দেখেন ৪০ থেকে ৮০ হাজার বেতন দেবে বলেছেন যদি আপনি গেম ডেভালাপ করতে পারেন। সার্টিফিকেট লাগবে না।

https://www.facebook.com/habib.dhaka/posts/10157753588953176

    Comments:
  • ^ But things changing. For AI, data analysis you need a good degree with your skills too.
  • Maybe you can be unskilled data analyst but can't be an unskilled AI scientist.

2-Oct-2020 11:17 pm

3-Oct-2020 12:19 am


Bloomberg reports on Japan's "lost generation".

Now in Japan jobs are offered to people fresh out of Universities. Not to some 40s or 50s. Therefore if you happen to get out of University in a recession year when there's no job offer, then you would remain jobless the rest of your life.

The thing is Japan faced a decade long recession from 90 to 00s. Resulting into a whole generation of jobless middle aged people.

I would have liked to find similarity with covid era. But that might be talking about too much doom and gloom.

Rather think differently, what would you have done as an alternate?

https://www.bloomberg.com/features/2020-japan-lost-generation/

3-Oct-2020 12:19 am

3-Oct-2020 1:18 am


Betting odds have swung largely in favor of Biden after last debate.

Previously Trump was 1:1. Now it's like 3:2.

    Comments:
  • So much informative. Jajakallah. Posted it because all the kids in locality were really asking for a comparison. That would be very much useful.
  • * for information purpose. not endorsing or promoting betting. but where people put their money instead of their mouth tells a lot.

3-Oct-2020 1:18 am

3-Oct-2020 1:44 am


TIL : Nancy Pelosi will be the sit in President if Pence goes down as well.

Like (Y)

3-Oct-2020 1:44 am

3-Oct-2020 2:17 am


Things are happening so fast in the USA. Big news every hour.

Taking a break.

3-Oct-2020 2:17 am

3-Oct-2020 10:44 am


All those "he is getting sick sick" news might be fake. It's just 24 hours.

Here's what real news you can expect.

3rd Oct tested positive.
10th Oct -> he has recovered, or is taking oxygen.
17th Oct -> recovered from oxygen, or ventilator.
24th Oct -> recovered from ventilator, or dead.

There's percent point for each path.

    Comments:
  • আপনার মতামতের জন্য ধন্যবাদ।
  • আপনার মতামতের জন্য ধন্যবাদ।

3-Oct-2020 10:44 am

3-Oct-2020 2:49 pm


মাহমুদুল হাসান যাত্রাবাড়ি মাদ্রাসা
বেফাকের সভাপতি।
ভারপ্রাপ্ত? মানে কি অস্থায়ি?

অনেকটা শফি সাহেবের স্থলাভিষিক্ত।
প্রো নাকি এন্টি গভ?

চরমোনাই পীর সাহেব সম্ভবতঃ কেন্ডিডেট ছিলেন।
চরমোনাই কি উনাকে নিজেদের প্রক্সি দেখবে নাকি এন্টি?

শায়েখের তরিকত লাইনে অনেক অনুসারি আছেন।
ক্যমেরার সামনে আসেন না।
টপ ফিগার।
তার পরও ইউটুবে তেমন ভিডিও নেই।

কথা না শুনলে বুঝার উপায় কম উনি কেমন।
দেখি।

বয়স্করা নিজেরা এক্সিকিউট করতে পারেন না।
অন্যদের উপর নির্ভর।
সে থেকে বিচ্যুতি।
এই সমস্যা শফি সাহেবের সময় ছিলো।
এখনো সম্ভবতঃ রয়ে গেলো।

3-Oct-2020 2:49 pm

3-Oct-2020 3:26 pm


মনে হয়,
আবার তবলিগে ফিরি।

কিন্তু গেলে হতে হবে পূর্ন, ডেডিকেটেড।
জান, মাল, সময় সব দিয়ে।

কিছু কিছু তবলিগ?
তবে, "ফিতনা করছেন" "ইনতেশার করছেন"
"মন মতো তবলিগ"।

এর পর বিরত হই।

মানুষ কিছু আশা করবে আপনার থেকে।
পূর্ন করতে না পারলে তাদের অসন্তুষ্ট করলেন।

এর থেকে ভালো দূরে থাকা।
আপরিচিত থাকা।
কেউ রাগবে না।

ইচ্ছা, ভাবনা আর অভিজ্ঞতা।

3-Oct-2020 3:26 pm

3-Oct-2020 6:36 pm


Stories of courage and hard work.

School closed. Boy rented land and started seeding plants. In seven months made a return 35 times his initial investment.

Didn't hire any worker to save on cost. Worked dawn to dusk himself. Now he doesn't need a job. Neither a huge cost to get his University degree and then be jobless again after the degree.

Hard work. The secret.

https://www.jagonews24.com/agriculture-and-nature/article/614722

3-Oct-2020 6:36 pm

3-Oct-2020 6:43 pm


অনলাইনে ব্যবসা করবেন কি করে?

ঢাকায় বসে থেকে হবে না।

উত্তর বঙ্গে চলে যান। সেখানে পরিশ্রমি মানুষ আছে যারা অনেক কিছু তৈরি করছে কিন্তু বিক্রি করে ঢাকার থেকে কিছু কম দামে। বের করেন কোন জায়গায় কে কি তৈরি করে। সেখানে গিয়ে বাসা নেন। থাকেন কিছু দিন। বুঝেন। অনলাইনে-ফেসবুকে এড দেন "আমরা কেবল <এই> জিনিস সাপ্লাই দেই এত দামে"।

যাত্রা আরম্ভ। আপনার খরচ হলো যে দুই চার মাস আপনার যেতে দেখতে বুঝতে ব্যবসা তুলতে লাগবে সেই সময়ের জন্য আপনার জীবন যাপনের খরচ।

যাদের দেশের বাড়ি আছে তারা নিজেদের বাড়ির আশে পাশেও খবর নিতে পারেন কি উৎপাদন করে।

    Comments:
  • ^ কারেকটেড। "ঢাকার থেকে কম দামে"। বেশি লাভ করার চিন্তা করলে পাবেন না।

3-Oct-2020 6:43 pm

3-Oct-2020 9:43 pm


Motivational speech. He skipped class 8, and jumped to 9. Then skipped class 10 and sat for O level directly.

Didn't fare that well in A-level because he provided too much time on hobby electronics. But nevertheless managed to enter a private university.

The thing is he knew his job. Did best in interview. And now working for Google.

You can do that too. Don't let others pull you down when you believe you "can".

Don't take advice from random people. Do what you believe you can do.

This post had an attachment, which is now missing

3-Oct-2020 9:43 pm

4-Oct-2020 5:01 am


Jordan's PM resigned. King Abdullah still the king.

4-Oct-2020 5:01 am

4-Oct-2020 7:33 am


ঠিক আছে মানলাম। মটিভেশনাল যে উপদেশ পোষ্টটা দিয়েছিলাম গ্রাম গঞ্জে চলে যান। সেখানে টেক পৌছে কিছু করা যায় কিনা দেখেন -- এটা দিয়ে সত্যি প্রফিট করতে পারবেন না। লস খাবেন।

কেউ কেউ প্রফিট করবে। হয়তো ১০%। বাকি ৯০% ধরা খাবে। "কোনো অপরচুনিটি নেই এই পথে" "খামাখা"।

এজন্য মটিভেশনাল স্পিচ দিতে হয় "এবসট্রাক্ট" লেভেলে। কিন্তু তখন সেটা কেউ বুঝে না। ব্লাহ ব্লাহ মনে হয়।

বেশি স্পেসিফিক করে ফেলবেন তো -- "স্পষ্টতই সেটা লস প্রজেক্ট" "সে দিকে যাবেন না" "বহু লোক ধরা খেয়েছে"।

কিন্তু এই সব রূঢ় বাস্তবতা তুলে ধরলেও সমস্যা। ডিমটিভেশনাল স্পিচ হয়ে যাবে সেটা। নেগেটিভিটির প্রচার।

মূল কথা হলো একেকজনকে একেকটা কাজের জন্য আল্লাহ তায়ালা দুনিয়াতে পাঠান। সবাইকে এক কাজের জন্য না। আপনার স্কিল কোন দিকে সেটা আপনাকে বুঝতে হবে। সে মতো আপনার পথ, সাকসেস।

নির্দিষ্ট কোনো উপদেশ নেই। আরেকজনের পথ আপনার কাজে লাগবে না।

"ট্রাস্ট ইন ইওরসেল্ফ?" -- এটারও একটা চেক এন্ড বেলেন্স আছে।

    Comments:
  • Update :
    https://www.facebook.com/habib.dhaka/posts/10157763662213176

4-Oct-2020 7:33 am

4-Oct-2020 1:45 pm


Jetpacks can now be bought off the shelf.
UK. Using jetpacks for paramedics.

I used to read about such scenarios in the 80s. "Future world". "Paramedics will quickly arrive on jetpacks". With pics how they would look like.

This post had an attachment, which is now missing

4-Oct-2020 1:45 pm

4-Oct-2020 1:54 pm


In case anyone thought this year's California fire wasn't historic.

4-Oct-2020 1:54 pm

4-Oct-2020 2:16 pm


Today marks 30 years of German reunification.

Almost 30 years of fall of Communism.

30 years of death of an ideology that was theoretically correct.
Practically disastrous.

Remembering those days.
This one is an iconic photo from the fall.

4-Oct-2020 2:16 pm

4-Oct-2020 6:47 pm


এই কথাগুলো :

"অধিকার কেউ সেধে কাউকে দেয় না। এটা আদায় করে নিতে হয়।"
"কান্না না করলে বাচ্চাকে মা দুধও দেয় না। সরকার আপনাকে এমনি এমনি দেবে না।"

এর উপর হাদিস :

قال رسول الله صلى الله عليه وسلم:
"إنَّها سَتَكُونُ بَعْدِي أثَرَةٌ وأُمُورٌ تُنْكِرُونَها"
قالوا: يا رَسولَ اللهِ، كيفَ تَأْمُرُ مَن أدْرَكَ مِنّا ذلكَ؟
قالَ: "تُؤَدُّونَ الحَقَّ الذي علَيْكُم، وتَسْأَلُونَ اللَّهَ الذي لَكُمْ."

-- مسلم

নিজে বুঝি। আর চুপ থাকি।
অনুবাদ ইচ্ছে করে দেই নি।

4-Oct-2020 6:47 pm

4-Oct-2020 9:02 pm


Looking back at my past posts. Said : it's no big deal until death count crosses 100k in USA.

Death count has now crossed 200k in USA.

This post had an attachment, which is now missing

4-Oct-2020 9:02 pm

4-Oct-2020 9:22 pm


অক্সিজেন কিনতে হলে।

সিলিন্ডারের জন্য যেতে হবে তেজগাও। সেখানে আগে যেটা BOL Bangladesh Oxygen Limited ছিলো সেটার নাম বদলিয়ে Linde Bangladesh. এর পাশে একটা মার্কেট আছে সেখানে ১৬ হাজার টাকায় পূর্ন অক্সিজেন সিলিন্ডার বিক্রি করে।

পজিশন গুগুল মেপে মোটামুটি এই জায়গায়।
https://www.google.com/maps/search/linde+bangladesh/@23.7672976,90.4017483,18z

মাস্ক, পাইপ, রেগুলেটর কম দামে পাবেন সেখানে না। বরং ম্যডিক্যল স্টোরে। ঢাকায় BMA ভবন। প্রেস ক্লাবের পাশে। ম্যপে এখানে।

https://www.google.com/maps/place/National+Press+Club/@23.7302096,90.4074345,20z/data=!4m5!3m4!1s0x1406206fb92acad1:0xe0b9d5f1ad3411d!8m2!3d23.7293846!4d90.4068538

সব মিলে খরচ পড়বে ২৬ হাজার। এক্ষেত্রে আপনি ১ হাজার টাকার বদলে ৫ হাজার টাকার কোয়ালিফাইড রেগুলেটর কিনলেন।

অনলাইন থেকে অর্ডার দিলে ১৪ হাজারে আপনাকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাবে পাইপ টাইপ সহ। রিফিল তারা বলবে ১০০০ টাকা। কিন্তু রিফিল তাদের থেকে না করিয়ে অন্য জায়গা করালে শুনলাম ১০০+ টাকায় করা যায়। ডিটেলস জানতে হবে।

প্লাস অনলাইনগুলোর সিলিন্ডারে অক্সিজেন কম থাকে। প্রায় অর্ধেক। রিপোর্টেড।

নিজের জন্য লিখে রাখলাম। অন্য কারো উপকার হলে ভালো।

4-Oct-2020 9:22 pm

5-Oct-2020 11:27 am

5-Oct-2020 2:31 pm


Instruction : "Here is a ray tracing program written in OCaml. Take it and run it by building your own CPU on a FPGA, writing your OS on it and building a OCaml interpreter to run the ray tracer."

Tokyo Japan University students are given this exercise every year. The whole class divided into 4 groups of 4-5 persons each.

They finish it in 4 months.

It's not that one worked, and five people watched him work which is the convention in BD. The 5 person team broke up into 1 or 2 separate teams to design the CPU, write the OS and write the raytracer in parallel. No "I take team work credit because I acted as the cheerleader in the team." And then put in CV "I built an OS".

Follows one adventure story.
https://fuel.edby.coffee/posts/how-we-ported-xv6-os-to-a-home-built-cpu-with-a-home-built-c-compiler/

The output pic here.

5-Oct-2020 2:31 pm

5-Oct-2020 6:41 pm


Nobel prize in Medicine. Awarded to 3 US docs for discovering Hepatitis C virus in the 1980s.

5-Oct-2020 6:41 pm

5-Oct-2020 6:48 pm


WHO : 10% of world population are already Covid infected.
https://economictimes.indiatimes.com/news/international/world-news/who-1-in-10-people-may-have-contracted-covid-19/articleshow/78494289.cms

https://economictimes.indiatimes.com/news/international/world-news/who-1-in-10-people-may-have-contracted-covid-19/articleshow/78494289.cms

5-Oct-2020 6:48 pm

5-Oct-2020 10:55 pm


AZR won this round of fight against ARM. With Armenians abandoning their weapons and grounds and fleeing.

But hold there.

Up next : The Russians are moving in.

5-Oct-2020 10:55 pm

5-Oct-2020 11:29 pm


দ্বিনি পোষ্ট দিলে আমার শো-অফ হয়ে যায়।
দুনিয়াবি পোষ্ট দিলে? তাও শো অফ।
পারিবারিক ছবি-কাহিনি? শো অফ।
কর্পোরেট কাহিনি? শো অফ।

5-Oct-2020 11:29 pm

6-Oct-2020 8:33 am


TIL : It's not that any Supernova in our galaxy will destroy earth. Rather it should be as near as 50 ly. Pretty close given that average distance between two stars is 1 ly. And there are no Supernova candidate within this radius.

One or two stars go supernova in our galaxy every 100 years.

6-Oct-2020 8:33 am

6-Oct-2020 8:57 am


নারায়গঞ্জের মসজিদে আগুনের কারন। যা বুঝলাম।

দুই পয়েন্ট থেকে দুইটি কারেন্টের লাইন ছিলো। একটা চলে গেলে অন্যটা থেকে লাইন নিতো।

নিচে তিতাসের গ্যাসের লাইনের পাইপ লিক ছিলো। মসজিদ ভরে গিয়েছিলো গ্যাসে।

ছয়টা এসি অন ছিলো। হেভি কারেন্টের লোড।

কারেন্ট চলে যায়। এর পর যখন আসে তখন চেইঞ্জওভারে বা অন্য কোথাও বিষ্ফোরন ঘটে।

6-Oct-2020 8:57 am

6-Oct-2020 9:34 am


আবার বলছি : নিজের মেয়েকে বোরকা না পড়ান তবে আপনি দাইয়ুস না। কিন্তু গুনাহগার।

কিন্তু বাপ হয়ে নিজের মেয়েকে রাতের বেলায় হাসিমুখে আবাসিক মহিলা মাদ্রাসায় উস্তাদের হাতে ছেড়ে দিয়ে আসেন, তবে আপনি আত্মমর্যাদা বিবর্জিত, পুরুষত্বহীন, চরম নিচু শ্রেনীর একজন দাইয়ুস।

উস্তাদের দোষ কম এখানে। দোষ মেয়ের গান্ডু বাপের, যে নিজের মেয়েকে রক্ষা করতে পারে না।

"কিন্তু আমাদের উস্তাদ এরকম না"

গান্ডু বাপ।

"উস্তাদের সাথে তার বৌ আছে সে দেখা শুনা করে"

গান্ডু বাপ।

"আমি প্রতিদিন গিয়ে আমার মেয়ের খবর নেই"

গান্ডু বাপ।

"উস্তাদ আমাকে কথা দিয়েছে রাতের বেলায় আমার মেয়েকে নিরাপদে রাখবে"

গান্ডু বাপ।

"দ্বিন শিখতে হলে নিজের মেয়েকে এভাবে উস্তাদের হাতে ছেড়ে না দিলে শিখতে পারবে না"

গান্ডু বাপ।

"আমি দ্বিনের জন্য মেয়েকে রাতের আধারে মাদ্রাসায় উস্তাদের হাতে তুলে দিয়ে এসেছি। আমার সোয়াব হবে।"

দাইয়ুস।

https://www.jagonews24.com/country/news/615279

6-Oct-2020 9:34 am

6-Oct-2020 1:36 pm


UK recently corrected their backlog of infections by adding 16k extra Covid cases over the last 6 months. Citing IT failure as reason. That was a 25% under reporting.

What actually happened?

Testers sent data in CSV files -- ok.

Central data was stored in a database -- ok.

For exporting CSV files into the database they used Excel which limited rows to 64k max. -- That silently chopped off all cases after the first 1400 person in each file -- not ok.
.
https://www.bbc.com/news/technology-54423988

6-Oct-2020 1:36 pm

6-Oct-2020 2:10 pm


"মহিলা মাদ্রাসা" নিষেধ করে একেবারে প্রথম দিকে দেওবন্দের একটা ফতোয়া ছিলো। কিন্তু এর পর পরবর্তিতে অন্যরা ফতোয়া দিয়েছেন জায়েজ।

"মাস্তুরাতের জামাত" বের করা নিষেধের উপর প্রথম দিকে দেওবন্দের ফতোয়া ছিলো। পরে অন্যরা ফতোয়া দিয়েছেন জায়েজ।

তাই এগুলো নাজায়েজ না। কিন্তু "তাকওয়া"। নিজের ভালো নিজে বুঝতে হয়।

    Comments:
  • ^ সেটা শেয়ার করি নি। এমনি বেশি নেগেটিভিটি পোষ্ট করা হয়ে যাচ্ছে। আর সেটা বেশি নেগেটিভ। লিখতে গেলে আমি অতিরিক্ত বলে ফেলবো আশংকা।

6-Oct-2020 2:10 pm

6-Oct-2020 3:15 pm


এই ছবিতে আমার জন্য শেষের কেইসে হবে : "সবাইরে ব্লক মারছি। এখন মাইনষে কয় ভাব মারি।"

আরেকটা জিনিস। "মাইনসে কয়" সমস্যাটা আসে অতিরিক্ত ফ্রেন্ড ‌ফলোয়ার থেকে। একটা লোকের জীবনে ৩০০ জন আত্মিয়-বন্ধু থাকে গড়ে। এটা ফেসবুকের আগে। সংখ্যাটা ৩০০০ হয়ে গেলে আপনার জীবন চলবে না। সারা দিন তাদের একেকজনকে খুশি করতে চলে যাবে, এর পরও বেশির ভাগই অখুশি।

তাই কেউ জানতে চায়, সে সাইলেন্টলি স্টেটাস পড়লো -- সমস্যা নেই। মানুষ বই ছাপায় এই কারনেই। হাজার লোকের মাঝে যে শুনতে চায় সে যেন তার কথা শুনতে পারে।

কিন্তু ৩০০০ ফলোয়ারের মাঝে, সবাই না, কেবল "কেউ কেউ" আপনাকে উপদেশ দেয়া আরম্ভ করলো -- আপনার ধ্বংশ। যদিও তারা "ভালো উপদেশই" দিচ্ছে।

তাই মাইনসেরে কইতে দিবেন না কিছু। এরা আপনার জন্য ক্ষতিকর। সময় নষ্ট।

উপদেশ নেবেন কেবল তার থেকে যাকে আপনি আপনার থেকে অভিজ্ঞ মনে করেন।

6-Oct-2020 3:15 pm

6-Oct-2020 4:06 pm


Meanwhile Kyrgyzstan had an overnight revolution after their parliament election which was allegedly rigged.

Protesters stormed inside the parliament hall, inside presidential palace, his office and has brought out the old president from jail.

The king - his kingdom - rebels - royal prisoners - dungeons - fight for the crown.

All the same. Just the names changed.

6-Oct-2020 4:06 pm

6-Oct-2020 7:14 pm


Nobel prize in Physics declared.

Yesterday I assumed it would be given to this lady.

Wasn't. Instead three others received it. All linked with Blackholes.

One for theoretical proof that Relativity and Blackhole formations don't contradict each other.

The other for finding the blackhole at the center of our milkyway. Which everyone believed was there, but wasn't proven.

Not to undermine the works of this lady. She took a picture of the largest blackhole in the universe in a distance galaxy at her very young age.

Maybe next time. Feminists keep calm.

    Comments:
  • ^ maybe true. maybe I know it already. maybe everyone knows it. but we are forbidden from spelling it out unless one specifically wants to be marked as sexist.

6-Oct-2020 7:14 pm

6-Oct-2020 9:54 pm


Trump's tweet. Facebook deleted it for "spreading misinformation". And tweeter marked as "misleading" and hid it.

Donno. Me seem to agree with him.

    Comments:
  • আপনার মতামতের জন্য ধন্যবাদ।

6-Oct-2020 9:54 pm

6-Oct-2020 10:08 pm


বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরকার গোপণ কান্ডকীর্তির কথা ফাঁস করে দিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল শহীদ। তিনি বর্তমান সোনাবাহিনী প্রধান জেনারেল আজিজের কোর্সমেট। মূলত জেনারেল আজিজের সাথে কথপোকথনের অডিও রেকর্ড প্রকাশ করে এনালাইসিস করা হয়েছে!
জেনারেল আজিজকে ‘দোস্ত’ হিসাবে সম্বোধন করে এই আলোচনায় পাওয়া গেছে:
১) বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে নগদ টাকা ঘুষ হিসাবে গত নির্বাচনের তাদেরকে চুপ রাখা হয়, এবং আ’লীগকে জিতিয়ে আনা হয়।
২) এই সরকারের সকল অপকর্মের গোড়া হচ্ছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিক! তিনি খুনগুমের সাথেও জড়িত।
৩) সেনাপ্রেধান জেনারেল আজিজ আর্মি হাজার হাজার কোটি টাকার কাজ ভাগ বাটোয়ারা করে দেন।
৪) ব্রিগেডিয়ার জিয়াউল আহসানকে দিয়ে হাসিনা খুন খারাবি করান। সেই জিয়াকে এখন টেলিফোন আড়িপাতা সংস্থা (এনটিএমসি)র প্রধান করে বিরোধী দলের লোকদের টেলিফোন রেকর্ড করান।
৫) অল্প কিছু সুবিধাভোগি ছাড়া সেনাবাহিনীর বেশীরভাগ সদস্য দেশপ্রেমিক। এরা অন্যায়ের সাথে জড়িত নয়।
৬) দেশের গণতন্ত্র ধংসপ্রাপ্ত। এ থেকে উত্তরণের জন্য জেনারেল আজিজকে চেষ্টা করে দরকার হলে পদত্যাগ করতে পরামর্শ দিয়েছেন।
গোপন কথা যখন প্রকাশ হয়েই পড়েছে, শুনে দেখতে পারে। তবে হ্যা, এই টেপ প্রকাশের পরে একটা ওলট পালট হবেই, সেটা যেদিকেই হোক না কেনো।
এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

6-Oct-2020 10:08 pm

6-Oct-2020 10:27 pm


বহু বহু বহু আগে ফকিরাপুলে তবলিগের একজন সাথি ছিলেন রবিউল ইসলাম সাহেব। উনি কাকরাইলের রবিউল সাহেব না। অন্য একজন।

কেবল একবার উনার মুজাকারায় বসেছিলাম ২৫ বছর আগে কিছু মিনিটের জন্য। যা শিখেছিলাম সেটা সারা জীবন অন্তরে ধারন করে চলেছি। এখনো মাঝে মাঝে উনার শেখানো কথাগুলো স্বরন করে স্টেটাস লিখি।

খবর, উনি আজকে মারা গিয়েছেন। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে উচ্চ স্থান দান করুন।
.
#RIP

6-Oct-2020 10:27 pm

7-Oct-2020 12:27 am


Matching the cube. And I did it looking at the camera screen. Therefore whatever I was seeing, you are seeing exactly that too.

And this is my voice. Any song you find on youtube isn't mine.

video:/img/photos_and_videos/videos/10000000_251400176296432_2413975433407467706_n_10157769785998176.mp4

    Comments:
  • good. fixed. welcome to catch any other you find.
  • difference. not big difference to stop the world. that was his point. as i understand it.
  • ^ I sounded like a deep voiced old man when I was younger 20 years back.

7-Oct-2020 12:27 am

7-Oct-2020 1:48 am


He sounds very sure of a win.
Every turn. And every twist.

7-Oct-2020 1:48 am

7-Oct-2020 2:51 am


অনেকগুলো স্টেটাস ডিসকাশন পড়লাম ফেসবুকের একটা চলতি বিষয়ের উপর। এক স্টেটাস থেকে অন্য স্টেটাসে জাম্প করে।

Feeling like :
একটা ইন্টিলেকচ্যুয়াল যুদ্ধ চলেছে ফেসবুকে কে কার থেকে জ্ঞানি সেটা প্রমান করতে।

এখানে যুদ্ধ করে আমার লাভ নেই। যুদ্ধময়দানে দাড়িয়ে থেকে "আমি যুদ্ধ করি না" বলেও লাভ নেই।

নিজের একটা ফিলিং যে দ্রুত এখান থেকে চলে যেতে না পারলে আমার দুনিয়া আখিরাতের ক্ষতি।

7-Oct-2020 2:51 am

7-Oct-2020 2:29 pm


TIL : In the US, one can get a Computer Science degree in 4 years.

Then enter medical school for another 4 years.

And then "residency" which is actually practicing for 5 years, to get MD. Doctor of Medicine.

Note that Medical training doesn't start when you enter University, Rather you have to get a 4 year graduation degree in *any* science subject first. Then finish the 4 year medical course.

The whole task of getting a MD license will take 13 years. You can't cut that down by not getting a CS degree, or some other degree first.

For admission in Medicine after graduation you need to sit for MCAT exam.

7-Oct-2020 2:29 pm

7-Oct-2020 6:13 pm


You don't need to rinse the plates before popping those into a dishwasher.

And dishwashers don't use more water than a regular wash.

https://www.today.com/home/should-you-rinse-your-dishes-you-put-them-dishwasher-t129325

7-Oct-2020 6:13 pm

7-Oct-2020 6:35 pm


Nobel. Chemistry. Awarded to two scientists for figuring out a way for genetic editing in 2012. One French and the other American.

7-Oct-2020 6:35 pm

7-Oct-2020 9:27 pm


DigitalOcean now offering "Managed app hosting".

Should I switch? Calculated.

Figured out it's 3 times the cost of a similar sized virtual box renting.

7-Oct-2020 9:27 pm

8-Oct-2020 1:00 am


One of the new Physics Nobel winner this year says today : The previous old universe before the Big Bang in is still visible on the sky. Sized eight times the spread of moon.

Controversial claim.
.
https://news.yahoo.com/earlier-universe-existed-big-bang-174323840.html

8-Oct-2020 1:00 am

8-Oct-2020 11:58 am


এইচ এস সি বাতিল।

স্বিদ্ধান্তটা ৬ মাস আগে নিলে ভালো হতো। তবে এত দিনে রেজাল্ট, ভর্তি শেষ হতো। ভার্সিটি খুলে নি কোনোটাই।

কিন্তু এখন মাত্র স্বিদ্ধান্ত হয়েছে যে পরিক্ষা হবে না। ফল হিসাবের পদ্ধতির স্বিদ্ধান্তটাও হয় নি। এর পর সেভাবে সবার হিসাব করে রেজাল্ট। আরো সময়।

এ-ও লেভেলের পরিক্ষা বাতিল হয়েছিলো। কিন্তু সময় মতো তারা স্বিদ্ধান্ত নিয়ে রেজাল্ট দিয়ে দিয়েছে। এর পর তারা এই সেপ্টেম্বরে নতুন পরিক্ষা নিয়েছে। সামনের বছরের রেগুলার পরিক্ষাও হয়তো নেবে।

মনে পড়ে। ৮০র দিকে বুয়েটে ক্লাস পরিক্ষা সময় মতো না নিয়ে বারবার পেছানোর কারনে "সেশন জট" এত বেশি ছিলো যে শেষে দুই বছরের ছাত্রদের এক সাথে ক্লাস আরম্ভ করেছিলো। এর পুরানো ব্যচ বসে ছিলো ২-৩ বছর পাশ করার পরে, নিজেদের ক্লাস আরম্ভ হবার জন্য। এর পর জুনিয়ারদের সাথে তাদের ক্লাস।

সামনের বছর দুই ব্যচ কি একসাথে ভার্সিটিতে ঢুকবে?

8-Oct-2020 11:58 am

8-Oct-2020 12:57 pm


This video was recorded in 1896. France.

Colorized, motion smoothed, noise reduced.

video:/img/photos_and_videos/videos/120957219_760752474487185_558876319309993617_n_10157773426788176.mp4

8-Oct-2020 12:57 pm

8-Oct-2020 1:07 pm


Complete withdrawal by Dec.

Still skeptic.

8-Oct-2020 1:07 pm

8-Oct-2020 1:34 pm


Remember this kid? He now looks like this.

Previously : Boy left to die in Africa accused of a witch. Lady from Scandinavian saved him. Boy now grown up.

    Comments:
  • ^ ছিলো। অডিও ছিলো না।

8-Oct-2020 1:34 pm

8-Oct-2020 2:12 pm


Rising techs in each decade. This one indicate huge gain for people that worked on the specific sector.

2010s : AI.
2000s : Web.
1990s : Internet.
1980s : PC.
1970s : Electronics.

2020s ? Don't know.

8-Oct-2020 2:12 pm

8-Oct-2020 3:03 pm


| "<এই> দোয়া সকালে পড়লে সারা দিন আল্লাহ তায়ালা নিরাপদে রাখবেন।"

অনেকগুলো দোয়া আছে এরকম। কিন্তু দোয়াগুলো পড়তে হয় সকাল আর সন্ধায়। দুইবার প্রতিদিন। সকালে পড়লে সন্ধা পর্যন্ত নিরাপদ -- এরকম। ২৪ ঘন্টা কভারেজ না। ১২ ঘন্টা।

কিন্তু তকদির। যদি তকদিরে লিখা থাকে বিপদ, তবে সে দিন পড়তে ভুলে যাবেন।

দোয়াগুলো অন্য কোথাও জেনে নিবেন। শেয়ার করলাম না প্রসংগ ঠিক রাখতে।

    Comments:
  • //আসরের পর নাকি মাগরিবের পর?// <-- আসরের পর।

8-Oct-2020 3:03 pm

8-Oct-2020 6:52 pm


US poet wins Nobel in Literature.

//

"The master said You must write what you see.
But what I see does not move me.
The master answered Change what you see.” -- Louise Gluck

    Comments:
  • তকদির নিয়ে বেশি ডিসকাশন করতে হয় না।
  • অধিকাংশ ব্যর্থ হয় বলে যারা সফল তারা এখনো অনেক কামাই করতে পারে। :-)

8-Oct-2020 6:52 pm

8-Oct-2020 8:58 pm


মসজিদে থেকে বেরিয়ে দোকানে ঢুকি।

কারন জরুরি। এবার যেন কিনতে না ভুলি।

এবং দোকানে ঢুকে ভুলে যাই জিনিসটা কি?

দোকানদারের দিকে তাকিয়ে তার সামনে যেতে থাকি।
আশা -- এর মাঝে মনে পড়ে যাবে।

না! শুন্য।

দাড়িয়ে একটু ভাব নেই। "হায়রে দুনিয়া" টাইপের। এদিকে দোকানদার কর্মচারিদের হুকুম দিয়ে দিয়েছে -- "দেখতো কি চায়।" কর্মচারি এসে আমার সামনে দাড়িয়ে আছে।

চার দিকে তাকাই। রুটি লাগে রেগুলার। একটা পাউরুটি হাতে নিয়ে, "এটার দাম কি ৩৫ টাকা?" যদিও দাম কখনো জিজ্ঞাসা করি না। এবার করছি সময় নিতে।

দোকানদার জাবাব দেয়। কি জবাব দেয় কানে যায় না। এখনো চিন্তা বৌয়ে কি বলেছিলো কিনতে?

সামনে তাকাই। ফ্রিজ।

"একটা ফান্টার বোতোল দিন ১ লিটার"।

ফান্টা খেলে পাপ নেই।

দোকানদার, "আর কিছু?"

"না এই।"

সব প্যক করছে। এই সময় মনে পড়ে --

"ওহ! আর ভিম বার দেন ৪ টা।"

দোকানদার আমার দিকে তাকায়। ভুল বলছি কিনা।

নিশ্চিৎ করি, "ভিম বার। সাবান।"

"বড় সাইজের নাকি ছোট?"

"বড়"

"আর কিছু?"

"না আর কিছু না।"

"২৩০ টাকা।"

হাসি মুখে দোকান থেকে বের হয়ে আসি।

8-Oct-2020 8:58 pm

9-Oct-2020 5:54 am


US
  • VP Pence feared infected. Cutting short his trip and returning.
  • Pelosi moving to declare Trump unfit physically.
  • Six arrested for conspiring a violent regime change in Michigan.

    9-Oct-2020 5:54 am

  • 9-Oct-2020 11:36 am


    Here's how Aurora or Northern Lights are formed.

    video:/img/photos_and_videos/videos/121089942_2638279203100624_2058533896935445149_n_10157775687403176.mp4

      Comments:
    • না। নেই।
    • জানা নেই।

    9-Oct-2020 11:36 am

    9-Oct-2020 2:57 pm


    YQ's take on Madkhalism. Having lived at its center in the 90s and then coming back.

    It's not about a group, rather it's the mindset. He calls it, "The Refutation Culture." Getting obsessed with other's faults as not to find your own.

    He talks about its effect. How most of the Madkhali students in Medina were from the West. 95% didn't even pass and many of them now don't even pray their Salah.

    He says it's the side effect of "Madkhali burnout". When you are obsessed with other person's fault, you will lose the good things inside you.

    YQ says "I don't care about the largest fault of the worldwide scholars against the smallest fault within myself. As I have to answer for my faults only,"

    And talks about Neo-Madkhal. Recent young gen that don't identify with the Madkhals, but follow that same path still.

    Listened to it full.
    https://www.youtube.com/watch?v=-I_IhJVuauc

    9-Oct-2020 2:57 pm

    9-Oct-2020 4:03 pm


    Nobel peace prize announced.

    Well, they gave it to themselves. Nothing to see here.

    9-Oct-2020 4:03 pm

    9-Oct-2020 5:28 pm


    The admins of this news site was told in BOLD LETTERS in the title not to publish the news but to keep it handy.

    Admin mistakenly publishes it.
    Shit storm ensues.

      Comments:
    • ১০ জন পেইডের মাঝে ২ জন ফ্রি রাখুন। এর পর দেখেন তারা কি রকম করে। একসাথে অনেক ফ্রি ঢুকালে আপনার ব্যবসা ডুববে। ফ্রিরা সবচেয়ে বেশি ডিমান্ডিং হবে আপনার সময়-ব্যখ্যা-সাহায্যের পেইডদের থেকেও।

    9-Oct-2020 5:28 pm

    9-Oct-2020 7:09 pm


    আমার পুরানো বন্ধুদের ফেইক আইডির নাম দেখে চিনতাম। নতুন নতুন ফেইক আইডি তৈরি করলেও।

    নামে না চিনলে ফেসবুকের ডেসক্রিপশন দেখে। সেখানে আগের নাম দেয়া থাকতো।

    এর পর প্রোফাইল পিক থেকে। সব নতুন হলেও প্রোফাইল পিক রাখতো আগেরটা।

    একজনকে মনে হয় ২০ বার ব্লক করেছি। সবগুলোই তার ফেইক আইডি। একটার পর আরেকটা করে যাচ্ছিলো কিছু দিন পর পর। আর আমাকে কষ্ট করে ব্লক করতে হয় যখন আইডিটা চোখে পড়ে, ফলোয়ার না হলেও।

    এভাবে আজকে সম্পূর্ন নতুন একটা আইডি ব্লক করতে যাবো। মনে করলাম একটু টাইমলাইন পড়ে দেখি।

    পড়ে দেখি উনি আসলে সেই ২০ বার ব্লকের আইডি।

      Comments:
    • ^ ফলোয়ার ছিলো না। ফলোয়ারদের ব্লক করি না। স্টেটাস কারেক্ট করে দিচ্ছি।
    • যাই হোক। উনাকে নিয়ে ট্রল করা উদ্দেশ্য ছিলো না। উদ্দেশ্য ছিলো "আমার ব্লক লিষ্ট এত লম্বা কেন" এর পক্ষে একটা যুক্তি দেখানো। Self defence.

      কাউকে নিয়ে ট্রল করলে আমার এই একাউন্ট ব্যান করতেও আল্লাহ তায়ালার সময় লাগবে না।

    9-Oct-2020 7:09 pm

    10-Oct-2020 1:09 am


    Lebanon :

    - Wildfire on mountains near the city and around the country.

  • Explosion in city. 2 dead.
  • Hariri might be next PM.

    10-Oct-2020 1:09 am

  • 10-Oct-2020 1:37 am


    খবর : "৩য় বার বিয়ে করলেন শমি কায়সার"

    পরে অনেক কিছু লিখে মুছে দিলাম। এতটুুকু থাক টাইমলাইনে। খবর হিসাবে।

      Comments:
    • উনার ডিফেন্সে বলতে চাচ্ছিলাম। বিপক্ষে না। বিপক্ষে বলে আমার লাভ নেই।
    • ^ ধন্যবাদ। তবে আমি যেটা বলেছি সেটাকে ঠিক ধরছি এর পরও।
    • ক্ষতি নেই। :-)

    10-Oct-2020 1:37 am

    10-Oct-2020 12:49 pm


    আমি বলতে পারি "কবিরাজের ঔষধ খাবেন না। কাজে দেয় না।"

    কবিরাজ এসে বলতে পারে "ভুল তথ্য দিচ্ছেন..."

    তাতে আমার কি?

    এর পর কবিরাজ আরো ক্ষেপে দিয়ে যুক্তি দেখাতে থাকবে।

    সংঘর্ষ। সংঘর্ষে না যেতে চাইলে।

    ১। কবিরাজের বিরুদ্ধে কিছু না বলা, অথবা
    ২। ক্ষেপা কবিরাজকে ব্লক করে দেয়া।

    কিন্তু ব্লক করে দিলে আমাকে "সত্য জানাবে কে?" সারা জীবন অজ্ঞতার মাঝে থেকে মরতে হবে।

    আচ্ছা কবিরাজের ব্যপারে অজ্ঞ থেকে মরলে ক্ষতি কি? কত কিছুর ব্যপারেই কত মানুষ অজ্ঞ থেকেই মরছে। হরতকি না খেলে কি হয়? জানি না অজ্ঞ। তাই হরতকির উপকার থেকেও আমি বঞ্চিত। যেমন ড্রিল

    10-Oct-2020 12:49 pm

    10-Oct-2020 2:34 pm


    ব্লক নিয়ে মানুষের অনেক ক্ষোভ বুঝলাম।
    এর উপর মহাকাব্য লিখা হয়ে গিয়েছে আমার অনেক আগে।

    কারনটা যে বুঝে সে বুঝে। যে বুঝে না, সে বুঝবে না। আমি আরো কথা বললেও।

    আগের অনেক পোষ্ট থেকে রেন্ডম একটা এখানে।

    এখানে বলেছিলাম যে যার বুঝ নিয়ে চললে সমস্যা নেই। তর্ক করলে সমস্যা।

    "সঠিক" জিনিসটা আপেক্ষিক। যার বুঝ যতটুকু তার দৃষ্টিতে ততটুকু।

    আমি বলতে পারি "হোমিওপেথিক চিকিৎসা অর্থহীন।"

    একজন হোমিওপ্যথিক ডাক্তার এসে বলবে "আপনি ভুল তথ্য দিচ্ছেন। মানুষকে বিভ্রান্ত করছেন। জেনে কথা বলবেন, না জানলে চুপ থাকবেন।"

    সমাধান কি? তথ্য প্রমান নিয়ে দুজনে মিলে বসে "সঠিকটা" বের করে দুজনে এগ্রি করা? উহু।

    সমাধান : ব্লক। সমস্যা শেষ।

    সে তার বিশ্বাস নিয়ে থাকবে, আমি আমার।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    10-Oct-2020 2:34 pm

    10-Oct-2020 3:04 pm


    আরেকটা ব্যপার :

    একটা হলো "এভিডেন্স" অন্যটা "জাজমেন্ট"।

    যে কোনো বিষয়ে দুপক্ষই জানে এভিডেন্স কি। মানে প্রমানগুলো।

    সমস্ত প্রমান জেনে এই পক্ষের স্বিদ্ধান্ত <এই>।
    অন্য পক্ষের স্বিদ্ধান্ত <ওই>। ভিন্ন।

    এটা জাজমেন্ট।

    তর্ক করা মানে প্রমানগুলো আবার উপস্থাপন করা এই পক্ষেরটা ঐ পক্ষে, ওরটা এই পক্ষে।

    কিন্তু তাতে লাভ কি? দুই পক্ষই সমস্ত দলিল প্রমান জানে।
    সব জেনে তাদের রায় দুই রকম।

    10-Oct-2020 3:04 pm

    10-Oct-2020 4:02 pm


    মন খারাপ থাকলে :

    কখনো আরমান ভাইয়ের কথা চিন্তা করি। মক্কার এক কোনায় বসে আছেন অনেক বছর ধরে। না পারছেন এখান থেকে ফিরে আসতে, না পারছেন সফল হতে।

    আল্লাহ তায়ালা আমাকে এত টেনশনে ফেলেন নি।

    বা আমাদের প্রধান মন্ত্রীর কথা। উনার জায়গায় দাড়িয়ে চিন্তে করি কত টেনশনে।

    সফলতা মানুষকে সুখি করে না। যদি সফলতা আমি খুজি স্বেচ্ছায় মাথায় বিশাল দায়িত্ব তুলে নেয়ার মাঝে।

    10-Oct-2020 4:02 pm

    10-Oct-2020 5:13 pm


    শমি কায়সারের বিয়ে নিয়ে পোষ্ট দিয়ে মনে করেছিলাম "যাক। একটা অড বিষয় নিয়ে পোষ্ট দিলাম। এ যুগের পোলাপান মনে হয় জানেই না শমি কায়সার কে?"

    এখন দেখি আমার নিউজ ফিড ভরে গিয়েছে তারা বিয়ের উপর ট্রল মিম আর পোষ্টে।

    Wondering :

    - আমি যা করি সবাই এর পর ফলো করে?

  • নাকি সবাই যা করে আমিও তাই করি?
  • নাকি "শমি কায়সার" keyword আমার পোষ্টে পেয়ে ঠিক সেই পোষ্টগুলোকেই আমাকে ফেসবুক দেখাচ্ছে?
      Comments:
    • ^ আমিও। কিন্তু হাজার নিউজের মাঝে এটা চোখে পড়লো কেন সেটা প্রশ্ন।

    10-Oct-2020 5:13 pm

  • 10-Oct-2020 5:40 pm


    একটা লোকের শত কোটি টাকা।
    আমার কেবল শত।

    সে নিশ্চই আমার থেকে নিরাপদে, সুখে?

    বুঝতে হবে সব ব্যবসায়ি তার সমস্ত টাকা খাটিয়ে ১০% লাভের চেষ্টা করে।

    হয় সে পরের ধাপে লাভ করবে। নয়তো পরের ধাপে সে মূলধন হারিয়ে শুন্য।

    যে শত কোটি টাকার মালিক - এ বছর লস করলে সে শুন্য।
    আমিও শুন্য।

    তাই টাকা আছে এ কারনে কেউ নিরাপদ না।
    সবাই একটা সুতোর মাথায় ঝুলে। যে কোনো সময় পতন।

    শত কোটি থাকুক। কিংবা কেবল শত।

    10-Oct-2020 5:40 pm

    10-Oct-2020 7:16 pm

    10-Oct-2020 10:23 pm


    "CRISPR" the method of editing Gene has been awarded Nobel to a all female team which is first in history for Chemistry.

    Well I thought this one should have fallen in Biology. But whatever.

    Next news, the discovery of CRISPR is now being converted into a film.

    Flash back. In the 80s there was a much discussed film based on the discovery of Double Helix. Didn't watch.

    10-Oct-2020 10:23 pm

    11-Oct-2020 12:13 am


    তোমরা যারা এসএসসি।

    খবর : ২০২১ এসএসসিও বাতিল হতে পারে।

    কারন এই অক্টোবরে টেষ্ট। নভেম্বরে ফরম ফিলাপের সময় এসএসসির। কোনোটার খবর নেই।

    সামনে স্কুল খুললেও এসব করে এসএসসি করতে চার মাস।

    এর উপর দ্বিতীয় ঢেউ চলছে।

    লিংক কমেন্টে।

    11-Oct-2020 12:13 am

    11-Oct-2020 4:54 am


    NYT : "Trump shared an idea : When he left the hospital, he wanted to appear frail at first when people saw him. But underneath his shirt, he would wear a Superman T-shirt, which he would reveal when he ripped open the top layer. He ultimately did not go ahead with the stunt."
    .
    https://www.nytimes.com/2020/10/10/us/politics/trump-white-house-coronavirus.html

    11-Oct-2020 4:54 am

    11-Oct-2020 6:24 am


    #earthquake

    News says this one was felt from Dhaka.
    Though I didn't feel.

    5.5 mag at 40 km depth in India.
    .
    https://earthquake.usgs.gov/earthquakes/eventpage/us6000c7ce/executive

    11-Oct-2020 6:24 am

    11-Oct-2020 7:23 am


    YQ declared he is slowly withdrawing from social media. Me thinking the same.

    Alternative platform. What might it be? Guess website. The old way.

    There's time for everything. Social media had its hay days.

    Time now calling "escape". Me and others feel the same.

    11-Oct-2020 7:23 am

    11-Oct-2020 8:25 am


    "Al-Maqdisi" the cheered icon of our J|hadists example of a "real scholar". At one time FB was full of his quotes, articles and book translations.

    News : He now has been called "deviant" by our J|hadi groups. The same group that idolized him in last decade.

    So now everything has come to its end. Every damn thing has come to its end. That's the way of God.

    And all those J|hadists that I have watched over in last decade? Everyone I check now is a "Dewbondi"-J|hadi, having abandoned their "Salafi"-J|hadi strand.

    Extremism -- your ideology will eat yourself in the end.

    Saved are those that have been saved from this Fitna.

    11-Oct-2020 8:25 am

    11-Oct-2020 9:48 am


    "Civil war"

    The question in every pessimist's mind. Will US head up there after election?

    Note that for a "civil war" you don't need every city to end up in war. Was reading that the last US civil war could be termed as 40 officers revolting against the central government and them being eliminated. And there wasn't really any significant war anywhere.

    That's arguable history. But a perspective, nevertheless. A little bit of war and you can call it a Civil war, given that the ideological split between the population is large enough.

    Flash back. In the 80s. BTV used to broadcast "North and South", a story on these.

    11-Oct-2020 9:48 am

    11-Oct-2020 12:26 pm


    ARM-AZR :

    - Peace deal, at last, mediated by Russia.

  • Broken instantly and both sides are on full war, again.
  • Armenians fleeing in droves. Abandoning their position.

    //
    Interesting : Armenians had a Russian S-300 anti missile system. Blown out by AZR drones on camera. And we thought some years back that Russian S-300 was a feared system that can't be overcome.

    //
    Guess Turkey has bagged this 3rd win too. That comes after

    - Win in Syria. Where I was sure they would fail.

  • Win in Libya. Totally unexpected.

    And now this one.

    //
    Support the underdog. But not losers.

    11-Oct-2020 12:26 pm

  • 11-Oct-2020 2:13 pm


    যে কারনে আমি প্রথম থেকেই বাংলা মিডিয়ামে পড়ার থেকে ইংলিশ মিডিয়ামে পড়া পছন্দ করি।

    স্কুলের ফার্স্ট গার্ল। মেট্রিকে কভার ঠিক রেখে তার উত্তর পত্র আরেকজনকে দিয়ে দিয়েছে বোর্ড "ভাগিনাকে পাশ করাতে" বা "টাকা খেয়ে"। তাই সে ফেল। আর এরকম খাতা বদল পুরানো কাজ। এবং এটা স্কুলে ফার্স্ট বা সবচেয়ে ভালো যে করে তার সাথে বদলায়। মাঝা মাঝি কারো সাথে না।

    তার ডাক্তার হবার আশার শেষ। ১৫ বছর কোর্টে লড়াই করে এখানে।

    যেখানে "সরকার" বা "সরকারি" কিছু আছে -- এভয়েড করেন। আনলেস আপনি মন্ত্রি পরিবারের মানুষ। বা সংখ্যালঘু।

    https://www.jagonews24.com/country/news/616267

    11-Oct-2020 2:13 pm

    11-Oct-2020 3:13 pm


    কেবল দাড়ি কমা ভুল করেছে। দেখেন বেচারার কি অবস্থা।

    যে কারনে ইংলিশ পোষ্ট দেই।

      Comments:
    • ^ lets take it slowly. sudden departure = surprised return again.

    11-Oct-2020 3:13 pm

    11-Oct-2020 9:50 pm


    খবর : "WHO বলছে লকডাউনে মানুষ মরার হার কমে না। কেবল দারিদ্রতা বাড়ে। তাই সংক্রামন কমাতে লকডাউনে যাবেন না। লকডউনের কথা বলবেন না।"

    তাই এতদিন,

    লকডাউনের নামে মানুষ পিটিয়েছে খুশি মতো --> আফসোস নেই।
    মানুষ ভুখা থেকেছে -- আফসোস নেই।
    অর্থনীতি ধ্বংশ করেছে -- আফসোস নেই।

    কিন্তু,

    এই বুগিজুগি সাইন্স দিয়ে আলেমরা আমাদের দ্বিনের নতুন ব্যখ্যা শিখিয়েছে।

    এগুলো দিয়ে মসজিদ বন্ধ করিয়েছে।

    গত ১৪০০ বছরের মহামারিতে যে সব ফতোয়া দেয়া হয় নি সেগুলো এবার দেয়া হয়েছে।

    আর এই মডার্ন শিক্ষাকে বলা হয়েছে "হক"। অন্যদের "নাহক" পাপি।

    --> আফসোস আছে।

    জীবনের বড় শিক্ষা : পন্ডিতদের কথা শুনবেন না। বিশেষ করে দ্বিনের নামে যে যত উচু গলায় জোর দিয়ে ভয় দেখিয়ে কথা বলে -- সে নিজে ততটাই পথভ্রষ্ট।

    আল্লাহ তায়ালা আমাদের অযোগ্যতার জন্য ক্ষমা করুন।
    .
    https://www.news.com.au/world/coronavirus/global/coronavirus-who-backflips-on-virus-stance-by-condemning-lockdowns/news-story/f2188f2aebff1b7b291b297731c3da74

    11-Oct-2020 9:50 pm

    12-Oct-2020 3:16 pm


    ডাক্তারদের সাথে শত্রুতা করে ইন্ডিপেন্ডেন্ড এবং বিদ্রোহী লাইফ লিড করার পরবর্তি ধাপ হিসাবে মেনুয়াল ব্লাড প্রেশার মেশিন কিনলাম দারাজ থেকে। ৮০০/=

    লোকাল দোকানে যেটা চাচ্ছিলো ১৬০০/=

    A living on the edge... presentation.

    কেউ আবার বলতে এসেন না : "নিম ডাক্তার খতরে জান ..."

      Comments:
    • ^ ভালো। এটা ডাবল ভেরিফিকেশনের জন্য।
    • ^ এখানে লিংক। অর্ডার দেবার একদিন পরেই আমারটা হাতে পেয়েছি।
      https://www.daraz.com.bd/products/i139446420-s1062576599.html
      https://www.daraz.com.bd/products/i139446420-s1062576599.html
    • ওয়ালাইকুমুস সালাম।
    • Bought it at that price. Add shipping.

    12-Oct-2020 3:16 pm

    12-Oct-2020 5:20 pm


    Afghan Taliban Mujahids are die hard supporter of Trump in this election. Reports CBS after phone Interview.

    Now Talibans can later deny that story. But that doesn't mean the following story is made up or false.

    Me betting on Biden. Hold tight.

    quotes ____

    Taliban spokesman Zabihullah Mujahid told CBS News in a phone interview :

    "We believe that Trump is going to win the upcoming election because he has proved himself..."

    "Trump might be ridiculous for the rest of the world, but he is sane and wise man for the Taliban."

    "When we heard about Trump being COVID-19 positive, we got worried for his health, but seems he is getting better."

    "Honestly, Trump was much more honest with us than we thought"

    "Other politicians, including Biden, chant unrealistic slogans."

    "We hope he will win the election..."
    .
    https://www.cbsnews.com/news/taliban-on-trump-we-hope-he-will-win-the-election-withdraw-us-troops/

      Comments:
    • Taliban supporters. No need to post Taliban refutation links here.

    12-Oct-2020 5:20 pm

    12-Oct-2020 6:22 pm


    জিনিসটা আরম্ভ হয়েছিলো "এক সপ্তাহ কেবল ঘরে থাকেন, মহামারি চলে যাবে..." দিয়ে।

    এর ৬ মাস পর আজকে,

    খবর : আইসিডিডিআরবি রেন্ডম ২৫ টা ওয়ার্ড টেস্ট করে আজকে রিপোর্ট...

    "ঢাকার অর্ধেক লোক করোনা আক্রান্ত।"

    সকল মসজিদ বন্ধ রেখে, রমজানে বাসায় নামাজ পড়িয়ে এটা আমাদের হাতের কামাই।

    আল্লাহ তায়ালা আমাদের অযোগ্যতার জন্য ক্ষমা করুন।

    শিক্ষা : "দলিল" আর "বিচক্ষনতা" -- এক না।
    .
    https://mzamin.com/article.php?mzamin=246488

      Comments:
    • ^ এখন খোলা।
    • ^ দেশের মাদ্রাসার সিনিয়র দেওবন্দি আলেমরা ছিলো মসজিদ বন্ধের বিপক্ষে।
      জুনিয়ার ইয়ং দেওবন্দি আলেমরা ছিলো মসজিদ বন্ধের পক্ষে।
      সাধারন মুসুল্লিরা ছিলো চরম বন্ধের বিপক্ষে।
      সালাফি সিনিয়র জুনিয়র আলেম আর অনুসারিরা ছিলেন চরম বন্ধের পক্ষে।

    12-Oct-2020 6:22 pm

    12-Oct-2020 6:53 pm


    বক্তব্য :‌ "রোগ ছড়িয়ে পড়লে কাফেররা আমাদের খারাপ বলবে তাই মসজিদ বন্ধ রেখেছিলাম ..."

    কাফেররা খারাপ বলবে তাই :

    - আইসক্রিম খাওয়া ছেড়ে দিতে পারি।

  • জোব্বা ছেড়ে শার্ট পেন্টও পড়তে পারি।
  • মাইকে আজান ছেড়ে দিলেও আমার আপত্তি নেই।

    কাফেরদের খুশি রাখতে যেটা আমরা করতে পারি না সেটা হলো আমাদের মসজিদ কিছু দিনের জন্য তালা দিয়ে রাখা।

    যাদের মুখে আমি "আলা-বারা"র কথা প্রথম শুনেছি, তাদের মুখে ২০ বছর পরে যখন এই কথা শুনি তখন প্রশ্ন জাগে "এর পর আর কি কি আছে যেগুলো শেষে এই দিকে যাবে?"

    12-Oct-2020 6:53 pm

  • 12-Oct-2020 8:44 pm


    Odds. Trump's has worsen even more, compared to 10 days back when I checked last. Before he caught and recovered from Covid.

    It was then like 3:2. Now almost 2:1.

    500 hours to go.

    12-Oct-2020 8:44 pm

    12-Oct-2020 10:36 pm


    #jokes to lighten up

    //
    Pre- means before. Post- means after. To use both prefixes together...

    Would be preposterous.

    //
    I sat down for dinner at a restaurant, and the waiter asked me, “Do you want to hear today’s special?”

    I said, “Yes please.”

    Waiter: “No problem sir. Today is special.”

    //
    eBay is so useless...

    I tried to look up lighters and all they had were 13,570 matches.

    //
    My math teacher called me average...

    How mean!

    //
    The COVID19 situation has been especially stressful for the Flat Earth Society.,,

    They fear that the social distancing measures could push people over the edge.

    12-Oct-2020 10:36 pm

    12-Oct-2020 10:48 pm


    হাটহাজারি - আবার - দেখতে থাকি - শেষ না।

    12-Oct-2020 10:48 pm

    13-Oct-2020 12:06 am


    Amazon just purchased 4 million IPv4 addresses from Amateur Radio for $100m. $25 a piece.
    .
    http://www.southgatearc.org/news/2020/october/sale-of-amateur-radio-amprnet-tcp-ip-addresses.htm
      Comments:
    • ^ AWS.

    13-Oct-2020 12:06 am

    13-Oct-2020 12:34 am


    SpaceX proposed to fly passengers in rockets from one place on earth to any other in 30 minutes. They didn't followup with anything. Who risks an accident?

    But that idea has a new customer. SpaceX will now deliver US military weapons using the same tech. Fire a rocket from USA and delivery weapons say a to Middle East battle field in 30 minutes.

    Load : 80 tons. For comparison A1 Abram tank weights 70 tons.
    Speed : Mach 15.
    Cost per flight : still unknown.
    .
    https://observer.com/2020/10/elon-musk-spacex-military-rocket-contract-deliver-weapons/

    13-Oct-2020 12:34 am

    13-Oct-2020 2:40 am


    #astronomy

    Black hole eating a whole star. This vid is animated. Though the event was recently observed by watching the tidal waves.

    Distance : 200 mLY.
    Average distance between two galaxies are 1 mLY.

    Star mass : 1 sun.
    Blackhole : 1e6 suns.

    video:/img/photos_and_videos/videos/121225868_383014836420254_2285041459393821679_n_10157784707858176.mp4

    13-Oct-2020 2:40 am

    13-Oct-2020 6:07 am


    That a model fits on *all* past data, doesn't mean that it will fit the next future one, or is any good at predicting anything.

    Example : in this one he just drew a graph between the previous win points to correctly predict all past.

    13-Oct-2020 6:07 am

    13-Oct-2020 6:46 am


    Saudi Arabia bans all Turkish goods import.

    Be it direct or via.

    .
    https://www.rt.com/news/503265-turkish-products-saudi-ban/

    13-Oct-2020 6:46 am

    13-Oct-2020 12:04 pm


    J & J's single shot vaccine testing paused. One of the receivers turned sick.
      Comments:
    • আপনার মতামতের জন্য ধন্যবাদ।

    13-Oct-2020 12:04 pm

    13-Oct-2020 2:54 pm


    Me, 14 years back. 2006.
    Was more innocent then.

    13-Oct-2020 2:54 pm

    13-Oct-2020 3:43 pm


    Purchased a NodeMCU 8266. This, as they say, is exactly an Arduino. Plus WiFi and a Lua interpreter in it. So that you don't need to compile your sketches before uploading.

    Allowing you to hot upload, over the air update and what not... they say. Shall check now and keep you updated, inshaAllah.

    Tk. 320 on Daraz. On FB talked with a seller who was asking for Tk. 420.

      Comments:
    • ^ Not sure. That I have to check.

    13-Oct-2020 3:43 pm

    13-Oct-2020 5:21 pm


    "Nature", the top prestigious Science mag declares it's into politics. Will publish political articles favoring Biden. The shock.
    .
    https://www.nature.com/articles/d41586-020-02797-1

    13-Oct-2020 5:21 pm

    13-Oct-2020 5:35 pm


    ভিপি নুর।
    ৭১ টিভি বর্জন।
    "অসৎ চরিত্রের মেয়ে" কমেন্ট।
    সেলুট।

    বলা সহজ।
    বলে এর পর টিকে থাকা।
    কঠিন।

      Comments:
    • Amassed a lot of sins over the years, for sure.

    13-Oct-2020 5:35 pm

    14-Oct-2020 12:55 am


    এই ভিডিওটা ভাইরাল হয়েছিলো করোনার প্রথম মাসে ঐ সময়। বলছিলো মে মাসে অক্সফোর্ডের টিকা কনফার্ম হবে। সেপেম্বরে টিকা পাওয়া যাবে সব জায়গায়। এখনই প্রোডাকশন আরম্ভ হয়ে গিয়েছে। ৮০% কনফার্মড।

    একজন ডাক্তার বলছেন।

    এখন অক্টোবর।

    তাই এই সব ব্যপারে পশ্চিমা মিডিয়ার থেকে আমাদের ডাক্তাররা বেশি জানেন না।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    14-Oct-2020 12:55 am

    14-Oct-2020 1:13 am


    Remember the "Regeneron Antibody Cocktail" injected to Trump making his COVID go away overnight and turned him "immune and super strong"?

    Today its trial has been paused too. "Safety concern".
    .
    https://www.cnbc.com/2020/10/13/us-pauses-eli-lillys-trial-of-a-coronavirus-antibody-treatment-over-safety-concerns.html

    14-Oct-2020 1:13 am

    14-Oct-2020 1:32 am


    iPhone 12 released. New is MagSafe charger. Magnetically attaches on the back and then charges wirelessly.

    So the "wireless" portion in charging is only fraction of a millimetre of distance. The rest on both sides are wired.

    14-Oct-2020 1:32 am

    14-Oct-2020 2:29 am


    নসিহা গ্রুপ আবার পাচ্ছি না। দ্বিতীয়বার আবার ক্লোজড বা অন্য কিছু। পেলেই বা কি? এই নসিহা আর আগের মতো ছিলো না।

    দেখলাম,

    মনে করেছিলাম ফেসবুক এত টক্সিক হয়ে গিয়েছে যে চলে যাবো।
    এখন দেখছি : এত মানুষ ফেসবুক থেকে চলে গিয়েছে যে ভাঙ্গা হাট।

    এমন কি কেউ যদি কমেন্টও করে আমার স্টেটাসে এসে এবং সে আমার "ফ্রেন্ড অফ ফ্রেন্ড" না। তার কেমেন্টটা ফেসবুক নিজে "স্পেম" হিসবে মার্ক করে মুছে দেয়।

    আমি কেবল দেখি someone is typing a comment.
    এর পর কমেন্ট।
    এর পরের মুহুর্তে সেটা আর নেই।

    আমাকে আর কিছু করতে হয় না।

    রেপিড চেইঞ্জ চারিদিকে। জগৎ পরিবেশ আকিদা গ্রুপিং সরকার শক্তি সব কিছুতে।

    তিন মাস আগের সমাজ আর তিন মাস পরের সমাজ এক থাকছে না।

    Brace yourself.

    14-Oct-2020 2:29 am

    14-Oct-2020 3:19 am


    First death from "second time infection" of COVID.

    Now I don't want to be "that person". But saving it regardless as a milestone. If things go worse, we can comeback and see how it all ended up there.
    .
    https://edition.cnn.com/2020/10/13/europe/covid-19-dutch-woman-reinfection-death-intl/index.html

    14-Oct-2020 3:19 am

    14-Oct-2020 1:39 pm


    মনে করেছিলাম আলেম-উলামাদের গালাগালি করে পোষ্ট দেয়ার জন্য ক্ষমা চেয়ে পোষ্ট সরিয়ে নেবো। কারন অন্তর কালো হয়ে গিয়েছে। সবসময় অন্তরের অবস্থা এরকম হয় যখনই কাউকে আক্রমন করি।

    এখন "অনুশোচনা পোষ্ট" লিখার পরে দেখি প্রথম লাইন কেবল ক্ষমা চাওয়া বাকি সব আবার নিজের অবস্থানের পক্ষে কথা। "কেন করেছি" "কি দুঃখ পেয়েছি" "এটা ঠিক" "ওটা ঠিক না" -- এই সব কথা আর ইতিহাস কপচানো কার কি ভুল ছিলো।

    এর পর এ ধরনের লিখা আর ক্ষমা চাওয়া থাকে না। বরং আরো আগুনে তেল ঢালা হয়।

    তাই এখন কিছু বলছি না। যখন আন্তরিক অনুশোচনা আসবে তখনই বলবো ইনশাল্লাহ।

    তবে নোট-টু-সেলফ : তোমার অন্তর কালো হয়ে আছে। তোমার পক্ষ ঠিক থাকুক বা ভুল।

    14-Oct-2020 1:39 pm

    14-Oct-2020 2:46 pm


    কেবল "নসিহা" না। অধিকাংশ ইসলামি গ্রুপই এখন নিজেরা আর্কাইভড, বা ফেসবুক banned.

    যা বুঝলাম

  • ফেসবুক গ্রুপগুলোকে ব্যন করা আরম্ভ করেছে। কোনো নোটিশ ছাড়াই। যাস্ট নেই।
  • "সাইবার ৭১" নামে সিকিউরিটি টিমকে সবাই এখন আদালত ধরে এই সব কেইসে। তারা উপদেশ দিয়েছে "ফেসবুক বাগ"। তাই গ্রুপগুলো কিছুদিনের জন্য "আর্কাইভ করো"।
  • বাকি যারা ব্যন হয় নি, তারা নিজেরাই গ্রুপ ক্লোজ করে আর্কাইভড।

    তাই এখন আর কেউ নেই।

    ফেসবুক গত এক সপ্তাহে প্রচন্ড কড়া করেছে কি ফেসবুকে শেয়ার করা যাবে। আমেরিকার নির্বাচন, আর জুকারবার্গ চাপে আছে। এর উপর টুইটারকে ২ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে কয়েকদিন আগে।

    Keep calm and watch on.

    14-Oct-2020 2:46 pm

  • 14-Oct-2020 3:51 pm


    এমপি নিক্সন।
    এসিলেন্ড।
    ফোনালাপ।

    শুনলাম।
    একজন "শুয়েরের বাচ্চা বাচ্চা ..." করছে।
    অন্যজন "স্যার স্যার দেখছি"।

    তোমরা যারা মনে করো "ওরা" ভালো আছে।

    14-Oct-2020 3:51 pm

    14-Oct-2020 5:28 pm


    তোমরা যারা "ব্লক বাবা"।
    এবং টুইটারে যেতে চাও।
    তাদের জন্য তথ্য।

    টুইটারে ব্লক নেই।
    মানে ব্লক আছে - তবে করলে আপনি অন্যজনের লিখা দেখতে পারবেন না।
    সে আপনার লিখা ঠিকই দেখতে পারবে।

    14-Oct-2020 5:28 pm

    14-Oct-2020 10:19 pm


    Making the rounds on Twitter.

      Comments:
    • ^ can't stop laughing... regardless.

    14-Oct-2020 10:19 pm

    14-Oct-2020 11:08 pm


    Feeling like --
    "সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া
    ভালো লাগে জীবনের এই গান গাওয়া"

    Enjoying the no drama, withdrawn life.

    #nostalgic lookback to the past.

    14-Oct-2020 11:08 pm

    15-Oct-2020 12:12 am


    #book
    "The Da Vinci Code"

    Read this book. Was thinking I read it in the 90s. Only to find it was published post 2000, when I thought I had given up reading altogether.

    Anyway great book. Thought all the symbols and histories in the book must be true as those sounded so much convincing. Later learnt those weren't.

    15-Oct-2020 12:12 am

    15-Oct-2020 1:13 am


    If you now share the leading story in NYPost on Facebook, it will block and delete your post. Even from inbox.

    Story is of Biden's son using his father's role to boost his pay when his father was the VP during Obama era.

    15-Oct-2020 1:13 am

    15-Oct-2020 7:50 am


    The supermassive blackhole at the center of our Milkyway. Discovering which two physicist received the Nobel this year.

    You can watch the single star at the center of this video, how it's going around the blackhole in circles at extremely high speed compared with other stars around. Its speed here is around 2.5% the speed of light. The Nobel winners proved that it can't be anything but a supermassive blackhole sitting at this point.

    The blackhole's mass is : 4 million suns.
    Diameter : a third of distance between sun and earth. 0.3 AU.

    Note, a supermassive blackhole is still comparatively as small as any other star. Not that it takes out 10% of the galactic space to sit at its center.

    video:/img/photos_and_videos/videos/121218481_370585767590219_7863580570854047443_n_10157789432993176.mp4

    15-Oct-2020 7:50 am

    15-Oct-2020 9:15 am


    Armenian PM says thousands of Pakistani commandos are fighting with Azerbaijanis, which is why they are losing the war, among other things.

    > "The premier said Azerbaijani troops had used “an entire arsenal of weapons” and benefited from the alleged support of “several thousand commandos from Turkey and Pakistan, as well as mercenaries, militants, and terrorists from Syria."
    .
    https://www.rt.com/russia/503458-pashinyan-armenia-aware-karabakh-war/

    15-Oct-2020 9:15 am

    15-Oct-2020 9:23 am


    Armenia-Azerbaijan : Who's on which side?

    First the religion : Armenia is 95% Christian.
    Azerbaijan : 95% Shia Muslim.

    | Israel : Which side should it be on?
    Guess "Armenia", as Iran and Shias are their sworn enemies.

    Surprise : They are supporting Azerbaijan with weapons and others.

    | Iran?
    Support their Shia brothers? 2nd largest Shia population outside of Iran itself.

    Wrong! They actually are on Armenian side.

    | Saudi, UAE, Egypt?
    With their almost muslim bro?
    Wrong, they are with Armenia. UAE also sent fighters to support Armenia. RIP : Their long time "Ala-wal-bara" teachings.

    | Algeria?
    The extreme secular country should be with Armenia as like Egypt. Right?

    Wrong. They declared clearly they are with Azerbaijan on this war.

    Lesson : Religion doesn't play a big role on these matters for most.

      Comments:
    • ^ advanced enough to detect this status as innocent.
    • None. Guess both were one land when Shiaism spread there.
    • You got it right :-D

    15-Oct-2020 9:23 am

    15-Oct-2020 12:32 pm


    *Unprecedented* revolt against the king lead to declaration of emergency in Thailand.
    .
    https://edition.cnn.com/2020/10/13/asia/thailand-protest-panusaya-king-intl-hnk/index.html

    15-Oct-2020 12:32 pm

    15-Oct-2020 3:45 pm


    A va,cci,ne with even a 0.1% serious side effect will not be approved and will be useless.

    Most vulnerable in Covid are the elderly. And a va,cci,ne with some side effects, will have the worst effect on the elderly too. Thus cancelling the gains.

    So wait for a safe one. Testing paused? Testing stopped? Don't hold your breath for it. Watch the next one instead.

    Oxford's va,cci,ne inventors saying, people will have to continue wearing a mask and social distance till next summer.

    Bill Gates said normalcy won't return until "2nd generation" of these va,cci,nes are invented and administered to everyone. Implying the "1st gen" will be more like gimmick.

    Continue counting the days.

    15-Oct-2020 3:45 pm

    16-Oct-2020 6:25 am


    WHO concluded : Remdesivir neither reduces mortality nor reduces hospital stay [severity of the disease].

    So don't waste money on these highly priced drugs for nothing.
    .

    https://www.huffingtonpost.co.uk/entry/remdesivir-mortality-effect_uk_5f88ccbec5b62dbe71c125ea

      Comments:
    • ^ it's not the same naseeha before it was banned. almost no hate mongering post anymore. and i enjoyed those most.

    16-Oct-2020 6:25 am

    16-Oct-2020 6:56 am


    "অপবিত্র শাহবাগে" গতকাল নামাজ আদায়ের দৃশ্য।

    এটা বুঝার বিষয় যে এই দেশ আমাদের, মাটি আমাদের। "তাদের" না। তারা জার্মানি পালিয়েছে। যারা পারেনি তারা এখনো চেষ্টায় আছে।

    আর আমরা পাপ করেছিলাম তার জন্য শাস্তি ছিলো এগুলো। যতটুকু আমাদের তৌবা, ততটুকু আল্লাহ পক্ষ থেকে ভালো।

    আর বিজয়ের পেন্ডুলাম দুই দিকে দুলে। একবার এই দিকে তো এর পর সেই দিকে। একই দল সবসময় বিজয়ি থাকলে অহংকারি হয়ে যায়, সে দল হক পন্থি হলেও।

    বহু কিছু দেখার আছে জীবনে।
    বহু কিছু দেখে শিখার।

    16-Oct-2020 6:56 am

    16-Oct-2020 7:16 am


    Interesting watch,

    Google, FB, Twitter : all leading tech companies --> actively pro-Dem.

    CNN, NBC, CNBC : pro-Dem.

    NYT, WaPo : pro-Dem.

    The whole of silicon-valley movers and shakers : pro-Dem strongly.

    Even historically neutral scientific journals : Nature, Scientific American : are newly in politics simply to support the Dems.

    The Hill : political news site operated from DC. Last year was promoting Trump out of the blues even before his nomination. This year it's promoting Biden in news.

    16-Oct-2020 7:16 am

    16-Oct-2020 7:39 am


    More bad news for our pro-Mask perfectionists :

    News "CDC survey finds 85% of COVID-19 patients report 'always' or 'often' wearing a mask."

    quote ____
    The study offers insight into the reality that tens of thousands of Americans are acquiring COVID-19 on a daily basis despite overwhelming adherence to mask wearing. Masks simply aren’t working to “slow the spread” or “stop the spread.” The study also dismisses “public health experts’” claims from individuals such as Dr. Anthony Fauci and others that Americans are not following the guidance being disseminated by the CDC and other disease control agencies.

    Americans are following the CDC guidance. It’s just not working.
    ___ end quote.

    FB prevents me from directly sharing the link. I am sharing the AP fact finding article that links it. Even reading the AP refutation you get the idea that it's true. AP is falsifying something else just to undermine the finding.
    .
    https://apnews.com/9fb3c8e23ccb85bcf267b0990d49ca2b

    16-Oct-2020 7:39 am

    16-Oct-2020 7:49 am


    Test.

    Apparently FB was almost blocking my account for posting too much on C.ov,id which they deem as "incorrect".

    Time to go back to my "nature posting" mode.

    Keep your prayers up. :-)

      Comments:
    • Right.
    • ধর্ষনের প্রতিবাদ

    16-Oct-2020 7:49 am

    16-Oct-2020 3:19 pm


    আল্লার বান্দা বলে : আমার টাকা! আমার টাকা!

    তোমার শুধু তিনটি :

    - যে খাবার খেয়েছো।

  • যে কাপড় পড়েছো।
  • আর যা দান করেছো, এই শেষটা তোমার জমানো টাকা।

    আর সব টাকা তোমাকে ছেড়ে চলে যাবে। এগুলো অন্য লোকের।

    - মুসলিম শরিফ।

    يَقُولُ الْعَبْدُ مَالِي مَالِي إِنَّمَا لَهُ مِنْ مَالِهِ ثَلاَثٌ مَا أَكَلَ فَأَفْنَى أَوْ لَبِسَ فَأَبْلَى أَوْ أَعْطَى فَاقْتَنَى وَمَا سِوَى ذَلِكَ فَهُوَ ذَاهِبٌ وَتَارِكُهُ لِلنَّاسِ
    #আখলাক

      Comments:
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10156435058713176

    16-Oct-2020 3:19 pm

  • 16-Oct-2020 5:00 pm


    Being completely upset with all those Fake News sites like NYT and WaPo, Trump finally tweets from "BabylonBee" -- the satirical website. 🤣🤣🤣


      Comments:
    • আল্লাহ তায়ালা আপনাকেও যেন সফল করে। জান্নাতে উচ্চ মর্যাদা দান করে। সংসারে পরিবারের সবইকে শান্তি দ্বিনদ্বারাি আর সফলতা দান করেন। আমিন।

    16-Oct-2020 5:00 pm

    16-Oct-2020 6:43 pm


    সাদ বিন আবি উক্কাস রা:।

    লোকালয় থেকে দূরে নিজের উটের পালের সংগে ছিলেন।
    দেখেন উনার ছেলে উমর কিছুতে চড়ে উনার কাছে আসছেন।
    তাকে দেখে পিতা সাদ রা: নিজে নিজে বললেন : আমি এই সওয়ারির ক্ষতি থেকে আল্লাহর কাছে রক্ষা চাই।

    ছেলে নেমে পিতাকে বললেন : মানুষকে প্রশাসন নিয়ে মারামারির মাঝে ফেলে দিয়ে আপনি আছেন আপনার উট আর ভেড়া নিয়ে?

    সাদ রাঃ তার বুকে ধাক্কা মেরে বললেন :
    আমি রাসুলুল্লাহ ﷺ এর কাছে শুনেছি :
    আল্লাহ তায়ালা ভালোবাসেন যে নিজেকে গোপন রাখে এমন ধনী এবং আল্লাহভীরু বান্দাকে।

    - মুসলিম।

    كَانَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فِي إِبِلِهِ فَجَاءَهُ ابْنُهُ عُمَرُ فَلَمَّا رَآهُ سَعْدٌ قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنْ شَرِّ هَذَا الرَّاكِبِ فَنَزَلَ فَقَالَ لَهُ أَنَزَلْتَ فِي إِبِلِكَ وَغَنَمِكَ وَتَرَكْتَ النَّاسَ يَتَنَازَعُونَ الْمُلْكَ بَيْنَهُمْ فَضَرَبَ سَعْدٌ فِي صَدْرِهِ فَقَالَ اسْكُتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّ اللَّهَ يُحِبُّ الْعَبْدَ التَّقِيَّ الْغَنِيَّ الْخَفِيَّ ‏"‏
    #আখলাক ২

    16-Oct-2020 6:43 pm

    16-Oct-2020 8:44 pm


    Remember the explosion in Siberia in 1908?

    New theory : it wasn't an asteroid that hit the earth. Rather it was far larger asteroid that bumped off the atmosphere and returned back to space. And the nearest that it came to surface was that point in Siberia.

    Which is why we couldn't find any crater later. And witnesses said "the sky split into two from one side to the other."

    Event would have been far more disastrous had it hit earth.
    .
    https://astronomy.com/news/2020/10/tunguska-explosion-in-1908-caused-by-asteroid-grazing-earth

    16-Oct-2020 8:44 pm

    16-Oct-2020 8:54 pm


    More bad news for the infected. But I ain't summarizing it. Already too much of doom scrolling.
    .

    https://news.yahoo.com/rare-covid-19-complication-reported-090047508.html

    16-Oct-2020 8:54 pm

    17-Oct-2020 7:27 am


    Autumn has arrived.

    17-Oct-2020 7:27 am

    17-Oct-2020 7:39 am


    Lava from a volcano pouring into ocean. It turns into rock as soon as it's cooled. As for elements, it's mostly silicon, what we call glass, and some aluminium. Our world is built of mostly these two materials.

    video:/img/photos_and_videos/videos/121560811_1235982566774043_8685621228651304719_n_10157793968538176.mp4

    17-Oct-2020 7:39 am

    17-Oct-2020 9:01 am


    #book
    "Harry Potter" Book 1

    The only "book for the new gen" that I read. And possibly the last novel that I read from cover to cover, before giving up on reading altogether. Read only the first book "The Sorcerer's Stone". Though there were 6 more later. Found it readable, but not "immersive", which I used to find every book when I was young.

    Right now, for any book that I find interesting, I jump to its Wikipedia page and read the "Plot" section which summarizes the story with full spoilers and get done with it in 2 mins.

    Anyway interesting for a generation and age -- which we have left behind.

    17-Oct-2020 9:01 am

    17-Oct-2020 10:23 am


    ফতোয়া জানতে :

    দুই রকম ফতোয়া আছে।

    ১। মাদ্রাসার নাম বা মুফতির নাম নিচে দেয়া।
    ২। ফেসবুকে কারো লিখা দলিল সমৃদ্ধ আর্টিক্যল।

    প্রথম কথা হলো ফেসবুকের কোনো আইডির "দলিল সমৃদ্ধ আর্টিক্যলের" কোনো দাম নেই। যত দলিল দেয়া হোক। এটা তার "কি মনে হয়" তার "কি ধারনা" তার বর্ননা। সে কি চিন্তা করে এটা জানতে চাইলে ইন্টারেস্টিং নয়তো স্কিপ। হাজার জনের এরকম হাজার "মত" আছে। এবং যে কোনো মতের পক্ষে চাইলেই দলিল হাজির করা যায়। এবসুলেটলি যে কোনো মত, যত উইয়ার্ড হোক না কেন। তাই এগুলো ইগনোর করতে হয়।

    এর পরও সেই লিখাগুলোর মাঝে ইন্টারেস্টিং কিছু থাকলে সেটা "পার্সপেকটিভ" বা "তথ্য" হিসাবে ঠিক আছে। কিন্তু ফতোয়া হিসাবে না।

    যেমন কিছু প্রশ্ন :

    - প্রান কাদিয়ানিদের কম্পানি, তাদের পন্য কেনা কি জায়েজ?

  • আমি দোকানে সিগারেট বিক্রি করে যে লাভ করি সেটা কি হালাল?
  • লাক্স সাবানে লার্ড বা শুকরের চর্বি থাকে। ব্যবহার কি জায়েজ?

    সবগুলো প্রশ্নের উত্তর কোনো মুফতি বা মাদ্রাসার ফতোয়াতে পাবেন - সেগুলো পড়ে আমল করার জন্য।

    বা ইমোশোনালি লিখা কোনো ফেসবুক আইডি কমেন্ট বা পোষ্টে পাবেন উচু গলায় ধমক দিয়ে বলছে "অবশ্যই এটা ____"। তাকে ইগনোর করেন।

    cont...1

    17-Oct-2020 10:23 am

  • 17-Oct-2020 12:21 pm


    ফতোয়া জানতে : ২

    ফতোয়ায় অনেক কিছু লিখা থাকতে পারে। আপনি শেষ কংক্লুশন কি সেটা কেবল দেখেন।

    যদি লিখা থাকে "...তবে এটা অনুচিৎ", "...করা ঠিক না" তবে বুঝতে হবে নিরুৎসাহিত করা হয়েছে কেবল। কিন্তু করলে গুনাহ নেই। না করলে সোয়াব।

    আর স্পষ্ট করে "মাকরুহ" বলা থাকলে মাকরুহ। "হারাম" বলা থাকলে হারাম। "জয়েজ" "হালাল" বলা থাকলে সেটা।

    কোনোটাই না বলে যদি বলে "...তবে আপনি চিন্তা করেন এটা কি আপনার কাছে ঠিক মনে হয়?" তবে এটা কোনো ফতোয়া না। মটিভেশনাল স্পিচ। আপনি এর উপর আমল করতে পারেন যদি ভালো মনে করেন। কিন্তু অন্যকে বাধা দিতে পারবেন না।

    ব্যসিক্যলি যে কোনো আর্টিক্যলে "তবে আপনিই বলেন" কথাগুলো যদি দেখেন বুঝবেন এটা কোনো ফতোয়া না। Appeal to emotion.

    এবং appeal to emotion এর জন্য একটা ফতোয়ায় লম্বা অনেক কিছু লিখা থাকতে পারে। আপনার কাজ হবে শেষে এটা "মাকরুহ" "জায়েজ" "হারাম" এই কথাগুলো খোজা। সেই শেষ কথাটা হলো ফতোয়া। কাজটা কতটুকু খারাপ বা ভালো।

    থাকলে ফতোয়া পেলেন। না থাকলে এখানে কিছু নেই।

    17-Oct-2020 12:21 pm

    17-Oct-2020 2:06 pm


    ফতোয়া জানতে - ৩

    পড়ার সময় "যদি..." "যদি সে..." এই জিনিসগুলো ইগনোর করে যান। এগুলো এক্সেপশনাল কেইসের বর্ননা, যেগুলোর উপর মূল ফতোয়া না। মূল ফতোয়া হলো "যদি" বাদ দিয়ে আসল কথা যেটা বলা হয়েছে সেটা।

    আর মূল ফতোয়াই যদি "যদি" দিয়ে বলা থাকে তবে পুরো ফতোয়া ইগনোর করেন। লিখাটায় একটা ঠেলা-ধাক্কা চলছে কোনো কিছুকে একদিকে নিতে।

    এবং "যদি" কথাটার উপর অন্যকে benefit of doubt দিতে হবে। এর উপর তাকে না ধরে।

    যেমন :
    "পুরুষের জন্য স্বর্ন পড়া হারাম, কিন্তু যদি সে সফরে থাকে আর ..."
    যদি বাদ দিন। পুরুষের জন্য স্বর্ন পড়া হারাম।

    "দাড়িতে কালো কলপ লাগানো হারাম। তবে যদি সে জিহাদের ময়দানে ..."
    যদি বাদ দিন। দাড়িতে কালো কলপ লাগানো হারাম।

    লক্ষ্য রাখবেন অনেকগুলো "যদি" দিয়ে হারামকে হালাল বা হালালকে হারাম প্রমান করে ফেলতে পরবে যে কেউ। তাই মূল ফতোয়ায় কয়টা "যদি" আছে সেটা দিয়ে বুঝতে পারবেন ফতোয়াটা কতটুকু অনেষ্টলি দেয়া হয়েছে।

      Comments:
    • ^ এটা বড়? :'(
    • ওহ! বাচলাম। তবে শান্তিতে ঘুমাতে পারবো। :-D

    17-Oct-2020 2:06 pm

    17-Oct-2020 3:02 pm


    ফতোয়া জানতে - ৪

    কথাগুলো সংক্ষেপে

    - দেখেন ফতোয়ার নিচে কোন মাদ্রাসা আর মুফতির ফতোয়া সেটার নাম দেয়া আছে কিনা। না থাকলে বাদ দিন।

    - শেষে এসে দেখেন মাকরুহ, হারাম, জায়েজ স্পষ্ট করে বলা আছে কিনা। না থাকলে বাদ দিন।

    - এর আগে "যদি" দিয়ে একে অনেকগুলো শর্তযুক্ত করা হয়েছে কিনা। শর্তগুলো বাদ দিন।

    এর পর যা স্পষ্ট কথা থাকে এটা উনার ফতোয়া।

    17-Oct-2020 3:02 pm

    17-Oct-2020 3:44 pm

    17-Oct-2020 3:53 pm


    I have downloaded 14 years of my FB data today, as JSON file. 2 GB total download. FB export now has improved *a lot*. Guess I can now parse it and upload it on my website.
    .
    https://sanjir.com/

    Most of all my posts from past are uploaded on the site above. IIRC upto 2018. Didn't followup since. It was then HTML export only which I had to parse for data fields. Very tricky. With JSON it's now pretty straight forward.

    Note that not everything on my site is strictly islamic. Like say historic chess games, which I never post here on FB. But share there.

    Now I care less if FB blocks or bans my account. At least I have my data and an alternate. :-)

    17-Oct-2020 3:53 pm

    17-Oct-2020 5:17 pm


    Autumn has arrived.

    We don't see much of a seasonal difference living in an evergreen country. But a little bit north and the leaves turn yellow and start to fall down in this period. Trees getting prepared for winter.

    Updated : re-uploaded without background music.

    video:/img/photos_and_videos/videos/121966537_1091772391242277_7890626037974580583_n_10157794984758176.mp4

    17-Oct-2020 5:17 pm

    17-Oct-2020 6:47 pm


    রবিউল আউয়াল ১৪৪২

    সৌদি আমিরাত মধ্যপ্রাচ্যে আজকে শুক্রুবার সন্ধায় চাদ দেখা গিয়েছে, তাই আজকে তাদের কালকে আউয়ালের ১ তারিখ।

    বাংলা-পাক-হিন্দে আজকে দেখার চেষ্টা করেছে। দেখা যায় নি। তাই রবিউল আউয়াল আরম্ভ হবে ইনশাল্লাহ কালকে রবিবার সন্ধা থেকে।

    সে হিসাবে মধ্যপ্রাচ্যে ২৯ অক্টোবর বৃহস্পতিবার ১২ই রবিউল আউয়াল।
    দেশে শুক্রুবার, ৩০শে অক্টোবর। সৌদির পরের দিন।

    ভিজিবিলিটি গ্রাফ নিচে।

    17-Oct-2020 6:47 pm

    17-Oct-2020 7:40 pm


    বিভিন্ন বিষয়ে জানেন? কি করে টাকা কামাবেন?

    //
    ইংরেজি জানলে : ইংলিশ মিডিয়ামের ছেলেপেলেদের কোচিং করিয়ে। প্রাইমারির ছেলে পেলেদের দিয়ে আরম্ভ।

    //
    ইংরেজি সংগে সাইন্স? ও-লেভেল, এ-লেভেলের ছেলেদের কোচিং পড়াতে পারেন। এখানে প্রচুর কামাই যদি কয়েক বছর ভালো মতো পড়ান।

    //
    প্রোগ্রামিং? প্রোগ্রামিং লেংগুযেজ লার্নিং কোর্স করাতে পারেন। লেকচার ভিডিও ওয়েব সাইডে আপলোড করে পেইড সাবসক্রিপশন সার্ভিস। লেকচার কেবল বছরে একবার আপডেট করলে হবে।

    //
    Miscellaneous বিষয়ে? ব্লগ লিখতে পারেন। বা রিভিউ পোষ্ট। স্পন্সররাই আপনার সাথে যোগাযোগ করবে পে করে তাদের প্রোডাক্ট সম্পর্কে লিখার জন্য। সংগে এড থেকে কামাই আছে।

    এই তিনটা দিলাম। অনেকে সাকসেস দেখছে এখানে।

      Comments:
    • পোষ্টটা কারেক্ট করে রিরাইট করা হয়েছে পোষ্ট করার ১ ঘন্টা পরে।
    • ^ I don't edit. Just collect those from other places like Twitter, reddit or youtube. Plus trimming the introduction using some command line tools.

    17-Oct-2020 7:40 pm

    17-Oct-2020 8:27 pm


    Sorry. Didn't notice. Some of the videos I uploaded have background music in those.

    Reuploading everyone deleting the old ones.

    Update : Two videos fixed.

    17-Oct-2020 8:27 pm

    17-Oct-2020 8:50 pm


    News : "Beheading of the teacher in France: The perpetrator enjoyed refugee status."

    Brace.

    17-Oct-2020 8:50 pm

    17-Oct-2020 9:31 pm


    No caption pic,

    17-Oct-2020 9:31 pm

    18-Oct-2020 7:22 am


    [ তবলিগের পোষ্ট। অন্যদের জন্য দরকার নেই। ]

    তবলিগের কাজ শুরার উপর কি করে আসলো তার বর্ননা।

    ৯০ এর দিকে মাওলানা জাকারিয়া যিনি মাওলানা ইলিয়াস এর সাথে কাজ করেছিলেন এবং তখন থেকেই তবলিগের কাজের নিয়ম ঠিক করে দিতেন। উনি শেষ বয়সে মদিনা শরিফে চলে যান। সেখানে মারা যাবেন। ঐ সময়ে মাওলানা এনামুল হাসান উনাকে প্রশ্ন পাঠান "কাজ আমার পরে কি করে চলবে?"

    উনি মসজিদে নববিতে বসে মোরাকাবা করে বলেন : তবলিগের কাজ এখন এত বড় হয়ে গিয়েছে যে একজনের হাতে নিয়ন্ত্রন ছেড়ে দিলে সামলাতে পারবে না। শুরা পদ্ধতি চালু করো।

    কাকরাইলের রবিউল ইসলাম সাহেবের বয়ানের প্রাসংগিক অংশ। ৫ মিনিট। এখানে মাওলানা জাকারিয়ার পরিচয় থেকে আরম্ভ করে মোরাকাবার কথা পর্যন্ত আছে।

    এটা এই কারনে লিখলাম যে ৯০ এর দিকে যখন আমাদের বলা হয়েছিলো শুরা পদ্ধতি চলবে তখন এই কথাগুলোই বলা হয়েছিলো। তখনকার কথা আর এই কথাগুলো মিলে।

    ভিন্ন পক্ষের যুক্তি এখানে উল্লেখ করলাম না। তর্ক করে সত্য বাহির করা আমার উদ্দেশ্য না।

    video:/img/photos_and_videos/videos/121714282_785169462058112_2568929071787446980_n_10157796117413176.mp4

    18-Oct-2020 7:22 am

    18-Oct-2020 12:29 pm


    রিজিকের জন্য পরিশ্রম :

    আপনার কমফোর্ড জোন থেকে বেরিয়ে আসতে হবে। এমন কাজগুলো করতে হবে যেগুলো অন্যরা করে না। এমন রেটে যে রেটে আপনার কাছে অর্থহীন মনে হয়।

    যদি আশা থাকে উচ্চ "আমি এই হবো" "ঐ পজিশনে থাকবো" তবে ইনশাল্লাহ হবেন যেহেতু আপনার সারা জীবনের স্বপ্ন। কিন্তু এখনই না। এখন নিজের বাসা ছাড়তে হবে, পরিবার ছাড়তে হবে, শহর ছাড়তে হবে হয়তো দেশ ছাড়তে হবে।

    এগুলো আপনার কমফোর্ড জোন। এগুলো ছেড়ে যারা কমফোর্ড জোনে বসে আছে তাদের খিদমত করতে হবে, তারা কি চায়, তাদের কি দরকার সেগুলো পূর্ন করে। এর জন্য তারা অল্প কিছু টাকা দেবে। সেটা আপনার কামাই।

    18-Oct-2020 12:29 pm

    18-Oct-2020 12:55 pm


    যেমন উদাহরন :
    পাশের প্রতিবেশির দিকে লক্ষ্য করেন। তাদের কি দরকার?

    ছেলেকে পড়ানো? পড়ান।
    বাজার করার লোক নেই। করে দেন, সৎ থেকে। ১ টাকাও না মেরে।
    বাড়ি ভাঙ্গা? ঠিক করে দেন।
    বলেন "চাচি আমি কারেন্টের কাজ জানি। যদি দরকার হয় আমাকে ডাক দেবেন।"

    এর পর ২ ঘন্টা কাজ করে ৪০০ টাকা বিল করবেন না। "এর কমে কেউ করে দিতো না।" এই জিনিসটা সততা। আপনার উপর নির্ভরতা বিশ্বস্ততা।

    একেবারে ফ্রি করে দিন প্রথমে।
    এর পরদিন হয়তো ২ ঘন্টা কাজ করে ৫০ টাকা নিলেন। যেটা অর্থহীন।
    এর পর খুব ধীরে বাড়ান। অনেক দিন ধরে অনেক কাজ করে দেবার পরে সামান্য বেশি। তবে কখনো এত বেশি না যে উনার ভ্রু কুচকায়। সবসময় খুশি রাখেন।

    আপনার নাম যশ ছড়াবে। কিছু দিন পরে দেখবেন আপনি এলাকার সবচেয়ে ভালো ইলাক্ট্রিশিয়ান। সবাই আপনাকে ডাকে।

    এটা এসেছে আপনি কাউকে ঠকান নি। কথা দিয়ে ভুলানোর চেষ্টা করেন নি। সৎ ছিলেন। এর জন্য।

    প্রচুর পরিশ্রম। মনে হচ্ছে মানুষ যেন আপনার "রক্ত চুষে খেয়েছে" কিন্তু আপনার দাম দেয় নি। এই কষ্ট যতদিন থাকবে ততদিন আপনি সামনে এগুতে পারবেন।

    "দাও মারছি!" -- তবে একবারের কাজ। দ্বিতীয় দাও আর মারতে পারবেন না।

    "কিন্তু ইলেক্ট্রিকের কাজ আমি কোথা থেকে শিখবো?"
    ইউটুব থেকে।

    "আমি ইলেকট্রিশিয়ান হতে চাই না। চাই ইঞ্জিনিয়ার হতে।"
    হবেন ইনশাল্লাহ। একদিন। তবে এখন নিজের কমফোর্ড জোন থেকে বেরিয়ে আসেন।

    জাজাকাল্লাহ।

    18-Oct-2020 12:55 pm

    18-Oct-2020 1:09 pm


    Enjoy.

      Comments:
    • ^ না। বরং এটা উদাহরন হিসাবে লিখেছি যে ছেলেরা একটা ধরনের মাঝে পড়ে তাদের জন্য। অন্যরা হয়তো অন্য কিছু ভিন্ন ভাবে করবে।

    18-Oct-2020 1:09 pm

    18-Oct-2020 3:18 pm


    নিচের লিখার toxicity বাদ দিয়ে প্রয়োজনীয় information আমি নিতে পারবো ইনশাল্লাহ। তাই রিশেয়ার। সবাই পারবে না।

    তাই কমেন্টে কিছু কারেক্ট করার দরকার নেই। কথা বাড়বে।

    "সালাফি বুক রিভিউ" গ্রুপের একটা পোষ্ট ‌:
    paste ___

    কিছু প্রকাশনী আছে যেগুলোর বইপত্র দেখে আমরা অনেকেই সালাফী মনে করি অথচ সেগুলো আসলে সালাফী নয়। সালাফী বিদ্বেষী, দেওবন্দী, ইখওয়ানী।

    ১. সিয়ান পাবলিকেশন্স (কিছু ভালো বই আছে এদের)।
    ২. সবুজপত্র পাবলিকেশন্স (পূর্বের নাম কামিয়াব প্রকাশন। ইখওয়ানী। সালাফীদের কিছু বই ছাপিয়েছে। সেগুলো ছাড়া বাকিগুলো ফাউল)।
    কাশফুল প্রকাশনীও সবুজপত্রের মত।
    ৩. রুহামা পাবলিকেশন্স (পুরাই দেওবন্দী)
    ৪. মাকতাবাতুল বায়ান ও সমর্পণ প্রকাশনী (দেওবন্দী)
    ৫. মাকতাবাতুল আসলাফ (দেওবন্দী)
    ৬. সমকালীন প্রকাশনী (মানহাজে খফী।)
    ৭. দারুসসালাম বাংলাদেশ (ভূয়া, ফাউল প্রকাশনী। আসল দারুসসালামের বই চুরি ও হেরফের করে ছাপায়)
    ৮. হুদহুদ প্রকাশনী (দেওবন্দী)
    ৯. সীরাত পাবলিকেশন্স ( এটা তাকফীরি উগ্রপন্থিদের। একই নাম কিন্তু ভিন্ন বানান "আছ - ছিরাত" এটা সালাফীদের।)
    ১০. গার্ডিয়ান পাবলিকেশন্স (এটাকে যারা সালাফী ভাবে তাদের জন্য এক বদনা সমবেদনা। পুরাই জামাতী ও গুমরাহ প্রকাশনী। কাদী ও কারদাওয়ীর প্রমোটার।)
    ১১. মাকতাবাতুল ফুরকান (দেওবন্দী)
    ১২. মাকতাবাতুল আযহার (দেওবন্দী)
    ১৩. কালান্তর প্রকাশনী (স্পেশাল সালাফী বিদ্বেষী দেওবন্দী)
    ১৪. আর রিহ্যাব পাবলিকেশন্স (উগ্রপন্হী, তাকফিরী দেওবন্দী)
    ১৫. শব্দতরু (উগ্রপন্হী, তাকফিরী দেওবন্দী)

    কতিপয় নাদান ঐক্যকামী (!) মনে করে যে, তারা তো আমাদের মুসলিম ভাই। জি তা সত্য। তারা তো আর কাফির নয়।

    কিন্তু তারা আমার আপনার আকীদাকে বাতিল ও আহলুস সুন্নাহর বহির্ভূত মনে করে। তো আপনি হক ও বাতিলের সংমিশ্রণের ঐক্যকামী (!) হয়ে থাকলে আপনার জন্য আফসোস। নতুন করে দ্বীন শিখতে হবে।

    ___ end paste.

    18-Oct-2020 3:18 pm

    18-Oct-2020 6:13 pm


    Little girl raises up sunk canoe, saving grownups.

    Never underestimate.

    video:/img/photos_and_videos/videos/121971774_2721193624863333_5735369071377037265_n_10157797072733176.mp4

      Comments:
    • ^ সম্ভবতঃ যারা "নিজের মানহাজ প্রকাশ না করে, মানুষের কাছে গোপন রাখো" আইডলজিতে বিশ্বাস করে।

    18-Oct-2020 6:13 pm

    19-Oct-2020 12:21 am


    2 weeks before the election.
    A good October Surprise can still save Trump.

    Can he?

    Watch around 31st Oct.

    19-Oct-2020 12:21 am

    19-Oct-2020 2:44 am


    কোনো টিকা আবিষ্কার হয় নি। কখন আসবে খবর নেই।
    কিন্তু টিকা কাদেরকে কিভাবে দেয়া হবে সে খবর দেশের পেপারে প্রতিদিন।

    সব ক্লাস বন্ধ। কবে চালু হবে খবর নেই।
    কিন্তু ভার্সিটির এডমিশন টেষ্ট কিভাবে হবে সে খবর পেপারে প্রতিদিন।

    19-Oct-2020 2:44 am

    19-Oct-2020 3:47 am


    Hunter Biden :

    - Biden withdrew from public appearance for 4 days today.

  • Rudy Giuliani was one of the sources that provided the info.
  • And NYT's coverage is mostly about rising doubt on the report.

    19-Oct-2020 3:47 am

  • 19-Oct-2020 4:32 am


    In spite of he being "The Authoritative Figure" on Co,vi.d, twitter removed this tweet of him and blocked his account for saying what he said in this screenshot.

    Take extra precaution, before posting anything on this subject.

    Hope FB doesn't OCR posted images and block me :-)

    19-Oct-2020 4:32 am

    19-Oct-2020 5:09 am


    Feeling the pain of lyrics :

    "চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
    আর মাত্র কয়েকটা মাস ব্যাস
    স্টার্টিংয়েই ওরা ১১০০ দেবে
    তিন মাস পরে কনফার্ম
    চুপ করে কেন বেলা কিছু বলছো না"

    //
    কয়েক বছর আগে একটা চাকরিতে একটা লোকের জন্য ফেসবুকে বহুবার এড দিয়েছিলাম। ১২ হাজার বেতন, ফ্রি ফ্লাট একোমোডেশন।

    ২০ জনের সাথে দেখা করলেও কেউ শেষে করতে রাজি না। সবাই আরো ভালো চাকরি চায়।

    //
    সময়।

    19-Oct-2020 5:09 am

    19-Oct-2020 6:47 am


    Repost. যদিও কেন, কাকে উদ্দেশ্য করে, কি বুঝাতে এই পোষ্ট করেছিলাম এখন আর মনে নেই।

    ফেলে আসা দিনগুলো :-)

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    19-Oct-2020 6:47 am

    19-Oct-2020 7:18 am


    SpaceX's latest launch of its StarLink satellite internet. This 14th lunch added 60 more satellites to take total to 830. Some of the first satellites have been retired and crashed.

    Falcon 9 rockets use Kerosene as its fuel. And the first stage is reusable. Now making its 6th flight. Though NASA mostly used solid rocket fuel during its Shuttle missions.

    video:/img/photos_and_videos/videos/122082696_625451464788907_6784415939528260575_n_10157798489083176.mp4

    19-Oct-2020 7:18 am

    19-Oct-2020 8:26 am


    Memories from the past :-)
    This post had an attachment, which is now missing

    19-Oct-2020 8:26 am

    19-Oct-2020 9:07 am


    #বই

    "বাংলা নামে দেশ"

    একদম ছোটবেলায় ৭০ এর দশকে যখন নন-ফিকশন পড়া যাত্রা আরম্ভ করেছিলাম তার প্রথমগুলোর মাঝে একটা। স্বাধিনতার যুদ্ধ, আগের ঘটনা, নেতাদের ছবি, কোন দিক থেকে কোন দিকে কোন জেলায় বাহিনি ঢুকেছিলো এর সচিত্র প্রতিবেদন।

    পরে বড় হয়ে বইটা আর পাইনি দ্বিতীয়বার পড়ার জন্য। বইমেলায় একবার দেখেছিলাম কিন্তু তখন ছিলো নট ফর সেল, শো অনলি। এখন দেখছি রিপ্রিন্ট আবার বাজারে।

    বড় হয়ে বইটার কথা চিন্তা করে অবাক হতাম এত সুন্দর অফসেটে ছাপা, ভেতরে সব ছবি সহ, হার্ডকভারের গ্রাফিক বই বাংলাদেশে এতদ্রুত কি করে ছাপিয়েছিলো? হার্ড কভারের উপর একটা ফোল্ডেড মলাটও ছিলো। বাংলাদেশের মানচিত্রের ছবি কভারে থ্রিডি ইফেক্ট দেয়া। তখন কিন্তু কম্পিউটারও ছিলো না এসব কাজ করার জন্য।

    এখন জানি এটা দেশে ছাপায় নি। কলকাতার। আনন্দবাজারের ছাপানো ছিলো।

    বইয়ে লিখা কোনো এক পলিটিশিয়ানের উর্দুতে বলা একটা ডায়লগের কোটেশন এখনো মনে পড়ে।

    19-Oct-2020 9:07 am

    19-Oct-2020 9:18 am


    #book

    "Science for Today and Tomorrow"

    First non-fiction and science book that we read. This actually was our school text book at primary school in whichever school I used to study in.

    I couldn't find inside pics of the one I read. Read it in the 70s. First edition was in 1965. Not sure if this one is still published.

    Still can recall the pics inside though never found any inside copy of it on the net.

    #nostalgia

    19-Oct-2020 9:18 am

    19-Oct-2020 4:31 pm


    Quote : "একাত্তর টেলিভিশন বয়কটের ডাক দেয়ায় সাংবাদিক নেতাদের নিঃশর্ত ক্ষমা চাওয়া প্রসঙ্গে জানতে চাইলে নূর বলেন, ‘আমার একাত্তর টেলিভিশন ভালো লাগে না। এটা আমার ব্যক্তিগত বি’ষয়। এটা কোন সাংবাদিক নেতার বিষয় না। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।’"

    19-Oct-2020 4:31 pm

    19-Oct-2020 5:17 pm


    দীঘল রাতের শ্রান্তসফর শেষে
    কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?
    এ কী ঘন-সিয়া জিন্দেগানীর বা’ব
    তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান-শ্রান্ত খা’ব
    অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী।

    তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
    সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি।
    রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?

    বন্দরে বসে যাত্রীরা দিন গোনে,
    বুঝি মৌসুমী হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে,
    বুঝি কুয়াশায়, জোছনা- মায়ায় জাহাজের পাল দেখে।
    আহা, পেরেশান মুসাফির দল।
    দরিয়া কিনারে জাগে তক্দিরে
    নিরাশায় ছবি এঁকে!
    পথহারা এই দরিয়া- সোঁতারা ঘুরে
    চলেছি কোথায়? কোন সীমাহীন দূরে?

    তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে;
    একাকী রাতের গান জুলমাত হেরি!
    রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?

    19-Oct-2020 5:17 pm

    19-Oct-2020 5:30 pm


    প্রসংগ : পবিত্র সঙ্গীত

    পবিত্র স্তম্ভ
    পবিত্র সঙ্গীত
    পবিত্র দিবস
    পবিত্র ফাদার

    পর ধর্মের প্রতি সম্মান প্রদর্শন আমাদের মুসলিমদের শিখতে হবে।
    এখানে আমাদের বড় লেকিং আছে।

    19-Oct-2020 5:30 pm

    19-Oct-2020 6:52 pm


    Milky way in blue, colliding with Andromeda in red. 4 billion years from now.

    Note : Stars won't hit one another. It's mostly Hydrogen gas compressing to form billions of more starts rapidly.

    The galaxies don't stray apart after the collision. They return back after a while to merge cores, not shown here.

    video:/img/photos_and_videos/videos/122075313_627352141273002_6933122449862129896_n_10157799242538176.mp4

    19-Oct-2020 6:52 pm

    20-Oct-2020 12:10 am


    Sudan, the next Libya.
    Checking how long Libya took from paying to falling.

    20-Oct-2020 12:10 am

    20-Oct-2020 12:25 am


    Trump losing it.
    Cold night.

    20-Oct-2020 12:25 am

    20-Oct-2020 12:37 am


    Memories.
    Covering 2016 US election.
    Interesting buildups are in the comment of the following post.
    .
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154032821653176

    20-Oct-2020 12:37 am

    20-Oct-2020 1:25 am


    প্রমানিত : ইমাম মালিক কি আমল করতেন সেটা মালেকিরা জানে না।

    20-Oct-2020 1:25 am

    20-Oct-2020 2:28 am


    Quote : "Sudan has agreed to pay compensation for victims of the 1998 bombings of the US embassies in Kenya and Tanzania, attacks conducted by Osama bin Laden’s Al-Qaeda network while bin Laden was living in Sudan."

    Wondering why Sudan should pay for OBL?
    But it at least answers what it is paying for.

    20-Oct-2020 2:28 am

    20-Oct-2020 12:25 pm


    একাধিক জিনিস জানলাম -- নিচের কথাগুলো থেকে :

    ""হুযূর বলেন, খতীব সাহেবের প্রতিনিধি হয়ে আমিসহ আলেমদের একটি প্রতিনিধিদল প্রথমে রামপুরা জামিআ কারিমিয়ায় চরমোনাই পীর সাহেবের কাছে যাই ৷ তিনি শর্ত দিলেন, “শায়খ আর আমিনীকে আগে চার দলীয় জোট ছাড়তে হবে ৷"
    উপস্থিত আলেমগণ বললেন, হুযূর ঐক্যের বৃহত্তর স্বার্থে শর্ত না দিলে ভাল হয়৷
    পীর সাহেব বললেন, নারী নেতৃত্ব হারাম, না ছাড়লে ঐক্য হবে না ৷
    আবূ সাঈদ সাহেব বললেন, হুযূর! গণতন্ত্রও তো হারাম, ঠেকায় পড়ে করছেন না ?
    পীর সাহেব চরমোনাই তখন গরম হয়ে বললেন, গণতন্ত্র হারাম আপনাকে কে বলেছে ? গণতন্ত্র সম্পূর্ণ জায়েয৷""
    .
    https://www.facebook.com/profile.php?id=100020864859822

    20-Oct-2020 12:25 pm

    20-Oct-2020 12:42 pm


    এখন আর এই সব পোষ্ট লিখার মতো পরিবেশ নেই ফেসবুকে ‌‌:-)
    ফলোয়ার যখন কম ছিলো তখন ছিলো। :V
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • simulation.

    20-Oct-2020 12:42 pm

    20-Oct-2020 3:30 pm


    ভিডিও টাইটেল : "গনতন্ত্র নিয়ে শায়েখ খন্দকার জাহাঙ্গিরের আশ্চর্যজনক বক্তব্য খন্ডন করলেন আব্দুর রহমান গ্রীন।"

    আমি : হুহ? একজন বিদেশি বিদেশে বসে বাংলাদেশের খন্দকার জাহাঙ্গির স্যারের বক্তব্য খন্ডন করেছেন? বাংগালিরা যে আন্তর্জাতিক পরিসরে কত পরিচিত হয়ে উঠেছে তার প্রমান।

    খুশি হয়ে ক্লিক প্লে। দেখি কাহিনি।

    দুজনের বক্তব্য জোড়া দিয়ে এক ভিডিও বানানো হয়েছে।

    20-Oct-2020 3:30 pm

    20-Oct-2020 4:34 pm


    আমার ইংরেজি বইয়ের পোষ্ট দেখে ইয়ংরা বিভ্রান্ত হবেন না। ধারনা করে যে "বিদেশি নোভেল পড়া মুসলিমদের জন্য হয়তো ভালো"।

    বরং দ্বিন শিখার জন্য যে কয়টা বই পড়তে হবে তার লিষ্ট। আগে পোষ্ট করেছিলাম এখন repost.

    আর বেহেস্তি জেওর/গওহরের মতো কমপেক্ট সব কিছু একসাথে সংক্ষেপে বর্তমান কালে নতুন কোনো বই আছে কিনা জানা নেই।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • ^ indeed. and it's spread across emotional FB posts too, not limited to videos only or youtube.
    • "সর্বনিম্ন ৩০০ টাকার অন্যান্য পণ্যের বাজার করলেই প্রত্যেক ক্রেতা প্রতি কেজি আলু ৩০ টাকা ও পেঁয়াজ ৭৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি করে ক্রয় করতে পারবেন।" তাও "এই অফারটি স্টক শেষ না হওয়া পর্যন্ত চলবে" এর পর নেই। :V :V :V

    20-Oct-2020 4:34 pm

    20-Oct-2020 6:58 pm


    Bicycle adrenaline rush on mountain edge.

    video:/img/photos_and_videos/videos/122071915_2693898347592761_3182295169333314573_n_10157801362228176.mp4

      Comments:
    • ^ সম্ভবতঃ মাসলার বই না। জিকির আযগারের।
    • indeed.

    20-Oct-2020 6:58 pm

    20-Oct-2020 9:21 pm


    When Drudge Report the oldest Conservative news site on the net publishes title like this ...

    20-Oct-2020 9:21 pm

    20-Oct-2020 9:53 pm


    Second wave.

    Here's current Kovid treatment recommendation as published by AP news :

    No O2? No med.
    On O2? Rem,desivir and may be Steroid.
    Ventilator? Rem,desivir and Steroid.

    Antibody-Plasma? Nothing for or against.
    HCQ? Strongly against.
    .
    https://apnews.com/article/virus-outbreak-us-news-9a7da4a9e84906b856c15101dd200c80
    .
    The weird spelling? To fool FB censor bots.

    20-Oct-2020 9:53 pm

    20-Oct-2020 10:06 pm


    Reminder 2nd wave deaths in 1920 were 10 times larger than the 1st.

    Things *can* get ugly in the next 3 months.

    BUT, point to note : more young warrior-aged people died in post WW1 pneumonia than the combined total mortality in the world war just preceding it.

    Lesson. IF you are destined to die but somehow escape death in war... you probably will just after.

    20-Oct-2020 10:06 pm

    20-Oct-2020 10:26 pm


    Not the Onion : Nokia to build 4G network on the moon.

    20-Oct-2020 10:26 pm

    21-Oct-2020 12:09 am


    Back to back two 7.5 earthquakes in Alaska.
    Yesterday and just now another today.
    At Alaska Sand Point, the edge nearest to Russia.

    21-Oct-2020 12:09 am

    21-Oct-2020 1:55 am


    This short clip went viral in the Arab world 3 years back. Spawning a million meme, copy cats, TV appearances, music, program adaptation and what not. Here an elder brother is singing "My sister Aiyush has returned..." and that's it. But the cuteness overload...

    video:/img/photos_and_videos/videos/122070571_377224546798149_8149829400934928371_n_10157802043573176.mp4

    21-Oct-2020 1:55 am

    21-Oct-2020 5:57 am


    China might attack Taiwan out of the blues.
    .
    https://www.scmp.com/news/china/diplomacy/article/3105953/chinese-military-beefs-coastal-forces-it-prepares-possible
    .
    Plus another news today.

    21-Oct-2020 5:57 am

    21-Oct-2020 6:26 am


    300,000 extra deaths above normal average in the USA this year in 8 months of Kovid. Reports CDC.

    That's 15% above normal mortality count.
    .
    https://thehill.com/policy/healthcare/521959-cdc-reports-300000-more-deaths-than-expected-this-year-likely-due-to-covid

    21-Oct-2020 6:26 am

    21-Oct-2020 11:48 am


    On 300k excess deaths in US

    We know young are now dying a lot, and not only the old.
    And Kovid doesn't affect White men as much, it's mostly South Americans and Asians.

    Numbers by race, percent above average :

    Hispanic : 55%
    Asian : 40%
    Black : 30%
    White : 10%

    Aged 25 to 44 at 27% which is max among other groups.

    Officially reported deaths from Kovid currently at 220k.
    .
    https://www.aljazeera.com/news/2020/10/21/us-reports-300000-more-deaths-in-2020-than-during-typical-year

    21-Oct-2020 11:48 am

    21-Oct-2020 12:15 pm


    আজকের খবর : "মাদ্রাসা শিক্ষক নাছির উদ্দিন। রাঙ্গুনিয়া উপজেলার একটি কওমি মাদ্রাসার শিক্ষক ও আবাসিক প্রধান"।

    "নাম প্রকাশে অনিচ্ছুক এক শিশুর মা কাঁদতে কাঁদতে বলেন, অনেক স্বপ্ন নিয়ে আলেম বানানোর উদ্দেশ্যে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়েছিলাম। গার্মেন্টসে চাকরি করে বহু কষ্টে ছেলের পড়ালেখার খরচ দিই। কিন্তু মানুষরূপী এই শয়তান ..."

    //
    মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়ি যে এক সময় ইচ্ছা সত্বেও বাচ্চাদের এই লাইনে দেই নি।

    এখন মনে হয় ঠিক করেছি। কিছু দিন পরে কি মনে হবে জানি না।

    //
    শেয়ার করার মতো নিউজ না, তাই কোনো লিংক দিলাম না। যার দরকার খুজে নিতে পারবেন।

    আল্লাহ তায়ালা আমাদের মাফ করুন।

    21-Oct-2020 12:15 pm

    21-Oct-2020 12:52 pm


    বাচ্চাদের কি করে মাদ্রাসায় পড়াবেন :

    ১ - নিজের কাছে রেখে পড়ান। দিনের বেলায় মাদ্রাসায় যাবে দিনের বেলা ফিরে আসবে। আবাসিক মাদ্রাসা বা আবাসিক হিফজে দেবেন না।

    ২ - নিজে দেখেন উস্তাদ লাঠি দিযে বাচ্চাদের পিটায় কিনা। যদি প্রচন্ড পিটায় তবে উস্তাদের ভেতরে অসৎ আকাংখা আছে। অন্য কোনো বাচ্চাকে পিটাতে দেখলে নিজের বাচ্চাকে ফিরিয়ে নিয়ে আসুন।

    ৩ - সব মাদ্রাসাই এমন? পিটায় না এরকম মাদ্রাসা নেই বলছেন? আবাসিক না দিলে মাদ্রাসায় কিছু শেখা যায় না বলছে? তবে নিজের আর সন্তানের দ্বিন বাচান। বাচ্চাকে মাদ্রাসায় পড়ানো ওয়াজিব না। স্কুলে দিন।

    ৪ - এর পরও সন্তানকে আলেম বানাতে চাচ্ছেন? ইন্টারের পরেও সে ইফতাহ করতে পারবে। খবর নিন। তখন আর ঐ ভয় নেই।

      Comments:
    • ^ দেশে যে কোনো মাদ্রাসায় যোগাযোগ করলে তারা ব্যবস্থা করে দেবে। এবং এরকম প্রচুর করছে। ছয় বছরে ইফতা চার বছরে দাউরা। মদিনা ভার্সিটিতেও গ্রেজুয়েশনের জন্য রিকোরমেন্ট A-level পাশ। ১ বছরের আরবি কোর্স করতে হয়।

    21-Oct-2020 12:52 pm

    21-Oct-2020 5:02 pm


    Repost. চার বছর আগের পোষ্ট।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    21-Oct-2020 5:02 pm

    21-Oct-2020 6:42 pm


    #আশা

    مَنْ مَاتَ
    যে মরলো

    وَهُوَ يَعْلَمُ

    আর সে জানতো

    أَنَّهُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ
    যে আল্লাহ ছাড়া মাবুদ নেই

    دَخَلَ الْجَنَّةَ
    সে জান্নাতে যাবে।

    - মুসলিম শরিফ।
    .
    https://sunnah.com/muslim/1/43

    21-Oct-2020 6:42 pm

    21-Oct-2020 7:36 pm


    If you want to stay on Facebook regardless then :

    - Turn off comments. Don't engage in discussion.

  • Don't answer inbox questions.
  • Prioritize your family and community a lot more.

    Someone realized this again and said it today here :
    https://www.facebook.com/shibli.zaman.page/posts/10157274480535810

    Online friends aren't your friend. The earlier you know it the safer you are.

    Don't waste your precious time behind mostly all fakes.

    21-Oct-2020 7:36 pm

  • 21-Oct-2020 8:23 pm


    আল্লাহ তায়ালা হিফাজত করুন।
    আল্লাহ তায়ালা আমাকে হিফাজত করুন।
    আমাদের হিফাজত করুন।
    .
    https://www.facebook.com/mizan.harun/posts/2847043222191811

    21-Oct-2020 8:23 pm

    21-Oct-2020 8:30 pm


    News : "Pope Francis calls for civil union laws for same-sex couples"

    The fall.

    Watch the reaction.

    21-Oct-2020 8:30 pm

    21-Oct-2020 8:35 pm


    USA early voting stats : 13 days to election.

    Texas: 60% of the 2016 turnout already voted.
    North Carolina: 45%
    Georgia: 45%

    21-Oct-2020 8:35 pm

    21-Oct-2020 10:06 pm


    A comets surface. Named 67P. NASA sent a probe there in 2004 which reached it in 2014. Stayed in orbit for 2 years.

    Distance is about 5 AU, near Jupiter. Comet dia 4 km.

    Shows "Cosmic Snow" on the comet surface.

    video:/img/photos_and_videos/videos/122225356_781451259084270_4921743802142984582_n_10157803873673176.mp4

    21-Oct-2020 10:06 pm

    21-Oct-2020 11:24 pm


    AstraZeneca's vaccine -- the leading one in the world -- also known as Oxford vaccine or Chadox1, was being tested in Brazil.

    A 28 year medical student in Brazil volunteered for it.

    News today : He died after being injected with the vaccine.
    .
    https://www.cnbc.com/2020/10/21/astrazeneca-shares-slide-after-brazilian-health-authority-says-volunteer-in-covid-vaccine-study-dies.html

    21-Oct-2020 11:24 pm

    22-Oct-2020 7:16 am


    Repost. চার বছর আগে এটা লিখে Only me করে রেখেছিলাম। এখন পাবলিক শেয়ার্ড।
    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই

    22-Oct-2020 7:16 am

    22-Oct-2020 8:17 am


    Feels like "1984" knocking.

    Watch that this is a verified account. Not a troll.

    22-Oct-2020 8:17 am

    22-Oct-2020 9:54 am


    চাদ পৃথিবীর এটমসফেয়ার বা বাতাসের ভেতর। এবং পৃথিবীর এটমসফেয়ার চাদ ছেড়ে আরো দ্বিগুন এবং কোনো দিকে চার গুন দূরে বিস্তৃত।

    সিগনিফিকেন্স?

    যারা ধারনা করেন প্রথম আসমান হলো আমাদের এটমসফেয়ার তাদের জন্য এখানে সিগনিফিকেন্স আছে। মানুষ যখন চাদে গিয়েছে তখনো তারা প্রথম আসমানেই ছিলো।
    .
    Relevant.
    https://www.facebook.com/reza0104/posts/10224590110317681
    .

    22-Oct-2020 9:54 am

    22-Oct-2020 10:23 am


    আল্লাহকে নিয়ে চিন্তা : উনি আরশে বসে আছেন। নাকি সব জায়গায় আছেন। সেগুলো চিন্তা করা।

    আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা : সাত আসমান জমিন কি, কেমন। সেগুলো নিয়ে চিন্তা করা।

    প্রথম প্রকারের বিষয় নিয়ে চিন্তা করা নিষিদ্ধ। পথভ্রষ্টতা।
    দ্বিতীয় প্রাকারের বিষয় নিয়ে চিন্তা করা উৎসাহিত। আল্লাহর নৈকট্যের উপায়।

    22-Oct-2020 10:23 am

    22-Oct-2020 1:07 pm


    আপনার ছাদের ফ্যান নতুন অবস্থায় প্রচন্ড জোরে চলতো এখন পুরানো হয়ে দুর্বল হয়ে গিয়েছে -- এত আস্তে ঘুরে যে বাতাসই নেই।

    নতুন ফেন কিনতে হবে?

    না। বরং ফ্যানের ক্যপাসিটর দুর্বল হয়ে গিয়েছে। চার্জ রাখতে পারে না।

    নতুন ক্যপাসিটর একটা বাজার থেকে কিনে আনেন। ক্যপাসিটর ফ্যানের বাইরে রডের ফাকে ঢুকানো থাকে। তার কেটে পুরানোটা ফেলে দিয়ে নতুনটা লাগান।

    আবার প্রচন্ড স্পিডে চলবে ইনশাল্লাহ।

    যদি দেখেন ফ্যান ঘুরে না। কিন্তু হাত দিয়ে বা লাঠি দিয়ে একটু ঘুরিয়ে দিলে চলা আরম্ভ করে তবেও ক্যপাসিটর বদলাতে হবে।

    যদি দেখেন পুরানো ফ্যান উল্টো দিকে আস্তে আস্তে ঘুরে তবেও ক্যাপাসিটর সমস্যা। বদলাতে হবে।

    ক্যাপাসিটর দেখতে এরকম। দাম ২০০ টাকার মতো। মান আড়াই বা সাড়ে তিন মাইক্রোফেরাড হয়। সাড়ে তিন যেটা সেটায় অনেক দ্রুত ঘুরবে। "মাইক্রোফেরাড" কথাটা দোকানে বলার দরকার নেই। বলবেন সাড়ে তিন বা আড়াই দেন। একটা লাগালেই হলো।

    তিন চার বছর পর পর ফ্যানের ক্যাপাসিটর বদলাতে হবে। আমি যে রুমে আছি সেখানে দুটো ফ্যান প্রায় ১৪ বছর ধরে চলছে। চার বার ক্যাপাসিটর বদলাতে হয়েছে।

    ফ্যানের ক্যপাসিটরের ছবি।

      Comments:
    • বিয়ারিং ভেঙ্গে গিয়েছে। নতুন ফ্যান কিনতে হবে।
    • সিগনিফিকেন্ট কিছু না নতুন অবস্থায় যা টানতো তার থেকে।
    • হয়তো তার শর্ট আছে। ফ্যান গরম হয়ে যায়। এ অবস্থায় আমি আর ইনভেষ্টিগেট না করে ফ্যান বদলিয়ে ফেলি।

    22-Oct-2020 1:07 pm

    22-Oct-2020 2:27 pm


    কোরআন নিয়ে তর্ক :

    কেউ কোরআন শরিফের একটা আয়াত নিয়ে এসে বললো, "এ থেকে বুঝা যায় আমরা যা করি বা জানি সেটা ঠিক না। কারন কোরআনে বলা আছে এই <আয়াতের কোটেশন দিলো>। আর আপনারা করেন বা বলছেন উল্টো।"

    এখানে মু'মিনের জন্য করনীয় হলো তৎক্ষনাত চুপ করে যাওয়া। পন্ডিতি না ফলানো। অন্য আয়াতের রেফারেন্স না দেয়া। জিনিসটা যেন কোনো ভাবেই তর্ক না গড়ায়।

    এর পর জানা যে, "কোরআন নিয়ে তর্কে মু'মিন হেরে যায়, মুনাফিক জিতে"।

    কিন্তু তারটা গ্রহন করবো না। বরং তাকে বলবো, "আল্লাহ তায়ালা যা নাজিল করেছেন তার সব কিছু আমি বিশ্বাস করি। সব আয়াত। এবং যে অর্থে নাজিল করেছেন সেই অর্থে।"

    এর পর সরে আসেন। আপনি বেশিক্ষন চুপ থেকে শুনলে নিজের অন্তরে তার কথার কিছু প্রভাব পড়বে।

    22-Oct-2020 2:27 pm

    22-Oct-2020 3:30 pm


    কোরআন না পড়া :

    কেউ বললো, "আমরা মুসলমানরা কোনো দিন কোরআন পড়ে বুঝার চেষ্টা করি নি। তাই আল্লাহ তায়ালা কি বলেছেন জানি না। তাই আল্লাহর অধিকাংশ হুকুম মানি না।"

    সাধারনতঃ ইয়ংদের এই কথাগুলো বলা হয়।

    শুনে বিচলিত হবার কারন নেই এটা ধারনা করে যে কোরআনের কোনো হুকুম আপনি মিস করেছেন। জানেন না বলে মানছেন না।

    নিজে পড়ে দেখেন কোরআন শরিফের ৫০% হলো আগেকার দিনের নবী রাসুলদের কাহিনি। এর পর ধরেন বাকি অর্ধেকের ৫০% হলো আখিরাত জান্নাত জাহান্নামের বর্ননা। হুকুমের আয়াত হাতে গুনা এবং সবগুলো কোরআন শরিফ না পড়লেও আপনি জানেন এবং মানেন।

    তবে সে ঐ কথাগুলো বলছিলো কেন? সে কোনো একটা আয়াত বা একটা শব্দের অর্থ মূলধারার বিশ্বাসের বাইরে কোনো ব্যখ্যায় বিশ্বাস করে। সেই ব্যাখ্যা আপনাকে বুঝাতে এবং আপনাকে দিয়ে গ্রহন করাতে চায়। তাই তার এই প্রসংগ অবতারনা।

    এবং আপনাকে তার ব্যাখ্যা গ্রহনের প্রথম ধাপ হলো আপনার কনফিডন্সকে ভেঙ্গে দেয়া।

    : আপনি কোরআন পড়েছেন?
    : না।
    : তবে কিছুই জানেন না। শুনেন আমি বলছি আল্লাহ তায়ালা কি বলেছেন। আমার কথা বিশ্বাস না হলে নিজে কোরআন শরিফ খুলে দেখবেন ঐ আয়াত।

    আপনি হয়তো কখনোই ঐ আয়াত খুজে দেখবেন না।
    দেখলেও ঐ জিনিস বুঝবেন না। কিন্তু ধারনা করবেন "সে কি আর ভুল বলেছিলো? হয়তো আমার এই অনুবাদে সেই কথাগুলো নেই। কিন্তু সে ঠিকই জানে কোন তফসির পড়তে হবে।"

    আপনি তার সার্কেলে ঢুকে গেলেন।
    ইয়ংদের জন্য সাবধানতা।

      Comments:
    • যায়।
    • এখানে একটা ওয়েভের ভেতর দিয়ে মানুষ যায়।
    • সুরা জু্ম্মায় বলা আছে ইদা নুদিয়া লিস সালাতি ... আমি আযান দিলে দেরিতে যাই। ভুল। তাই ১২টার আগে যায়।
    • এর পর সে জানে এর আজান হলো প্রথম আযান যেটা উথমান রাঃ এর যুগে চালু হয়েছিলো। তবে কোরআনে কোন আযানের কথা বলা আছে?
    • জানলো এটা দ্বিতিয় আজান। কিন্তু আমি তো সবসময় খুতবার আগেই চলে যাই। তাই ঠিক আছে। যদিও ১টায় যায়। এট লিষ্ট হারাম হচ্ছে না।
    • এর পর সে ফিকাহ পড়লো যে জুম্মার দ্বিতিয় আজান দিলে দোকান বন্ধ করে আসতে হবে। এর পর কাজ করা হারাম।
    • এর পর তাকওয়ার উপর উঠলো। ১২টাতেই আসে যেই ডাকুক।
    • এর পর সোয়াবের আশায় সকালেই চলে আসে।
      অনেক স্টেইজ।
    • সিম্পল এই একটা আযাতের অনেক ইশু আছে -- এটা যদি বুঝেন তবে হলো। কোনটা ঠিক সেটা আলোচনা উদ্দেশ্য না। কিন্তু হাজারো জিনিস একেকটা আয়াতের পেছনে গিয়ে এই অবস্থায় আমরা এসেছি -- এটা বুঝলেই হলো।

    22-Oct-2020 3:30 pm

    22-Oct-2020 10:41 pm


    "কনট্রাডিকশন"


    বাচ্চার হাত থেকে কিছু পড়ে গিয়েছে। বাচ্চার মা বলছে "তারাতারি তুলে খেয়ে নে।"
    বাচ্চা : "কিন্তু তুমি না আমাকে বলেছিলে নিচে কিছু পড়ে থাকলে সেটা না খেতে? একেক বার একেক জিনিস বলো। কোনটা করবো?"


    এরকম অনেক অনেক অনেক উদাহরন যদি আপনার বাচ্চা থাকে সে স্পষ্টবাদি হয় আর বাচ্চার মা যদি খুব আদবপন্থি হয় তবে।

    কোনটা ঠিক?
    দুটোই। পরিস্থিতি ভিন্ন। বা একটা জেনারেল রুল, অন্যটা এক্সেপশন। এক্সেপশন কোনটা কখন এপ্লাই করতে হবে সেটারও অনেক নিয়ম আছে।

    বাচ্চা এত কিছু বুঝে না। সে দেখে ব্লাক এন্ড হোয়াইট। একটা স্ট্রিকট রুল চায়। ঝামেলা কম। সবসময় সেটা এপ্লাই করবে। ঐ রুল যখন সে পায় না, তখন তার কাছে সেটা কনট্রাডিকশন। তাই সবই কনট্রাডিকশন। দুনিয়াটা তার বিশ্বাসের থেকে কঠিন।

    কিন্তু এগুলো এখন বলে তাকে বুঝানো যাবে না। সে যখন বুঝবে নিজেই বুঝবে বড় হলে। না বললেও।


    প্রশ্নটা ছিলো : হাদিসে এত কনট্রাডিকশন কেন? প্রথমটায় বলা হচ্ছে এটা করো না। ঠিক এর পরের হাদিসে উল্টো কথা। যে কোনো হাদিসের বই পড়লেই দেখা যায়।

    বা নাস্তিকরা যখন কোরআনের কনট্রাডিকশন নিয়ে আসে।


    শেষ বয়সে। আমার কাছে কোনোটাই এখন আর কনট্রাডিকশন লাগে না। বরং ঐ কনট্রাডিকশনগুলো লাগে কোরআনের সত্যতার প্রমান।

    দুনিয়াটা রাফ। অনেক নিয়ম, অনেক ব্যতিক্রম। যে যখন বুঝবে বুঝবে। নয়তো ঐ বাচ্চার মতো -- না বুঝলেও দুটোই ঠিক বলে মেনে নিতে হবে।

    অন্ধ বিশ্বাস।

    22-Oct-2020 10:41 pm

    23-Oct-2020 7:00 am


    3rd and final US Pres. debate. Watch it live here on Youtube.

    Starts this minute. 7 am BD time.

    https://www.youtube.com/watch?v=nY2AXIx-GU4

    https://www.youtube.com/watch?v=nY2AXIx-GU4

    23-Oct-2020 7:00 am

    23-Oct-2020 8:14 am


    Watched the last debate. Minus the ending.

    Now lets watch the reaction and feedback.

    23-Oct-2020 8:14 am

    23-Oct-2020 10:01 am


    Who won today's debate :
    Biden : 50% vs Trump : 40%

    Compare it with the first one :
    Biden : 60% vs Trump : 30%

    Guess the mic off rule helped Trump more to restrain himself.

    10 days to go. Trump might still win. The "hidden vote banks" that don't show up in surveys.

    Me still betting on Biden to win.

    23-Oct-2020 10:01 am

    23-Oct-2020 1:42 pm


    Who won the debate?

    Polls tallied. Trump won hands down.

    23-Oct-2020 1:42 pm

    23-Oct-2020 2:36 pm


    Swing states to watch.

    Florida : Biden +3 percent
    Arizona : Biden +3
    North Carolina : Biden +3
    Pennsylvania : Biden +5
    Wisconsin : Biden +5
    Ohio : Tie
    Iowa : Biden +3
    Georgia : Biden +3
    Michigan : Biden +8

    Keeping this list for election day InshaAllah. The percent points are from Fox news. No Dem leaning liberal propaganda here.

    Published yesterday. Post debate swing remains to be seen.
    Keep watching.
    .
    https://www.foxnews.com/politics/9-states-to-determine-presidential-election

    23-Oct-2020 2:36 pm

    23-Oct-2020 9:15 pm


    Indication : Trump signed Sudan off black list of ter****sm. Implying Sudan might have already paid that half a billion fine.

    Now why was the poor African country of Sudan in the black list in the first place?

    Because OBL was residing in Sudan when he attacked two US Emba***es in 1998. It isn't needed that Sudan gov had to do anything with it. Just that it was hosting OBL out of sympathy. That's all. Leading to payment of half a billion 20 years later.

    The same goes for Talib**s. They didn't a**ack US. Just that they were hosting OBL out of sympathy. That lead to fall of their kingdom 20 years back.
    Your *friend* won't be beside you in your war. Don't let him start a war you don't want. As you will be responsible for your friends deeds. So watch who you empathize with. Who you befriend.

    Lesson for us on FB too : watch who you befriend. Take lesson from all of these. I had been watching this same history repeating over and over and over all my life.

      Comments:
    • এখন আর বাক্যে বানানে কোনো ভুল নেই। সবগুলো কারেক্ট করা হয়েছে।

    23-Oct-2020 9:15 pm

    23-Oct-2020 10:37 pm


    মনে করেছিলাম আমার এইসব "ওরিয়েন্টালিষ্ট" পোষ্ট দিয়ে নিশ্চই অনেক গুনাহ কামিয়ে ফেলেছি?

    এর পর তাকালাম দেখতে ইসলামি অঙ্গনে যারা আছে তারা কি নিয়ে আলোচনা করছে :

    "আল্লামা মামুনুল হক সাহেব ১৯৯৫ সালে ...."
    "অন্য আলেম মক্কায় মোবাইল চুরি করে ...."

    মাত্র আরম্ভ... আরো আছে। এবং এগুলো এমন যে জীবনে একবার পড়লেই আপনার চোখ সারা জীবনের জন্য পরিবর্তিত হয়ে যাবে। বারবার বলার দরকার নেই।

    বুঝলাম। আরো কিছু দিন ওরিন্টালিষ্ট পোষ্ট দিয়েই আমাকে থাকতে হবে।

    তবে গুনাহ অন্য পথটার থেকে কম।

    23-Oct-2020 10:37 pm

    24-Oct-2020 12:18 am


    কমেন্ট করলে সমস্যা।

    আপনার ভুল বুঝ নিয়ে আপনি চুপ থাকলে সমস্যা নেই।
    নিজের টাইলমাইনে লিখলেন আমার আপত্তির কিছু নেই।

    কিন্তু আপনি মূল পয়েন্টটা মিস করে আমার কমেন্টে এসে আমার স্টেটাসের বিকৃত ব্যখ্যা করা আরম্ভ করলেন -- আমার সমস্যা আছে।

    আমি কমেন্ট মুছি না।
    কমেন্টরদের ব্লক করে দেই।

    তাই কমেন্ট না করা ভালো। যদি না করে থাকতে পারেন।

    24-Oct-2020 12:18 am

    24-Oct-2020 2:05 am


    Interestingly Texas, the historically leading red state, is now a swing state. Some polls showing +1 lead for Biden.

    24-Oct-2020 2:05 am

    24-Oct-2020 11:34 am

    24-Oct-2020 1:21 pm


    "youtube-dl" -- has been served DMCA. Repo disabled by github.

    Waiting for a fork somewhere else.

    24-Oct-2020 1:21 pm

    24-Oct-2020 3:33 pm


    MMA.
    Khabib vs Justin fight today.

    Justin from USA.

    In Abu Dhabi.
    BD time 12 at night. 8 hours from now.
    ESPN pay per view ~$100.

    24-Oct-2020 3:33 pm

    24-Oct-2020 3:52 pm


    Northern Lights. Real time. Vibrating.

    video:/img/photos_and_videos/videos/122609171_786080152232443_2217531621414369378_n_10157809952813176.mp4

      Comments:
    • ^ as long as it wins the fight.

    24-Oct-2020 3:52 pm

    24-Oct-2020 4:32 pm


    Tomato. Seed to tree. Timelapse.

    All rules of Physics say the seeds should have rotten and broken over time to end up in nothing.

    "Life" breaks this very fundamental rule of Physics. It brings up "order" out of "disorder" unexpectedly and unexplained.

    "Sign for those that understand." - Quran.

    video:/img/photos_and_videos/videos/122498007_2143231595800408_917829989637404293_n_10157810005353176.mp4

    24-Oct-2020 4:32 pm

    24-Oct-2020 4:45 pm


    Bolivia. Search "Salar de Uyuni".

    The ground is white due to high salt concentration. And after any rainfall, it turns into a mirror, reflecting the sky.

    video:/img/photos_and_videos/videos/122607068_653961505512553_8902490240257166144_n_10157810017763176.mp4

      Comments:
    • ^ you can't from BD.

    24-Oct-2020 4:45 pm

    24-Oct-2020 6:07 pm


    Video : Trump talking with Netanyahu over phone, in front of CNN and others.

    Trump: “Do you think Sleepy Joe could have made this deal, Bibi, Sleepy Joe?”

    Netanyahu: "Uh ... well ... Mr. President, one thing I can tell you is we appreciate the help for peace from anyone in America."

    Diplomacy translated : Israel expecting Trump of lose this election. 😂 😂 😂

      Comments:
    • ^ Odds : Khabib -400. Justin +300. Implying people expecting with 80% possibility that Khabib will win.
    • ^ Right. But then they can track only one observer.

    24-Oct-2020 6:07 pm

    25-Oct-2020 12:02 am


    প্রমিথিউথের বিপ্লব।
    আমাদের কালের জনপ্রীয় ব্যন্ডের লিড ভোকালিষ্ট।

    খবর : উনি এখন ট্যক্সি চালান আমেরিকায়।

    এখন আমেরিকায় ট্যক্সি চালানো আমার কাছে খারাপ কিছু না। চাকরির থেকে বেশি বেতন।

    কিন্তু খবরটা পড়ে দেখলাম উনি এখন আল্লাহর কথা, আল্লাহর উপর নির্ভরশিলতার কথা কত বেশি বলছেন। যখন আমাদের বর্তমান কালের মিডিয়ার প্রায় ব্যক্তিত্বই প্রায় নাস্তিক।

    আরেকটা উপলব্ধির বিষয় হলো তারকার পতন। বয়স শেষে সব তারকাই আমাদের কাতারে নেমে আসে। আগে যাদেকে আলো আধারির মাঝে ছাড়া দেখাই যেতো না। শেষে এখন দেখছি আমাদর মতো কত সাধারন কাতারের লোক তারা।

    কিন্তু এখনো হাশরে আমরা যাই নি। হাশরের জন্য তৈরি হচ্ছি। তাতেই।

    25-Oct-2020 12:02 am

    25-Oct-2020 1:43 am


    Trump dancing to Y.M.C.A.

    Sorry for the music. But not saving it will be like doing injustice to history.

    YMCA was so much a 80s thing :V

    video:/img/photos_and_videos/videos/122586653_345295570032982_6015647978503672543_n_10157810963578176.mp4

    25-Oct-2020 1:43 am

    25-Oct-2020 3:18 am


    Khabib vs Justin.
    Khabib won on 2nd round. 29-0.

    Watched it now. Not live. Justin didn't have a chance. Khabib was teasing him for the first 3-4 minutes and Justin being too tense quickly lost his energy even before the fight started. By the end of 1st round he was simply running around to escape from Khabib.

    Yet Khabib managed to grab Justin's legs Khabib's famous styled. But time was up for 1st round soon after that.

    2nd round. Basically Khabib beating and kicking Justin on chances. Justin's famous kicks weren't anywhere to be seen, if that legend was indeed real. And a 2nd grab on the legs in round 2 and game was over.

    Khabib didn't even bleed. Justin was bleeding since 1st round.

    Congratulations.

    By the end of it Khabib broke down in tears inside the ring. Maybe he was missing his father who died in Covid.

    Great work.

    25-Oct-2020 3:18 am

    25-Oct-2020 3:53 am


    Watching...

    25-Oct-2020 3:53 am

    25-Oct-2020 3:37 pm


    YMCA was active in Dhaka, BD in the 80s. Regular newspaper ads. And at that time if someone needed a language training in Dhaka he had two options and one of them was YMCA.

    Memories. Interesting note that Trump campaign has turned it into its unofficial theme music this year.

    I had been watching this tune on TV since the 70s as filler music between programs. Catchy tune but didn't know what that meant.

    Knew later.

    Reiterating history. Not endorsing anything.

    25-Oct-2020 3:37 pm

    25-Oct-2020 6:32 pm


    মানুষের কুফরি ফতোয়া দেখে ঘাবড়াবেন না।

    প্রথম কথা হলো : আপনি কাফের হয়ে যেতে থাকলে নিজেই বুঝতে পারবেন আপনার অন্তরে। ফেসবুকে দেখবেন অনেকে বলছে "আমি ঈমান হারিয়ে ফেলছি প্রায়, কি করবো?" সে বুঝতে পারে তার অন্তরে।

    এর বাইরে অন্য কেউ যখন ফতোয়া দিয়ে কাউকে কাফের বলে তখন একেবারে ১০০% ক্ষেত্রে সেটা ভুল। ১০০%। এগুলো করা হয় এক আলেম আরেক আলেমকে আক্রমন করতে বা এক দল অন্য দলকে।

    খেয়াল রাখবেন : রাজিব হায়দার, আসাদ নূর, বা আমাদের হাফেজ মাওলানা মুফতি __ কে কেউ কাফের ফতোয়া দেয় নি। এগুলো মানুষ এমনি বুঝতে পারে।

    //
    কিন্তু নিজের অন্তরের কুফরের জন্য নিজে ভয় করি। বা কুফরি মৃত্যুর ভয়। এর সাথে আমার উপর অন্যের দেয়া কুফরি ফতোয়ার সম্পর্ক নেই।

    //
    আর এই সব কুফরি ফতোয়া যারা দেয় তাদের থেকে দূরে থাকেন। কাছে থাকলে তারা কুফরি ফতোয়া দেবে। কষ্ট পাবেন। তার বিরোধিতা করে তার সাথে তর্ক করলে আপনার মনে হতে থাকবে "বরং আমি সাচ্চা মু'মিন" -- আপনার ধ্বংশ। আর তার কথা গ্রহন করলে আপনি নিজেও তার পথ ধরলেন -- আপনার ধ্বংশ।

    তাই একা থাকি। বন্ধু করলে সজ্জনদের। নয়তো একা।

    25-Oct-2020 6:32 pm

    25-Oct-2020 7:22 pm


    সব গুনাহ কুফর না :

    আমাদের হানাফি মাজহাবে গুনাহের অনকে স্কেইল আছে : সগিরা, কবিরা, মাকরুহ তানযিহি, মাকরুহ তাহরিমি, হারাম এরকম।

    অন্যাদের এরকম না।

    //
    যেমন কারো মতে : সগিরা গুনাহ বলে কিছু নেই। সব গুনাহই কবিরা। ৫ বছর আগে ফেসবুকে তারা ডমিনেন্ট ছিলো। কমেন্টে এসে বলতো "একটা সগিরা গুনাহর উদাহরন দেন তো?" সবাই ভয়ে চুপ। তারা বলতো "কোনো গুনাহ সগিরা না।" "মানুষ মনে করবে গুনাহ তার নাকের উপর মাছির মতো ..."

    //
    অন্য কেউ "মাকরুহ" টার্মটা ব্যবহার করে না। তারা বলে হয় "এটা হারাম" নয়তো "হারাম না"। তাই আমরা যেগুলো মাকরুহর ক্লাসিফিকেশনে ফেলি সেগুলোর অধিকাংশই তারা হারাম হিসাবে দেখে।

    কেউ হজ্জ থেকে ফিরে এসে যদি আপনার কাছে গল্প করে "সেখানে তারা সবকিছু হারাম হারাম করে" তবে কারনটা এখানে জানবেন।

    //
    তৃতীয় একটা গ্রুপ হারাম শব্দটাও ব্যবহার করে না। তারা দেখে কোনো জিনিস হয় "কুফর" নয়তো "কুফর না"। ফেসবুকে তাদের লিখা বিশাল আর্টিক্যল পড়লেও হারাম কথাটা পাবেন না। দেখবেন সবকিছুকেই তারা বলছে "এই এই করলে কুফর হবে"। নয়তো "কুফর না"।

    এবং তাদের রিজনিং এরকম : যে প্রকাশ্যে <এই> গুনাহ করলো সে যেন কোরআনের হুকুমকে অস্বিকার করলো এবং কোরআনের একটা আয়াতকে অস্বিকার করলে সে কাফের। লিটারেলি না বললেও কথায় দেখতে পারবেন।

    //
    সবগুলো দল ঠিক আছে। বা ভুল থাকলে সেটা বের করার দায়িত্ব আমার না।

    কিন্তু এগুলো শুনে বিচলিত না হই।

    বরং অনুসরনের সময় কেবল হানাফি-দেওবন্দি মত খুজে জেনে সেটা অনুসরন করে নিরাপদ থাকার চেষ্টা করি।

    25-Oct-2020 7:22 pm

    26-Oct-2020 4:25 am


    The Economist predicts 93% possibility of Biden winning the election.

    https://projects.economist.com/us-2020-forecast/president

    Biden +3% in Texas. Reports Dallas News.

    https://www.dallasnews.com/news/politics/2020/10/25/biden-rebounds-to-edge-over-trump-in-texas-as-hegar-slightly-narrows-cornyns-lead-in-senate-race/

    I would be really surprised if Trump wins the upcoming election.
    Keep watching.

    26-Oct-2020 4:25 am

    26-Oct-2020 6:04 am


    Macron in hot water -- after Arabs start to boycott French products emptying shelves.

    Note that BD doesn't use much of any French product. But France has a very large market in the Middle East exporting many of their popular consumers goods.

    26-Oct-2020 6:04 am

    26-Oct-2020 6:32 am


    SF, CA : 15% of all office space is now vacant and up for rent.
    .
    http://socketsite.com/archives/2020/10/nearly-12-million-square-feet-of-vacant-office-space-in-s-f.html
    .
    TX : Curfew reinstated in hardest hit city from 10pm to 5am as 100% ICU capacity fills up.
    .
    https://kfoxtv.com/news/coronavirus/el-paso-officials-to-address-surging-covid-19-cases

    26-Oct-2020 6:32 am

    26-Oct-2020 7:00 am


    TIL : All the mass of blackhole reside in a dimensionless point. It's not that the atoms are sticking in there with each other. Rather all the mass like 6 million suns reside in a single point smaller than a Planck distance.

    And Planck length is the smallest distance a thing can move in. Sized at 10e-36 meters.

    So when two blackholes merge, it's two such points merging. And the energy given up in the process radiates as gravitational energy. Which currently we know as "Gravitational wave".

      Comments:
    • no. proven and nobel awarded. blackholes are currently in the front line of new discoveries in this era.

    26-Oct-2020 7:00 am

    26-Oct-2020 7:41 am


    Here's scale towards subatomic levels. Every level is a millionth 10e-6 in size than the one above.

    0. Visible distance. 1 meter.
    1. Cells.
    2. Atoms.
    3. Quarks.
    4. Neutrinos.
    5. ?
    6. Strings, Planck. 10e-36 meters.

    26-Oct-2020 7:41 am

    26-Oct-2020 2:56 pm


    কুফর :

    ধরেন আমি বললাম : "এত সালে মাহদি আসবে।" বা "শনিবার চাদ দেখা যাবে না।"

    স্বাভাবিক কথা? আমাদের হানাফি-দেওবন্দি সাইডে মাহদির কথাটা সর্বোচ্চ "অপছন্দনীয়"। "তারিখ ঠিক করে বলা উচিৎ না"। চাদের কথার ব্যপারে কোনো নিষেধ নেই।

    এখন "উচিৎ না" থেকে বেশি খারাপ হলো যেটা মাকরুহ।
    মাকরুহ থেকে খারাপ হারাম।
    হারাম থেকেও খারাপ কাজগুলো কুফর।

    এবং একটা আইডলজিতে উপরের দুইটা বাক্য বলা "কুফর" কারন "সে ইলমে গায়েবের দাবি করছে" "এবং ইলমে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না।"

    আমি হানাফি-দেওবন্দি মত অনুসরন করি। তাই আমার কাছে তার মতের কোনো দাম নেই।

    কিন্তু এটা তার কথাকে বন্ধ করার জন্য যথেষ্ট না। কারন সে "হকের দাওয়াত" দিচ্ছে।

    এথেকে পরিত্রানের উপায় কি?

    তার জন্য ওয়াজিব তার "হক" কে প্রচার করা। এবং তার হক যদি আমি গ্রহন না করি তবে "আমি সত্যকে অস্বিকারকারী

    26-Oct-2020 2:56 pm

    26-Oct-2020 6:37 pm


    Someone left a pumped water fountain in the wild. Animals drinking from it over time.

    Planning to build one on our roof top. You will need 12V DC pump and an overflow protector valve. Mostly birds drink from these places.

    video:/img/photos_and_videos/videos/52382885_742888079585461_654679026453109079_n_10157814532258176.mp4

      Comments:
    • No idea. But there's video on youtube that says Samsung washing machine's rotators aren't steel cast, which is why they break.

      Search youtube for details. No idea if that has been fixed now or if those were pretty old problem.

    26-Oct-2020 6:37 pm

    26-Oct-2020 9:24 pm


    My biography and pic :V

    26-Oct-2020 9:24 pm

    27-Oct-2020 6:42 am


    This image isn't two images joined together, as you might feel from first sight.

    It's a single pic. Look closer at the merged area.

    Pic of a cemetery.

    27-Oct-2020 6:42 am

    27-Oct-2020 6:59 am


    Dinosaurs had feathers, everyone of them. They were basically very large Emu, Ostrich, Chicken or Bird, call it whatever.

    We know it since 2000 when feathers where discovered in a Dinosaur's nest, plus analysis and assumptions preceding the discovery. We were waiting for it.

    27-Oct-2020 6:59 am

    27-Oct-2020 7:03 am


    Humans can now observe things previously unimaginable.

    27-Oct-2020 7:03 am

    27-Oct-2020 7:26 am


    High resolution closeup image of the moon with balanced lighting.

      Comments:
    • these are all free pic from the net.
    • typo. corrected. read again.

    27-Oct-2020 7:26 am

    27-Oct-2020 9:00 am


    গত ২০ বছরে মুসলিমরা মার খেয়েছে, পরাজিত হয়ে আছে -- কিন্তু সংখ্যায় বেড়েছে। ইসলামের উপর তাদের মজবুতিও বেড়েছে।

    সেটা না হয়ে যদি তারা বিজয়ী থাকতো তবে গত ২০ বছরে অন্তর্দন্ধে সব ছিন্ন ভিন্ন হয়ে যেতো।

    মন্দ দেখলে এর পরও নিজেকে স্বান্তনা দেই আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ভালোটা বেশি দিন সহ্য করার সামর্থ সবার নেই।

    27-Oct-2020 9:00 am

    27-Oct-2020 2:01 pm


    "মানসিক দৈনতা"
    "পরাধিনতা মানসিকতা"
    "দাস মনোবৃত্তি"

    এগুলো আমার মনে কোনো প্রতিক্রিয়া তৈরি করে না।

    দাস হলো সে যে নিজে "কৃতদাস" ইসলামের দাসপ্রথায়। এর বাইরে বর্তমান যুগে যারা জেলখানায় বন্ধি তারাও দাসত্বের জীবন যাপন করছে।

    বাকি আমার সবাই স্বাধিন। সবসময় ছিলাম। সব যুগে ছিলাম।

    কিন্তু মানুষদেরকে পরাধিনতা বুঝাতে না পারলে তাদেরকে আন্দোলনমুখি করা যায় না।

    তাই তাকে বলা যে তোমার "মনটা" পরাধিন। শারিরিক ভাবে না হলেও।

    শান্ত থাকি। অশান্ত হবার সময় এখনো না।

    27-Oct-2020 2:01 pm

    27-Oct-2020 5:02 pm


    মধু কিনতে হবে।

    এবং ১০০% খাটি মধুতে দেশ ভরা, যেটা একবার খেলেই বুঝতে পারবো। "কেমন? অনেক ভালো না?" আমাকেও ভালো বলতে হবে কারন সে যেহেতু পজিটিভ। এবং being positive যেহেতু contagious সে কারনে।

    এখন এই সব মার্কেটিং কথা এড়িয়ে আমি সব সময় কিনি বিদেশি মধু। Blame "colonial mindset".

    এলাকার সবগুলো দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম "ইন্ডিয়ান ছাড়া বিদেশি মধু আছে?" না নেই। সব ইন্ডিয়ান বা বাংলাদেশি।

    আগে হলে যেতে হতো বড় মার্কেটে। মনে করলাম দেখি Daraz এ। প্রথম ৪-৫ পৃষ্ঠা কেবল দেশি মধুর এড। কনভিনসিং টোনে উপরে যেরকম লিখেছি।

    বুঝলাম ব্রান্ড নাম দিয়ে সার্চ না দিলে হবে না। পুরানো কৌটা থেকে নাম বের করলাম AL-SHIFA. দারাজ মেইলে আছে ৮০০ টাকা।

    Sort order "cheapest first" দিলাম। ৭০০ টাকায় কয়েকটটা দোকান সেল করছে।

    প্লেইসড।

    এখন এটা সৌদি ব্রান্ড আমি জানি। কিন্তু সৌদিরা খাবার দাবার সব ফ্রান্স থেকে আমদানি করে।

    হুম। চিন্তা।

      Comments:
    • average
    • নিশ্চিৎ না।
    • নিশ্চিৎ না।
    • পোষ্টে করেছি তো?
    • না।
    • Right.

    27-Oct-2020 5:02 pm

    27-Oct-2020 9:00 pm


    Starlink satellite internet's public beta started. $600 for equipment. And monthly charge $100. Speed 50mbps.

    Equivalent to monthly 10k BDT here. Next lets wait for the review.
    .
    https://arstechnica.com/information-technology/2020/10/spacex-starlink-public-beta-begins-its-99-a-month-plus-500-up-front/
    .

    27-Oct-2020 9:00 pm

    27-Oct-2020 9:17 pm


    Proof that grownups don't know it better than you.

    // be patient in the first 10 secs.

    video:/img/photos_and_videos/videos/123058631_640316476656104_5862606069517781483_n_10157816984458176.mp4

      Comments:
    • or internet from our home village. the only reason why I keep on staying here instead of moving there.

    27-Oct-2020 9:17 pm

    28-Oct-2020 12:07 am


    আজকের প্রতিবাদ সমাবেশের একমাত্র ছবি যেটা শেয়ার করার মতো।
    Keep watching.

    28-Oct-2020 12:07 am

    28-Oct-2020 12:30 am


    হানাফি-দেওবন্দি ধারায় মাসলা-আকিদা-ফতোয়া পরিবর্তিত হয় না -- তা না। বরং পরিবর্তিত হয়।

    বিশেষ করে নতুন জেনারেশন যারা বেরুচ্ছে উস্তাদদের থেকে নিজেদের ইলাম আর বুঝের ভেরিফিকেশন ছাড়া।

    তারা নিজেরা নিজেদের বুঝের উপর চলবে এটা স্বাভাবিক। এবং স্রোতের বিপরিত মত আনবে যেখানে তারা মনে করবে কিছু "করা হচ্ছে না" বা "সঠিক না" এরকম।

    দেখার অপেক্ষায় পরিবর্তনগুলো আসার। বা কি রকম হয়? সেই পরিবর্তনের উপর নবিন-প্রবিন সংঘর্ষ লাগে কিনা? বা শিক্ষা স্ট্রেটেজির উপর বিভক্তি আসে কিনা।

    এখনো অফলাইন আলেম মানে যারা ফেসবুকে সময় দেয় না তাদের থেকে পুরানো কথাই শুনছি। যেগুলো ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত শুনে এসেছি।

    অনলাইনে নতুন দিকে যাচ্ছে। কিন্তু একজন দুই জনের কথা তো আর কনফার্ম না। কনফার্ম হলো যখন লিখিত ফতোয়া দেয়া হয় সিল সই সহ। তখন বুঝা যায় "অবস্থান বদলিয়েছে"।

    দেখছি। অপেক্ষায় আছি।

    28-Oct-2020 12:30 am

    28-Oct-2020 12:49 am


    France considering total lockdown as curfew isn't containing the spread. Macron to address nation tomorrow.

    Netherlands the only country in Europe that didn't lockdown in 1st wave and rather opted to go herd immunity route, now considering complete lockdown.

    28-Oct-2020 12:49 am

    28-Oct-2020 12:55 am


    F-35's VTOL = vertical take off and landing. One of the three models can do it, not all.

    video:/img/photos_and_videos/videos/122620180_2985988361635314_3760761301080246248_n_10157817399503176.mp4

    28-Oct-2020 12:55 am

    28-Oct-2020 1:30 am


    Harrier Jump Jet. The VTOL from our time. UK built it. Then decommissioned it in favor of F-35. So no longer in production. And vertical take off wasn't as much needed as they thought would be.

    "True Lies" featured it as their main attraction. The 90s.

    video:/img/photos_and_videos/videos/122609634_1082206138883120_8604940854004670342_n_10157817479403176.mp4

    28-Oct-2020 1:30 am

    28-Oct-2020 2:10 am


    NBC moves Texas to "toss-up".

    But ignoring those wishful polls, the real battleground state to look is Pennsylvania 20 votes. Whoever wins it wins the election.

    28-Oct-2020 2:10 am

    28-Oct-2020 12:58 pm


    News : "Study finds over 80 percent of CO.VID patients have vitamin D deficiency."

    Take Vitamin D cap.

    And yes, you need Calcium with D. Otherwise your bone will supply the extra calcium leading to bone loss. There's CalboD tablet for it, which mixes these two things up.

    For details ask your doctor paying him x,xxx/= to say the same things that we can search a little on the net and find ourselves :V
    .
    https://www.endocrine.org/news-and-advocacy/news-room/2020/study-finds-over-80-percent-of-covid19-patients-have-vitamin-d-deficiency
    .

    28-Oct-2020 12:58 pm

    28-Oct-2020 1:56 pm


    Riots in LA, NYC, Philadelphia.

    Looks like people are enjoying riots. The LA one I guess is for some sports win/loss.

    2020. People love to return to chaos every 50 years. The theory said.

    28-Oct-2020 1:56 pm

    28-Oct-2020 2:57 pm


    অফলাইন থেকে কিনেছি ৬৫০/= টাকায়। আর অনলাইনে খাসফুডের আধাকেজি মধুর দাম ৬০০/=। যে কারনে বিদেশি কিনি সবসময়। দাম প্রায় সমান। কিন্তু কোয়লিটি নিয়ে চিন্তা করতে হয় না যদি দেশের তৈরি নকল গুলোতে বিদেশি স্টিকার না লাগায়।

    28-Oct-2020 2:57 pm

    28-Oct-2020 3:59 pm


    স্কুল ছুটি অক্টোবর শেষ পর্যন্ত ছিলো।
    অক্টোবর প্রায় শেষ।

    এক্সটেনশন। জানুয়ারির ১ তারিখ পর্যন্ত টানবে? নাকি "শুধু নভেম্বর" এর পর আরেকবার এক্সটেনশন করে "ডিসেম্বরও বন্ধ"।

    ডিসেম্বরে স্কুল খুলে ‌‌লাভ নেই বুঝা যাচ্ছে। অন্য সময়ে নভেম্বরেই ফাইনাল শেষ হয়ে ডিসেম্বরে স্কুল বন্ধ থাকে।

    দেখতে থাকি।

      Comments:
    • নিশ্চিৎ না।
    • গুলশান ১ ডিএনসিসি মার্কেট।

    28-Oct-2020 3:59 pm

    28-Oct-2020 4:49 pm


    নজিরহাট। পরিনতি।

    শফি সাহেবের ঘাটি ছিলো এটা। সম্ভবতঃ উনার প্রতিষ্ঠিত বা কাছাকাছি কিছু।

    দেখতে থাকি।

    এই পোষ্টের একটা এটাচমেন্ট ছিলো যেটা এখানে নেই
      Comments:
    • জানা নেই। Leap of faith.
    • ৭২ এ এরকম হয়েছিলো সম্ভবতঃ।
    • দুটোই।

    28-Oct-2020 4:49 pm

    28-Oct-2020 6:27 pm


    মতিউর রহমান মাদানি সাহেবের একটা লেকচার এখন আলোচনার কেন্দ্র বিন্দু। কিন্তু আমার ধারনা এই লেকচার উনি এখন দেন নি। কয়েক বছর আগের পুরানো লেকচার নতুন করে সার্কুলেট করা হচ্ছে।

    এখন "আমরা মতিউর রহমানের ভক্ত" পেইজ গুলো একে এক্সট্রিমে নিয়ে যাচ্ছে। "নাজায়েজ" "হারাম" "আগে ঈমান ঠিক করো" ফতোয়া দিয়ে।

    অন্য দিকে বিপরিত পক্ষ এটা বর্তমান প্রক্ষাপটে বিচার করে কড়া রিএক্ট করছে।

    উনি রিসেন্ট এর উপর যদি কিছু বলেন তবে ফরওয়ার্ড করতে ভুলবেন না।

    অন্যগুলো জানতে অসুবিধা নেই। যদিও শেষে অনুসরন করি নিজেরটাই।

    28-Oct-2020 6:27 pm

    28-Oct-2020 8:57 pm


    সরকারি জুলুমের খবর দেখলে আপসেট হয়ে যাই।

    কিন্তু, ঠান্ডা থাকি।

    যা কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছায় হচ্ছে।
    কোনো কারনে হচ্ছে।

    হয় বাংগালির প্রাপ্য ছিলো।
    আর সমাজের মন্দদের কারনে আল্লাহ তায়ালা আযাব পাঠালে
    সমাজের ভালো আর মন্দ দুধরনের মানুষের উপরই পাঠাবেন --
    রাসুলুল্লাহ ﷺ স্পষ্টতঃই কথাটা বলে গিয়েছেন।

    মন্দটাকে মন্দ জেনে অন্তর থেকে আমি অপছন্দ করি।
    তবে আমি সেই জুলুমের গুনাহর ভাগ থেকে মুক্ত।
    আল্লাহ না করুন না বুঝে পছন্দ করলাম
    তো সরকারের জুলুমের গুনাহর ভাগিদার আমিও হলাম।

    আমাদের প্রাপ্য ছিলো
    আল্লাহ জুলুম পাঠাচ্ছেন।
    বুঝি।
    শান্ত থাকি।
    নিজের জন্য ইস্তেগফার করি।

    মৃত্যুর পরে কোনো জুলুম নেই।

      Comments:
    • না। গিয়ে কিনে আনতে হয়। অফলাইন।

    28-Oct-2020 8:57 pm

    28-Oct-2020 9:48 pm


    তাকি উথমানি সাহেবের উপর আক্রমন নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। ইংরেজিতে এখানে। গুলি চলা কালে সবগুলো গুলি পাশ দিয়ে গিয়ে গাড়ির সিটে লাগে। একটা গুলি উনার পায়ে নিশ্চিৎ ভেদ করার কথা। কিন্তু ঐ গুলিটা কোথাও খুজে পাওয়া যায় না। উনার পরিবারের সবাই বেচে যায়, সন্তান স্ত্রী যারা ছিলো গাড়িতে। উনি গুলি চলা কালে সবাইকে জিজ্ঞাসা করেছিলেন "তোমরা কি সকালে দোয়ায়ে আনাস পড়েছো?" সবাই বলেছিলো "হ্যা"।
    .
    https://www.facebook.com/habib.dhaka/posts/10157784386938176
    .
    এখন এর শিক্ষা :


    প্রথম কথা হলো সাক্ষাৎকারে উনি বলেছেন "আমি দোয়া পড়ি না। দোয়া করি"

    ব্যসিক্যালি অর্থ না বুঝে বাংলায় উচ্চারন লিখে দোয়া পড়লে কাজ করবে বলে আমি মনে করি না। উনার ড্রাইভারও বলেছেন "আমি পড়েছি"। কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলো। যদিও মারা যান নি।

    তাই অর্থ জেনে আল্লাহর কাছে চাওয়ার মতো করে পড়তে হবে।
    মন্ত্র পড়ার মতো না।


    দ্বিতীয়তঃ দোয়ার হাদিসটা অন্যদের মতে জাল। হানাফিদের মতে জয়িফ।
    কিন্তু

  • ঐ জাল/জয়িফ হাদিসের উপর উনি আমল করেন।
  • পরিবারের সবাইকে বলেছেন আমল করতে।
  • গুলি চলা কালে সবাইকে জিজ্ঞাসা করেছেন "তোমরা সকালে পড়েছিলে?"

    এবং

  • তার বরকতে আল্লাহ তায়ালা উনাকে রক্ষা করেছেন।

    শিক্ষা নেই। আর কার থেকে আমি "উপদেশ" নেবো সেটা ফিল্টার করি। কেউ জোর করে আমাকে তার "হক পথে" চালানোর চেষ্টা করলে রেজিষ্ট করি। নিজের ভালো নিজে বুঝি।

    শিক্ষাগুলো প্রসস্ত। এই এক ঘটনা। বা এক হাদিস। বা এক দোয়ার থেকেও অনেক বেশি। সারা জীবনের শিক্ষা।

    আল্লাহ তায়ালা আমাদের হকের উপর রাখুন।

    28-Oct-2020 9:48 pm

  • 28-Oct-2020 11:10 pm


    সত্য বুঝার পরে ভিন্ন মতাবলম্বিদের থেকে নিজেকে গুটিয়ে নেই।

    তারা আপনাকে তর্কে নামাতে চাবে।

    তাদের ১০০টা কথার জবাব দিতে গিয়ে
    আপনি একটা কথা ভুল বললে
    আপনার সারা জীবনের আফসোস।

    ঠিক বললেও আপনার সময় নষ্ট।

    নিজের সমমনাদের মাঝে থাকি।
    এর পর এর উপর সন্তুষ্ট থাকি।

    বাকিরা ভুল না।
    কিন্তু তাদের সাথে বেশি কথা বললে আমি পথভ্রষ্ট হবো।

    এটা নেক আমলের জন্য।
    দুনিয়ার জন্য সবার সাথেই মিশতে হবে।

      Comments:
    • তারা ওয়ালমার্টের চাকরি করতো কিনা সেটা প্রথম প্রশ্ন।
    • ভালো লাগলো দেখে যে কমপক্ষে একজন মূল পার্থক্যটা বুঝতে পারলো। দেশি আর বিদেশির।

    28-Oct-2020 11:10 pm

    29-Oct-2020 12:38 am


    বাংলাদেশি সব পেইজ আনসাবসক্রাইব করে আমি সারসক্রাইব করে আছি আরবি বহু পেইজ।

    এবং আমার নিউজ ফিড ভরে গিয়েছে আজকে বাংলাদেশের প্রতিবাদের কভারেজ-নিউজে। সবগুলো আরবদের মিডিয়া-ব্লগে।

    যেমন একটা এখানে।
    .
    https://www.youtube.com/watch?v=gYbo9V4avUQ
    .

    29-Oct-2020 12:38 am

    29-Oct-2020 1:39 am


    France and Germany goes lockdown for 1 month.

    Plus travel ban in France.

    Schools will remain open in both the countries in lockdown.

      Comments:
    • ^ More because this is MSA = Modern Standard Arabic, and not Egyptian Arabic, which I still can't understand a word of.

    29-Oct-2020 1:39 am

    29-Oct-2020 2:49 pm


    #বই : নন-ফিকশন

    প্রথমে এই বইটা পড়ে নামাজের সময়সূচি হিসাবের নিয়ম বের করেছিলাম। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বই। এটা পড়ার আগে নামাজের সময় নিজে হিসাব করতে পারতাম না। যদিও আগ্রহ ছিলো।

    ব্যসিক ফরমুলাগুলো এখান থেকে বুঝে নিতে হয়। মূল ফরমুলা Spherical trigonometry এর cosine রুল। বাকি সব general trigonometry. এখন উইকিপিডিয়াতে আছে ফরমুলাগুলো। এগুলো যদি কেউ জানতে চান।

    29-Oct-2020 2:49 pm

    29-Oct-2020 3:04 pm


    #বই : নন ফিকশন

    ওয়েবসাইটে ব্যবহার করি এই বইয়ের ফরমুলা নামাজ চাদের অবস্থান এগুলো হিসাবের জন্য। বইয়ের একটা কপি আমার কাছে আছে।

    এটা অনেকটা নাম্বর ক্রানচার। ফরমুলাগুলো "কেন" হলো সেটা এখানে পাবেন না। সেটা বুঝতে হলে আগের বইটা পড়তে হবে। আর প্রেকটিক্যলি একুরেট রেজাল্ট পাবার জন্য এই বই।

    সহজ করে বললাম।

    কেউ যদি বলে : "ফরমুলা কোথা থেকে পেলেন? আমাকে রেফারেন্স বা লিংক দেন? বা শিখিয়ে দেন।" তবে এই বইগুলো পড়তে বলবো।

      Comments:
    • যে আগে এই ট্যাগটা ব্যবহার করেছে কেবল তার আসে।

    29-Oct-2020 3:04 pm

    29-Oct-2020 3:45 pm


    বিদেশি মধু যদি নকল হয়, তবে আমি দেশিগুলো কিনবো না। অন্য বিদেশি খুজবো। নিচে কারন :


    ধরেন খাস ফুড কিনলাম। এর পর পছন্দ হলো না। এখন আমি অনলাইনে বলতেও পারবো না "ভালো না"। এত ভক্ত আর এর পক্ষে এত লোক যে তারা ছেকে ধরবে। হয়তো মালিকও ফোন করবে "আপনি কোথা থেকে কিনেছেন? দেন তো। আমরা আবার চেক করে দেখি।"

    এটা বন্ধ হবে না যতক্ষনা পর্যন্ত না

    হয় আমি অনলাইনে বলছি "না আসলে ভালো, খারাপ বলেছিলাম অন্য কোনো কারনে যার জন্য খাস ফুড দায়ি না"

    বা সেটা না করলে খাস ফুড আমাকে "পাগল ছাগল আনরিলায়েবল কথার ঠিক নেই" প্রমান করে ছাড়বে। "আমরা উনাকে বলেছি আপনার সেম্পলটা পাঠান, উনি জবাব দেন নি। আমরা লোক পাঠিয়েছিলাম ঐ ঠিকানায় কাউকে পাওয়া যায় নি। আমরা কল দিয়েছিলাম উনাকে, এই যে কল রেকর্ড, শুনেন উনি কি টাইপের।"

    মানে কেরেক্টার এসাসিনেশন করে ব্রান্ড রিকভারি।

    এত ড্রামা থেকে বাচার জন্য হয় খেয়ে ভালো মন্দ যেটাই হোক আমাকে বলতে হবে ভালো।

    নয়তো বিদেশি ব্রান্ড খুজতে হবে যাদের রিভিউ ফেসবুকে কে কি দিলো সেটা তারা কেয়ারও করে না।

    এ কারনে আমি দ্বিতীয়টা করি।


    রেলিভেন্ট। অনলাইনে একজন সেলিব্রিতি আছেন প্যন্ট বিক্রি করেন। কিন্তু একুজেশন যে উনি পুরানো প্যন্ট রং করে নতুন বলে চালিয়ে বিক্রি করেন। আর রংটা এত কাচা যে প্রথমবার ধুলেই নতুন রং উঠে আগের অরিজিন্যাল রং চলে আসে।

    কিন্তু উনি এত মজার পোষ্ট দেন। আর এত বড় ফ্যান বেইস যে কেউ যদি এই কথা অনলাইনে বলে তবে ভক্তরা চিবিয়ে খেয়ে ফেলে। তাই এটা রটায় না। যারা ধরা খায় তারা চুপ থাকে। উনি ব্যবসা করে যান।


    Fanbase থেকে দূরে থাকেন।
    যার যত ফ্যান, তাকে তত সন্দেহ করবেন।
    মুখে বলার দরকার নেই। নিজেকে বাচিয়ে চলি।

      Comments:
    • সেলিব্রিতিদের আক্রমন করে পোষ্ট দেয়ার পরে আল্লাহ তায়ালা আমাকে সেলিব্রিতি বানিয়ে দিচ্ছেন। মানুষদের দোষ ধরলে সেই দোষ নিজের মাঝে চলে আসে যেহেতু। :V :V

      যাই হোক ১০ টা কমেন্ট ডিলিটেড। কাউকে ব্লকড না। বিলো দ্যা রাডার থাকি। উপরে উঠে লাভ নেই।

    • ১১ টা কমেন্ট ডিলিটেড।
    • ১৫ টা কমেন্ট ডিলিটেড। ৩ জন ব্লকড।
    • ২২ টা কমেন্ট ডিলিটেড ১০ জন ব্লকড।
    • ২৩ টা কমেন্ট ডিলিটেড। ১১ জন ব্লকড।
    • ২৪ ডিলিটেড। ১২ জন ব্লকড।
    • ২৫ ডিলিটেড। ১৩ ব্লকড।
    • +২ কমেন্ট ব্লকড।
    • +২ ডিলিটেড & ব্লকড।
    • +1 deleted, not blocked.
    • +3 deleted. not blocked.
    • +1 deleted & blocked.
    • +1 delete & blocked.
    • +1 delete & blocked.

    29-Oct-2020 3:45 pm

    29-Oct-2020 6:02 pm


    Guess it's over. :V

      Comments:
    • খাস ফুডের কেউ যদি আপত্তির কিছু পান পোষ্টে তবে বলেন। আমি নামটা সরিয়ে দেবো ইনশাল্লাহ।
    • ^ মানে আপনি বুঝেছে যে আমি খাস ফুড খেয়েছি এবং এটা খারাপ পেয়েছি। আপনি যা বুঝেছেন আমি কি ঠিক বুঝলাম?
    • যেহেতু আপনার প্রথম লাইন :
      //খাসফুড এর সাথে সবার যে খারাপ অভিজ্ঞতা তা কিন্তু না ভালোর % হয়তো বেশী।//
    • +1 delete and blocked.
    • ভুল বুঝেছেন। এবং ফান্ডামেন্টালি ভুল, যেটা আমি বলে আপনাকে শুদ্ধ করাতে পারবো না।

      এটা আপনার সেই প্রশ্নের উত্তর : কেন আপনার মতো যারা বুঝে সবাইকে ব্লক করে দেই উত্তর না দিয়ে।

    • Indeed. অল্প কিছু লোক যারা ঠিক মত বুঝে তাদের জন্য পোষ্ট। আম-জনতার জন্য না। যদিও গ্লোবাল শেয়ারে পোষ্ট দেই।
    • //আপনি ২ টা ব্রেন্ড কে নিয়ে পাবলিকলি মত প্রকাশ করছেন।//

      করিনি। আপনি বুঝেছেন : করেছি। এখানে পার্থক্য। আগেই বলেছি। আপনি রিপিট করছেন আপনার বুঝ। ব্লক করে দিলে সমস্যাটা চলে যাবে।

    • ^ "নাম ইউজ করা" আর "অভিযোগ করা" যে দুটো ভিন্ন জিনিস এট লিষ্ট বুঝতে পেরেছেন। ২০ মিনিট ব্যখ্যা করার পরে।

      কিন্তু এটা আমার সময়ের ভালো ব্যবহার না। যে কারনে ব্যখ্যা না করে ব্লক করি। সময় বাচে।

      জাজাকাল্লাহ।

    29-Oct-2020 6:02 pm

    29-Oct-2020 8:38 pm


    Reminder : কেউ যদি ভুল বুঝে, তবে ব্যখ্যা দ্বারা সেই ভুলটাকে ঠিক করতে পারবেন না।

    সে তার নিজের "বোধ" মতোই বুঝেছে। এটাই তার বুঝ।

    এই অবস্থায় ব্যখ্যায় গেলে সে আরো বেশি ভুল ধরবে। নিজের বিশ্বাসের উপর মজবুত হয়ে যাবে। "বলছিলাম না সে দোষি। নয়তো সে এত নিজেকে নির্দোষ প্রমান করার চেষ্টা করছে কেন?"

    বরং উচিৎ : যে উল্টো বুঝেছে তাকে তার ভুলের উপর ছেড়ে দেয়া।

    যেমন উদাহরন :

    শায়েখ ইয়াসির কাজির নামে একটা মেইল রটেছিলো কিছু দিন আগে যে উনি কোরআনের প্রিজারভেশনে বিশ্বাস করেন না। এর পর শায়েখ অনলাইনে এসে নিজের অবস্থান ব্যখ্যা করেন। পুরো ব্যখ্যায় যদি ১০০০ শব্দ থাকে তবে সবগুলো সমালোচকরা বাদ দেয়। উনাকে ধরে ২টা শব্দের উপর, "হ্যা বললাম না! এই যে উনি আরো বিশ্বাস করেন না!" আরো ১০ গুন প্রমান ১০ গুন আক্রমন।

    বরং উনার উচিৎ ছিলো চুপ থাকা। উনার ঘটনা থেকে আমরা শিক্ষা নেই।

    29-Oct-2020 8:38 pm

    29-Oct-2020 9:41 pm


    Expect big shit storm. And keep watching.

    Malaysia's Mahathir's tweet. Twitter banned it. I can't share the screenshot here, rather sharing news coverage of it.
    .
    https://www.wionews.com/world/twitter-labels-mahathirs-tweet-on-france-for-violating-rules-and-glorifying-violence-338821
    .

    29-Oct-2020 9:41 pm

    29-Oct-2020 10:18 pm


    খবর : "মুসলিম নারী ও পুরুষের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হয় মুসলিম আইন (শরীয়ত) অনুযায়ী। অপরদিকে বিয়ে অনুষ্ঠিত হওয়ার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স (রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯৭৪) আইন অনুযায়ী। এক্ষেত্রে বিয়ে রেজিস্ট্রেশন না করা অপরাধ হলেও মুসলিম আইন অনুযায়ী বিয়ে বৈধ থাকবে।"
    .
    https://mzamin.com/article.php?mzamin=248775
    .
    তাই বিয়ের অনুষ্ঠানে কাজিকে এনে গাদ্দা গাদ্দা টাকা খরচ করবেন না। সরকরি কাজিকে দিয়ে পড়াবেন না। বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ কাওস করবেন না। বিয়ে কোনো বুজুর্গ বা মসজিদের ইমামকে দিয়ে পড়ান। ৩০ দিনের মাঝে কাজি অফিসে দুই পক্ষ গিয়ে রেজিষ্ট্রেশন করে নিন।

    Quote : "নোটিশে আরো বলা হয়, বিয়ে এবং বিয়ে রেজিস্ট্রেশন দুটোই পৃথক বিষয়"

    বাড়িয়ে বললে,

    - বিয়ে পড়ানো।

  • বিয়ের রেজিষ্ট্রেশন।
  • বিয়ের অনুষ্ঠান।

    তিনটা ভিন্ন বিষয়। তিনটা আলাদা দিনে করেন।

      Comments:
    • ^ কথা যদি পরিষ্কার থাকে এর পরও ঝামেলা হয় তবে সে ক্ষেত্রে পরিবারে সমস্যা। রেজিষ্ট্রেশন করে ফেললেও সেই সমস্যা শেষ হয়ে যাবে না। সমস্যা নিয়েই সংসার করতে হবে। অসম্ভব না।

    29-Oct-2020 10:18 pm

  • 29-Oct-2020 11:18 pm


    Shit hitting the fan.
    Big news to shake up unless news-suppressed.
    Keep calm and watch.
    .
    http://www.ourislam24.com/2020/10/29/%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%86%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8/
    .

    29-Oct-2020 11:18 pm

    29-Oct-2020 11:34 pm


    Going to bed with a hope/worry of seeing some large turn of events in the next few days.

    I ain't joining any movement, no matter how well wished that is. The bitter taste after 5th may and its aftermath.

    But ain't opposing anyone. Never did. Regardless of whether I liked them or disliked.

    Brace.

    29-Oct-2020 11:34 pm

    30-Oct-2020 1:00 am


    Covid : no relief

    Fauci : no normalcy before "2022". Mark that, whole of next year will go like this.

    No vaccine this year, nothing approved. Phase 3 testing stalled for most.

    And Fauci : new vaccines won't even work as expected.

      Comments:
    • ^ Right. I took it as this whole decade will go like this. But can't say it. People like to hear hope.

    30-Oct-2020 1:00 am

    30-Oct-2020 6:32 am


    Michael Moor [ remember Fahrenheit 911? ] says Trump is actually winning the election. Excellent analysis if you chop off his political leanings.

    First 3 minutes of talk has the meat.

    This post had an attachment, which is now missing

    30-Oct-2020 6:32 am

    30-Oct-2020 7:25 am


    The burning news in BD has been suppressed. No coverage of it anywhere in mainstream papers after 12 hours.

    BUT, the emotional up swing. And today is Friday/Jumma.

    It would be an interesting watch, how the gov contains it.

    30-Oct-2020 7:25 am

    30-Oct-2020 7:28 am


    Early morning hours. And things have started. I haven't watched a procession on this road like a decade now.

    video:/img/photos_and_videos/videos/123056609_811837466244719_4517506450479677776_n_10157822735193176.mp4

    30-Oct-2020 7:28 am

    30-Oct-2020 11:56 am


    News : BD hospitalization has increased 20% in last 1 month.

    Not that we are somehow immune to 2nd wave.
    It's here. We are in it.

    30-Oct-2020 11:56 am

    30-Oct-2020 3:41 pm


    Knife sharpener. Purchased from Daraz. 330/=. You slide the knife between the slots and that should do it.

    30-Oct-2020 3:41 pm

    30-Oct-2020 3:44 pm


    Distance between two in today's Jumma. Almost normal. But not still quite the old way. A little gap.

      Comments:
    • আশা করছি কয়েক বছর যাবে ইনশাল্লাহ। টাংসটেনটার কোয়ালিটি কেমন তার উপর।

    30-Oct-2020 3:44 pm

    30-Oct-2020 6:45 pm


    7.1 earthquake in ocean between Greece and Turkey. Video shows building collapsing in Turkey. Happened 1 hour back.

    video:/img/photos_and_videos/videos/122774396_367381540983684_4379696087140735715_n_10157823622083176.mp4

    30-Oct-2020 6:45 pm

    30-Oct-2020 6:51 pm


    The net is swarmed by collapsing building footage from Turkey's earthquake.

    Ask forgiveness. And find safe shelter from everything bad.

    30-Oct-2020 6:51 pm

    30-Oct-2020 8:50 pm


    Leaf insects. Found in islands of south east Asia. Camouflage like leaves taking color. Here these have taken fall colors. Same species, but each with a different color.

    video:/img/photos_and_videos/videos/123315530_988723031634105_7065898493481992869_n_10157823792493176.mp4

      Comments:
    • https://www.facebook.com/habib.dhaka/posts/10157823622233176

    30-Oct-2020 8:50 pm

    30-Oct-2020 9:30 pm


    France & Germany both are keeping their churches open in this new lockdown.

    30-Oct-2020 9:30 pm

    30-Oct-2020 9:37 pm


    আমি ধারনা করেছিলাম এটা কেবল একা আমি খেয়াল করতাম এতদিন। এখন দেখছি অন্যান্য আলেমও এই "রাজতান্ত্রিক দেশের মতে" খেয়াল করেছেন।

    দেওবন্দি আলেমদের বোধ বুদ্ধি অন্যদের থেকে বেশি, আবারও প্রমান। :V

    যাই হোক এখন রাজতন্ত্রিক দেশের আকিদার অনুসারিরা দেওবন্দি আলেমদের সাথে মিশে একসাথে মিছিল করছেন। গত কয়েকদিন। ছবি ভাইরাল নেটে।

    একটা merge চলছে। শেষে কে কোন আকিদা নিয়ে টিকে থাকে দেখতে থাকি।

    দেখার ছিলো : "হানাফিদের ফতোয়াও পরিবর্তিত হয় কিনা?"

    30-Oct-2020 9:37 pm

    30-Oct-2020 10:20 pm


    আমি যদি আবার ফ্রেন্ড এড করা আরম্ভ করিও তবে এই আইডিতে করবো না। এটা আমার একেবারে পারিবারিক আইডি। এবং ফ্রেন্ড অনলিতে বহু বিষয় আছে।

    করলে করবো নতুন কোনো আইডিতে। কিন্তু প্রশ্ন হলো সেই কেওসে নতুন করে আবার গিয়ে আমার লাভ কি?

    এর থেকে বরং এটা চলুক যতদিন চলে। বন্ধ হয়ে গেলে ফেসবুক শেষ করে অন্য কোনো প্লাটফরমে চলে যাবো ইনশাল্লাহ।

    অনলাইন আরম্ভ করেছিলাম IRC = Internet Relay Chat দিয়ে, এর পর বহু প্লাটফর্ম পার করে শেষে এখানে। সামনে যদি বেচে থাকি তবে নতুন কোনোটা খুজে নিতে হবে ইনশাল্লাহ।

      Comments:
    • ^ indeed. নিজের ওয়েব সাইটে চলে যাবো ইনশাল্লাহ।

    30-Oct-2020 10:20 pm

    31-Oct-2020 12:44 am


    (collected) informative.

    প্রথমত: আপনাকে জানতে হবে। ইউরোপ এশিয়া বা পৃথিবীর যেকোন প্রান্তের কথায় বলেন। পোশাক ক্রয়কারী প্রতিষ্ঠাণগুলো দয়াপরবশ হয়ে আমাদের দেশে পোশাকের অর্ডার দেয়, এমন না। এত কমদামে রক্তচোষা পৃথিবীর অন্যকোন দেশে সম্ভব না বলেই তারা আমাদের থেকে পোশাক কিনে।
    .
    দ্বিতীয়ত: বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে কী ধরণের পোশাকগুলোর অর্ডার আসে সেটার উদাহরণ দিচ্ছি। ধরুন চট্টগ্রামের সবথেকে সস্তা পোশাক বিক্রি হয় হকার্স মার্কেটে। এখান থেকে ধনী, গরীব সবাই পোশাক কিনে। এই পোশাকগুলো সাধারণত নিত্য ব্যবহারের জন্য।
    .
    ইউরোপের নিত্য ব্যবহার্য পোশাকগুলোই সাধারণত আমাদের দেশে অর্ডার করা হয়। মিডরেঞ্জের পোশাক অর্ডার হয় ভিয়েতনাম ও চীনে। এবং হাই রেঞ্জের পোশাকগুলো ইউরোপেই তৈরি হয়। আপনারা অনেকে একটা তথ্য জানেন। সেটা হলো। পৃথিবীতে পোশাক রপ্তানীতে বাংলাদেশ দ্বিতীয়।
    .
    হ্যাঁ, আসলে দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয়। কিন্তু টাকার হিসেবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানীকারী অঞ্চল হল: ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে উতপাদিত কম মূল্যের পোশাকগুলো ইউরোপ চাইলেও নিজের অঞ্চলে বানাতে পারবেনা। কারণ এত কম মূল্যের পোশাক বানানোর মত কম মজুরির শ্রমিক ওই অঞ্চলে নেই।
    .
    তৃতীয়ত: বাংলাদেশ থেকে অর্ডার ক্যান্সেল করলে বিকল্প কোন দেশ? ভিয়েতনাম? ইতোমধ্যে ভিয়েতনামের মজুরি বাংলাদেশ থেকে বেশি। ভিয়েতনামে শ্রমিক সংগঠণগুলো খুব শক্তিশালী। আট ঘন্টার বাইরে এক মিনিট কাজ করলে তার মজুরি বুঝে নেয়। অতএব বিকল্প হিসেবে ভিয়েতনাম বাদ।
    .
    পশ্চিমারা অনেকদিন ধরে আফ্রিকাকে পোশাক শিল্পের বিকল্প অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাইছে। ইথিওপিয়া, সেনেগাল তাদের প্রধান টার্গেট। কিন্তু আফ্রিকানদের শারিরীক গড়ন ও মানসিকতা পুরোপুরিই এই শিল্পের বিপরীত।
    .
    পোশাকের স্টিচিং-এর জন্য এশিয়ান মানুষগুলোর হাতের গড়ণ সবথেকে উপযোগী। আঙুলগুলো সুঁচালো হওয়ায় এশিয়ানরা স্টিচিং এ দক্ষ। অন্যদিকে আফ্রিকানদের হাতের আঙ্গুল অনেক লম্বা , তাছাড়া হাতের আঙুলের মাথা মোটা , যেকারণে তারা স্টিচিং এর সময় ব্যালেন্স রাখতে পারেনা।
    .
    এছাড়াও আফ্রিকানরা মানসিকভাবে অস্থির জাতি। মন চাইলে কিছুদিন কাজ করবে, মন চাইলে কাজ ছেড়ে দিবে। সামান্য ইস্যুতে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হয় বলে এই শিল্পে তাদেরকে তৈরি করে তোলায় বিশাল একটা সময়ের ব্যপার।
    .
    পোশাকশিল্পে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সবাই এশিয়ার। তার মাঝে একমাত্র চীন ,ভীয়েতনাম ছাড়া আদতে বাংলাদেশের সাথে টেক্কা দেয়ার কেউ নেই। পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা করার মত সামর্থ্য থাকলেও তাদের দেশের ধর্মীয় বিধি-নিষেধ, নারীর কাজের ক্ষেত্র খুব সংকুচিত হওয়ায় তারাও আপাতত টেক্কা দেয়ার পজিশনে নেই।
    .
    বাকী আছে ভারত, কম্বোডিয়া, মায়ানমার। ভারতের মজুরি বেশি, ভারতের শতকোটি জনসংখ্যা থাকলেও বাংলাদেশের মত এক জায়গায় হাজার হাজার নারী শ্রমিককে একত্রিত করে রাখার মত পরিবেশ, ফ্যাসিলিটিজ নেই (কেন নেই সেটার ব্যাখ্যা অন্য কোনো দিন দিব)।
    .
    কম্বোডিয়ার পোশাকের মান খুবই নিন্ম। যেটার চল্লিশ বছর ধরে গড়ে উঠা বাংলাদেশের পোশাকের মানের পর্যায়ে পৌছাতে অনেক সময় লাগবে।মায়ানমারে এই শিল্প খুব বেশিদিন টিকবেনা। পোশাকের মান , নারী শ্রমিকের দুষ্প্রাপ্যতা তার প্রধান কারণ।
    .
    এবার আবারো ফ্রান্স প্রসঙ্গে আসি। ফ্রান্স যদি বাংলাদেশে পোশাক অর্ডার বন্ধও করে দেয় তাতে এমন কিছু আসবে যাবেনা। তখন অর্ডারগুলো অন্যদেশ ঘুরে আসবে। বাংলাদেশের সাথে ইসরাইলের কোন ব্যবসায়িক লেনদেন নেই।
    .
    কিন্তু ইসরাইলের প্রায় সকল বড় পোশাকের ব্র‍্যান্ডগুলো বাংলাদেশে পোশাকের অর্ডার দেয়। যেগুলো বাংলাদেশ থেকে বেলজিয়ামের আন্টওয়ার্ফ বন্দর হয়ে ইসরেলের হাইফাতে পৌছায়। অতএব আপাতত ফ্রান্স পোশাকের অর্ডার বন্ধের জুজুর ভয় দেখানো থেকে বিরত থাকুন।
    .
    Taifur Rahman Taif

      Comments:
    • পানি টকবগ করে ব্যটারি অভার চার্জ [অতিরিক্ত চার্জ] হতে থাকলে। অভার চার্জ করলে ব্যটারির লাইফ কমে যাবে। এটা ঠিক মতো চার্জ দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে।

    31-Oct-2020 12:44 am

    31-Oct-2020 1:31 am


    এমএমএ ফাইটার খাবিবের কেইসটা ভালো লেগেছে। মানুষ নিজের ফেইম অভার-স্টে করে। কিন্তু খাবিবের নামের প্রচার প্রসার হবার পরে মাত্র ২টা গেইম খেললো এর পর শেষ।

    আল্লাহ তায়ালা শেষ করে দিয়েছেন আর কি।

    //
    আহমদ শফি সাহেবের কেইসটাও এরকম।
    যত দিন রেখেছেন সম্মানের সাথে রেখেছেন।

    সময় শেষ।
    প্রথমদিন অসম্মান
    দ্বিতীয় দিন মাথা নিচু।
    তৃতীয় দিন আল্লাহ তায়ালা উনাকে তুলে নিয়েছেন।
    অসম্মানিত করে দুনিয়াতে ১ দিনও রাখেন নি।

    //
    এর পরও দুনিয়াতে অসম্মানিত হবারও পুরষ্কার আছে।
    ইব্রাহীম আঃ কে আল্লাহ তায়ালা হাশরে সবচেয়ে আগে জামা পড়াবেন।
    কারন দুনিয়াতে একটা ঘটনায় আল্লাহ তায়ালা উনাকে কষ্টে ফেলেছিলেন।

    //
    তবুও দোয়া করি যেন আল্লাহ তায়ালা এমন পরিক্ষা না নেন,
    যেটায় পাশ করার সামর্থ আমার নেই।

    //
    আর সম্মানের কথাই যেহেতু আসছে, হানাফিতে "মু'মিনের উচিৎ না নিজেকে অসম্মানিত করা" এই কথার উপর সরকার বিরোধি সব কাজ করার বা না করার উপদেশ দেয়া হয়। শিক্ষাটা একটা হাদিস থেকে এসেছে।

    <এই ওই সেই> করবে? কারন এগুলো সোয়াবের, বা গুনাহ নেই -- কিন্তু সরকারের দ্বারা নিষিদ্ধ? ধরা খেলে জেল অসম্মান হবে? তবে করো না। কারন উপরের নিয়ম।

    //
    আল্লাহ তায়ালা আমাদের অসম্মানিত হওয়া থেকে রক্ষা করুন।

      Comments:
    • ^ বুঝতেই পারছেন যে আমি কিছু একটার ভয়ে উহ্য রেখেছি। বলি নি। :-)। কিন্তু কী-ওয়ার্ড দিয়ে সার্চ করলে পাবেন।

    31-Oct-2020 1:31 am

    31-Oct-2020 6:01 am


    রাসুলুল্লাহ ﷺ কারো সাথে কথা বলার সময় সে যতক্ষন কথা বলতো ততক্ষন উনি মুখ ঘুরিয়ে নিতেন না।

    //
    কারো সাথে মুসাহাফা করার সময় সে যতক্ষন হাত ধরে থাকতো উনি হাত ছাড়তেন না।

    //
    ছোট বাচ্চা মেয়ে উনার এক আংগুল ধরে টেনে উনাকে যে কোনো দিকে নিয়ে যেতে পারতো। আমাদের কারো মতো "সর সর" করতেন না।

      Comments:
    • আয়াতটা দেখলাম। কিন্তু এই পোষ্টের কোনো বিষয়ের সাথে আয়াতটার সম্পর্ক নেই।

    31-Oct-2020 6:01 am

    31-Oct-2020 6:46 am

  • Belgium declared nationwide lockdown.
  • UK considering nationwide lockdown.
  • First double infection reported in US. Flu + Covid.
  • Barcelona Spain, out of control, police fleeing, looting while protesting against Covid lockdown.
  • Texas police declining to enforce lockdown.

    The doom scroll goes on.

    31-Oct-2020 6:46 am

  • 31-Oct-2020 6:57 am


    আমি সরকারি চাকরির বিরুদ্ধে বলতে পারি -- তখন সরকারি চাকরিজীবিরা ডিসএগ্রি করবে।

    "মূলধারা" তবলিগের বিরুদ্ধে বলতে পারি -- তখন "মূলধারা" মানে সাদ পন্থি ভাইয়েরা ডিসএগ্রি করবে।

    আমেরিকার পক্ষে বলতে পারি -- তখন আলা-বারা পন্থিরা ডিসএগ্রি করবে।

    যে কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাই বলি না কেন -- অনেকে ডিসএগ্রি করবে।

    আপনার এগ্রিমেন্ট-ডিসএগ্রিমেন্ট আমার পোষ্টের নিচে কমেন্টে করার দরকার নেই। কারন কমেন্ট পড়ার, মডারেট করার মানে কোনটা মুছতে হবে কোনটা রাখতে হবে সেটা বের করার আর উত্তর দেবার সময় আমার নেই। আর আপনার এগ্রিমেন্ট-ডিসএগ্রিমেন্ট আরো কমেন্টরদের এখানে কমেন্ট করতে উৎসাহিত করবে যে সকল কমেন্ট আপনি নিজেও অপছন্দ করবেন।

    আপনি যে এটা বুঝেন সে জন্য ধন্যবাদ।

    31-Oct-2020 6:57 am

    31-Oct-2020 12:05 pm


    #হাদিস
    مَنْ جَمَعَ مَالًا حَرَامًا
    যে হারাম মাল জমালো

    ثُمَّ تَصَدَّقَ بِهِ
    এর পর সেটা থেকে সদকা করলো

    لَمْ يَكُنْ لَهُ فِيهِ أَجْرٌ
    তাতে তার কোনো সোয়াব নেই

    وَكَانَ إِصْرُهُ عَلَيْهِ
    কিন্তু এর গুনাহ তার উপর ঠিকই আছে।

    3367 صحيح ابن حبان

  • ইবনে হিব্বান।

    3367 المحدث شعيب الأرناؤوط خلاصة حكم المحدث إسناده حسن في تخريج صحيح ابن حبان

    31-Oct-2020 12:05 pm

  • 31-Oct-2020 1:03 pm


    মালেকি ফিকাহর নামাজ-পবিত্রতা এধরনের জিনিসের উপর ৮ ঘন্টার লেকচার। ইংরেজিতে।

    https://www.youtube.com/watch?v=9IQIjfOQOBc&list=PLl3UPMkue0g5mU00JHimQyUS_2EoiBnmW&index=1

      Comments:
    • ^ more because of the tyrant rulers in Asia than other things.

    31-Oct-2020 1:03 pm

    31-Oct-2020 1:47 pm


    Vein finder. Uses IR = Infra Red, radiation. Penetrates up to 6mm. Handheld torch like device. Used by doctors & nurses.

    How does it work? Quick guess it uses IR to detect, and uses a second projector to throw visible light showing the image on the same surface.

    video:/img/photos_and_videos/videos/123014434_352594859354003_3532600014782765508_n_10157825474033176.mp4

      Comments:
    • কিন্তু টেক রিলেটেড আমি কোনো পোষ্ট দিয়েছি বলে মনে পড়ে না। যেমন লার্নিং সিপিপি বা এই ধরনের কিছু। অন্যরা দিচ্ছে অনেক।

    31-Oct-2020 1:47 pm

    31-Oct-2020 2:34 pm

    31-Oct-2020 2:41 pm


    Rat using a stick to trigger the mouse trap and take the meal safely.

    video:/img/photos_and_videos/videos/123197800_644101246254558_6937923905735534369_n_10157825529903176.mp4

      Comments:
    • নিশ্চিৎ না।

    31-Oct-2020 2:41 pm

    31-Oct-2020 3:37 pm


    মাদানি সাহেবের নতুন ভিডিও প্রকাশ। উনি ফ্রান্সের প্রোডাক্ট বর্জনের পক্ষে। বিপক্ষে না।
    .
    https://www.facebook.com/deen24H/posts/193598165603532
    .
    এখন আমি হয়তো মাদানি সাহেবের সাথে ডিসএগ্রি করতে পারি। তার অর্থ এই না যে আমাকে তক্কে তক্কে থাকতে হবে উনার প্রতিটা কথার উপর উনাকে ধরার চেষ্টা করে। "দেখেন কি বলে!"

    আমরা নিজেদের মাঝে শত্রু খুজায় অতি বেশি ব্যস্ত। যত না আক্রমন ফ্রান্সের বিরুদ্ধে তার থেকে বেশি আক্রমন "সেই সব মুনাফেকদের" খুজে বের করে হাইলাইট করে অপমানিত করার ব্যপারে "যাদের অন্তরে রাসুল ﷺ এর মহব্বত নেই।"

    31-Oct-2020 3:37 pm

    31-Oct-2020 5:01 pm


    অনেক অনেক অনেক ফলোয়ার হয়ে গিয়েছে। এখন তল্পি তল্পা গুটাতে হবে।

    "দাওয়াহ তো দিচ্ছি" বলে যদি কন্টিনিউ করি তবে একটা ট্রেপে পড়ে যাবো। যেই ট্রেপে পড়ে মানুষ প্রথমে "নিজের ভালো কাজ" উপভোগ করে, শেষে হায় হায় করে।

    আর ফেসবুকে থেকে রাসুলুল্লাহ ﷺ কে নিয়ে আমি প্রায় কিচ্ছু লিখি নি, কিছু লেখার সাহস করতে পারনি নি কারন কোন শব্দ কোথায় প্রয়োগ করে "উনার সম্মান হানি করেছি" এলিগেশন আসাটা কেবল সময়ের ব্যপার ছিলো। এর পর কুফরি ফতোয়া, এর পর শাতিমের হুকুম। আমার অন্তরে যাই থাক না কেন।

    কিন্তু আখিরাতের দিকে ফিরতে হবে।

    ধারনা করেছিলাম আমরিকার নির্বাচনের রেজাল্ট পর্যন্ত থাকি।
    কিন্তু সেটাও এখন "তাতে বেশি দেরি যাবে" মনে করছি।

      Comments:
    • +1 deleted & blocked.
    • পুরানো ছবি। নতুন হলে সবার মাস্ক পড়া থাকতো। কমপক্ষে পুলিশদের।

    31-Oct-2020 5:01 pm

    31-Oct-2020 7:24 pm


    মতিউর রহমান মাদানি সাহেবকে সাপোর্ট করে গত দু'দিনে দুটো পোষ্ট দিয়েছিলাম। দুটোই সরিয়ে দিলাম।

    সেখানে লিখেছিলাম "এসব কথা উনার আগের বলা, এখনকার না"। এখন নিশ্চিৎ হলাম উনি বলেছেন চলতি ঘটনাতে।

    আমি কম জানি। লুৎফুর ফারাজি সাহেব আমার থেকে ভালো জানেন। আবার প্রমানিত।

    তাই আমাকে এখন কথা আরো কম বলতে হবে। আরো গভির ভাবে উপলবদ্ধি।

    হক না-হক চেনায় যেন আল্লাহ তায়ালা ভুল না করান।

    আল্লাহ হাফেজ।

      Comments:
    • ৮টা লাইট গুন ২০০ ওয়াট গুন ৪ ঘন্টা, ভাগ দিতে হবে ১০০০ দিয়ে = ৬ ইউনিট * ৮ টাকা ইউনিট = ৫০ টাকা প্রতিদিন প্রায়।
    • ^ বিদায় নিচ্ছি না, ইনশাল্লাহ।
    • +1 deleted & blocked.
    • 1 comment deleted & blocked.

    31-Oct-2020 7:24 pm