Post# 1603702597

26-Oct-2020 2:56 pm


কুফর :

ধরেন আমি বললাম : "এত সালে মাহদি আসবে।" বা "শনিবার চাদ দেখা যাবে না।"

স্বাভাবিক কথা? আমাদের হানাফি-দেওবন্দি সাইডে মাহদির কথাটা সর্বোচ্চ "অপছন্দনীয়"। "তারিখ ঠিক করে বলা উচিৎ না"। চাদের কথার ব্যপারে কোনো নিষেধ নেই।

এখন "উচিৎ না" থেকে বেশি খারাপ হলো যেটা মাকরুহ।
মাকরুহ থেকে খারাপ হারাম।
হারাম থেকেও খারাপ কাজগুলো কুফর।

এবং একটা আইডলজিতে উপরের দুইটা বাক্য বলা "কুফর" কারন "সে ইলমে গায়েবের দাবি করছে" "এবং ইলমে গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না।"

আমি হানাফি-দেওবন্দি মত অনুসরন করি। তাই আমার কাছে তার মতের কোনো দাম নেই।

কিন্তু এটা তার কথাকে বন্ধ করার জন্য যথেষ্ট না। কারন সে "হকের দাওয়াত" দিচ্ছে।

এথেকে পরিত্রানের উপায় কি?

তার জন্য ওয়াজিব তার "হক" কে প্রচার করা। এবং তার হক যদি আমি গ্রহন না করি তবে "আমি সত্যকে অস্বিকারকারী

26-Oct-2020 2:56 pm

Published
26-Oct-2020