Post# 1603982291

29-Oct-2020 8:38 pm


Reminder : কেউ যদি ভুল বুঝে, তবে ব্যখ্যা দ্বারা সেই ভুলটাকে ঠিক করতে পারবেন না।

সে তার নিজের "বোধ" মতোই বুঝেছে। এটাই তার বুঝ।

এই অবস্থায় ব্যখ্যায় গেলে সে আরো বেশি ভুল ধরবে। নিজের বিশ্বাসের উপর মজবুত হয়ে যাবে। "বলছিলাম না সে দোষি। নয়তো সে এত নিজেকে নির্দোষ প্রমান করার চেষ্টা করছে কেন?"

বরং উচিৎ : যে উল্টো বুঝেছে তাকে তার ভুলের উপর ছেড়ে দেয়া।

যেমন উদাহরন :

শায়েখ ইয়াসির কাজির নামে একটা মেইল রটেছিলো কিছু দিন আগে যে উনি কোরআনের প্রিজারভেশনে বিশ্বাস করেন না। এর পর শায়েখ অনলাইনে এসে নিজের অবস্থান ব্যখ্যা করেন। পুরো ব্যখ্যায় যদি ১০০০ শব্দ থাকে তবে সবগুলো সমালোচকরা বাদ দেয়। উনাকে ধরে ২টা শব্দের উপর, "হ্যা বললাম না! এই যে উনি আরো বিশ্বাস করেন না!" আরো ১০ গুন প্রমান ১০ গুন আক্রমন।

বরং উনার উচিৎ ছিলো চুপ থাকা। উনার ঘটনা থেকে আমরা শিক্ষা নেই।

29-Oct-2020 8:38 pm

Published
29-Oct-2020