ফতোয়া জানতে - ৩
পড়ার সময় "যদি..." "যদি সে..." এই জিনিসগুলো ইগনোর করে যান। এগুলো এক্সেপশনাল কেইসের বর্ননা, যেগুলোর উপর মূল ফতোয়া না। মূল ফতোয়া হলো "যদি" বাদ দিয়ে আসল কথা যেটা বলা হয়েছে সেটা।
আর মূল ফতোয়াই যদি "যদি" দিয়ে বলা থাকে তবে পুরো ফতোয়া ইগনোর করেন। লিখাটায় একটা ঠেলা-ধাক্কা চলছে কোনো কিছুকে একদিকে নিতে।
এবং "যদি" কথাটার উপর অন্যকে benefit of doubt দিতে হবে। এর উপর তাকে না ধরে।
যেমন :
"পুরুষের জন্য স্বর্ন পড়া হারাম, কিন্তু যদি সে সফরে থাকে আর ..."
যদি বাদ দিন। পুরুষের জন্য স্বর্ন পড়া হারাম।
"দাড়িতে কালো কলপ লাগানো হারাম। তবে যদি সে জিহাদের ময়দানে ..."
যদি বাদ দিন। দাড়িতে কালো কলপ লাগানো হারাম।
লক্ষ্য রাখবেন অনেকগুলো "যদি" দিয়ে হারামকে হালাল বা হালালকে হারাম প্রমান করে ফেলতে পরবে যে কেউ। তাই মূল ফতোয়ায় কয়টা "যদি" আছে সেটা দিয়ে বুঝতে পারবেন ফতোয়াটা কতটুকু অনেষ্টলি দেয়া হয়েছে।
- Comments:
- ^ এটা বড়? :'(
- ওহ! বাচলাম। তবে শান্তিতে ঘুমাতে পারবো। :-D