"মানসিক দৈনতা"
"পরাধিনতা মানসিকতা"
"দাস মনোবৃত্তি"
এগুলো আমার মনে কোনো প্রতিক্রিয়া তৈরি করে না।
দাস হলো সে যে নিজে "কৃতদাস" ইসলামের দাসপ্রথায়। এর বাইরে বর্তমান যুগে যারা জেলখানায় বন্ধি তারাও দাসত্বের জীবন যাপন করছে।
বাকি আমার সবাই স্বাধিন। সবসময় ছিলাম। সব যুগে ছিলাম।
কিন্তু মানুষদেরকে পরাধিনতা বুঝাতে না পারলে তাদেরকে আন্দোলনমুখি করা যায় না।
তাই তাকে বলা যে তোমার "মনটা" পরাধিন। শারিরিক ভাবে না হলেও।
শান্ত থাকি। অশান্ত হবার সময় এখনো না।