এমএমএ ফাইটার খাবিবের কেইসটা ভালো লেগেছে। মানুষ নিজের ফেইম অভার-স্টে করে। কিন্তু খাবিবের নামের প্রচার প্রসার হবার পরে মাত্র ২টা গেইম খেললো এর পর শেষ।
আল্লাহ তায়ালা শেষ করে দিয়েছেন আর কি।
//
আহমদ শফি সাহেবের কেইসটাও এরকম।
যত দিন রেখেছেন সম্মানের সাথে রেখেছেন।
সময় শেষ।
প্রথমদিন অসম্মান
দ্বিতীয় দিন মাথা নিচু।
তৃতীয় দিন আল্লাহ তায়ালা উনাকে তুলে নিয়েছেন।
অসম্মানিত করে দুনিয়াতে ১ দিনও রাখেন নি।
//
এর পরও দুনিয়াতে অসম্মানিত হবারও পুরষ্কার আছে।
ইব্রাহীম আঃ কে আল্লাহ তায়ালা হাশরে সবচেয়ে আগে জামা পড়াবেন।
কারন দুনিয়াতে একটা ঘটনায় আল্লাহ তায়ালা উনাকে কষ্টে ফেলেছিলেন।
//
তবুও দোয়া করি যেন আল্লাহ তায়ালা এমন পরিক্ষা না নেন,
যেটায় পাশ করার সামর্থ আমার নেই।
//
আর সম্মানের কথাই যেহেতু আসছে, হানাফিতে "মু'মিনের উচিৎ না নিজেকে অসম্মানিত করা" এই কথার উপর সরকার বিরোধি সব কাজ করার বা না করার উপদেশ দেয়া হয়। শিক্ষাটা একটা হাদিস থেকে এসেছে।
<এই ওই সেই> করবে? কারন এগুলো সোয়াবের, বা গুনাহ নেই -- কিন্তু সরকারের দ্বারা নিষিদ্ধ? ধরা খেলে জেল অসম্মান হবে? তবে করো না। কারন উপরের নিয়ম।
//
আল্লাহ তায়ালা আমাদের অসম্মানিত হওয়া থেকে রক্ষা করুন।
- Comments:
- ^ বুঝতেই পারছেন যে আমি কিছু একটার ভয়ে উহ্য রেখেছি। বলি নি। :-)। কিন্তু কী-ওয়ার্ড দিয়ে সার্চ করলে পাবেন।