মানুষের কুফরি ফতোয়া দেখে ঘাবড়াবেন না।
প্রথম কথা হলো : আপনি কাফের হয়ে যেতে থাকলে নিজেই বুঝতে পারবেন আপনার অন্তরে। ফেসবুকে দেখবেন অনেকে বলছে "আমি ঈমান হারিয়ে ফেলছি প্রায়, কি করবো?" সে বুঝতে পারে তার অন্তরে।
এর বাইরে অন্য কেউ যখন ফতোয়া দিয়ে কাউকে কাফের বলে তখন একেবারে ১০০% ক্ষেত্রে সেটা ভুল। ১০০%। এগুলো করা হয় এক আলেম আরেক আলেমকে আক্রমন করতে বা এক দল অন্য দলকে।
খেয়াল রাখবেন : রাজিব হায়দার, আসাদ নূর, বা আমাদের হাফেজ মাওলানা মুফতি __ কে কেউ কাফের ফতোয়া দেয় নি। এগুলো মানুষ এমনি বুঝতে পারে।
//
কিন্তু নিজের অন্তরের কুফরের জন্য নিজে ভয় করি। বা কুফরি মৃত্যুর ভয়। এর সাথে আমার উপর অন্যের দেয়া কুফরি ফতোয়ার সম্পর্ক নেই।
//
আর এই সব কুফরি ফতোয়া যারা দেয় তাদের থেকে দূরে থাকেন। কাছে থাকলে তারা কুফরি ফতোয়া দেবে। কষ্ট পাবেন। তার বিরোধিতা করে তার সাথে তর্ক করলে আপনার মনে হতে থাকবে "বরং আমি সাচ্চা মু'মিন" -- আপনার ধ্বংশ। আর তার কথা গ্রহন করলে আপনি নিজেও তার পথ ধরলেন -- আপনার ধ্বংশ।
তাই একা থাকি। বন্ধু করলে সজ্জনদের। নয়তো একা।
- Comments:
- indeed. for 4 years.
https://www.insidesport.co/sony-pictures-network-retains-mmas-ufc-media-rights-for-four-years/
https://www.insidesport.co/sony-pictures-network-retains-mmas-ufc-media-rights-for-four-years/