অনেক অনেক অনেক ফলোয়ার হয়ে গিয়েছে। এখন তল্পি তল্পা গুটাতে হবে।
"দাওয়াহ তো দিচ্ছি" বলে যদি কন্টিনিউ করি তবে একটা ট্রেপে পড়ে যাবো। যেই ট্রেপে পড়ে মানুষ প্রথমে "নিজের ভালো কাজ" উপভোগ করে, শেষে হায় হায় করে।
আর ফেসবুকে থেকে রাসুলুল্লাহ ﷺ কে নিয়ে আমি প্রায় কিচ্ছু লিখি নি, কিছু লেখার সাহস করতে পারনি নি কারন কোন শব্দ কোথায় প্রয়োগ করে "উনার সম্মান হানি করেছি" এলিগেশন আসাটা কেবল সময়ের ব্যপার ছিলো। এর পর কুফরি ফতোয়া, এর পর শাতিমের হুকুম। আমার অন্তরে যাই থাক না কেন।
কিন্তু আখিরাতের দিকে ফিরতে হবে।
ধারনা করেছিলাম আমরিকার নির্বাচনের রেজাল্ট পর্যন্ত থাকি।
কিন্তু সেটাও এখন "তাতে বেশি দেরি যাবে" মনে করছি।
- Comments:
- +1 deleted & blocked.
- পুরানো ছবি। নতুন হলে সবার মাস্ক পড়া থাকতো। কমপক্ষে পুলিশদের।