Post# 1603900100

28-Oct-2020 9:48 pm


তাকি উথমানি সাহেবের উপর আক্রমন নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। ইংরেজিতে এখানে। গুলি চলা কালে সবগুলো গুলি পাশ দিয়ে গিয়ে গাড়ির সিটে লাগে। একটা গুলি উনার পায়ে নিশ্চিৎ ভেদ করার কথা। কিন্তু ঐ গুলিটা কোথাও খুজে পাওয়া যায় না। উনার পরিবারের সবাই বেচে যায়, সন্তান স্ত্রী যারা ছিলো গাড়িতে। উনি গুলি চলা কালে সবাইকে জিজ্ঞাসা করেছিলেন "তোমরা কি সকালে দোয়ায়ে আনাস পড়েছো?" সবাই বলেছিলো "হ্যা"।
.
https://www.facebook.com/habib.dhaka/posts/10157784386938176
.
এখন এর শিক্ষা :


প্রথম কথা হলো সাক্ষাৎকারে উনি বলেছেন "আমি দোয়া পড়ি না। দোয়া করি"

ব্যসিক্যালি অর্থ না বুঝে বাংলায় উচ্চারন লিখে দোয়া পড়লে কাজ করবে বলে আমি মনে করি না। উনার ড্রাইভারও বলেছেন "আমি পড়েছি"। কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলো। যদিও মারা যান নি।

তাই অর্থ জেনে আল্লাহর কাছে চাওয়ার মতো করে পড়তে হবে।
মন্ত্র পড়ার মতো না।


দ্বিতীয়তঃ দোয়ার হাদিসটা অন্যদের মতে জাল। হানাফিদের মতে জয়িফ।
কিন্তু

  • ঐ জাল/জয়িফ হাদিসের উপর উনি আমল করেন।
  • পরিবারের সবাইকে বলেছেন আমল করতে।
  • গুলি চলা কালে সবাইকে জিজ্ঞাসা করেছেন "তোমরা সকালে পড়েছিলে?"

    এবং

  • তার বরকতে আল্লাহ তায়ালা উনাকে রক্ষা করেছেন।

    শিক্ষা নেই। আর কার থেকে আমি "উপদেশ" নেবো সেটা ফিল্টার করি। কেউ জোর করে আমাকে তার "হক পথে" চালানোর চেষ্টা করলে রেজিষ্ট করি। নিজের ভালো নিজে বুঝি।

    শিক্ষাগুলো প্রসস্ত। এই এক ঘটনা। বা এক হাদিস। বা এক দোয়ার থেকেও অনেক বেশি। সারা জীবনের শিক্ষা।

    আল্লাহ তায়ালা আমাদের হকের উপর রাখুন।

    28-Oct-2020 9:48 pm

  • Published
    28-Oct-2020