খবর : "মুসলিম নারী ও পুরুষের মধ্যে বিবাহ অনুষ্ঠিত হয় মুসলিম আইন (শরীয়ত) অনুযায়ী। অপরদিকে বিয়ে অনুষ্ঠিত হওয়ার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স (রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯৭৪) আইন অনুযায়ী। এক্ষেত্রে বিয়ে রেজিস্ট্রেশন না করা অপরাধ হলেও মুসলিম আইন অনুযায়ী বিয়ে বৈধ থাকবে।"
.
https://mzamin.com/article.php?mzamin=248775
.
তাই বিয়ের অনুষ্ঠানে কাজিকে এনে গাদ্দা গাদ্দা টাকা খরচ করবেন না। সরকরি কাজিকে দিয়ে পড়াবেন না। বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ কাওস করবেন না। বিয়ে কোনো বুজুর্গ বা মসজিদের ইমামকে দিয়ে পড়ান। ৩০ দিনের মাঝে কাজি অফিসে দুই পক্ষ গিয়ে রেজিষ্ট্রেশন করে নিন।
Quote : "নোটিশে আরো বলা হয়, বিয়ে এবং বিয়ে রেজিস্ট্রেশন দুটোই পৃথক বিষয়"
বাড়িয়ে বললে,
- বিয়ে পড়ানো।
তিনটা ভিন্ন বিষয়। তিনটা আলাদা দিনে করেন।
- Comments:
- ^ কথা যদি পরিষ্কার থাকে এর পরও ঝামেলা হয় তবে সে ক্ষেত্রে পরিবারে সমস্যা। রেজিষ্ট্রেশন করে ফেললেও সেই সমস্যা শেষ হয়ে যাবে না। সমস্যা নিয়েই সংসার করতে হবে। অসম্ভব না।