আমার পুরানো বন্ধুদের ফেইক আইডির নাম দেখে চিনতাম। নতুন নতুন ফেইক আইডি তৈরি করলেও।
নামে না চিনলে ফেসবুকের ডেসক্রিপশন দেখে। সেখানে আগের নাম দেয়া থাকতো।
এর পর প্রোফাইল পিক থেকে। সব নতুন হলেও প্রোফাইল পিক রাখতো আগেরটা।
একজনকে মনে হয় ২০ বার ব্লক করেছি। সবগুলোই তার ফেইক আইডি। একটার পর আরেকটা করে যাচ্ছিলো কিছু দিন পর পর। আর আমাকে কষ্ট করে ব্লক করতে হয় যখন আইডিটা চোখে পড়ে, ফলোয়ার না হলেও।
এভাবে আজকে সম্পূর্ন নতুন একটা আইডি ব্লক করতে যাবো। মনে করলাম একটু টাইমলাইন পড়ে দেখি।
পড়ে দেখি উনি আসলে সেই ২০ বার ব্লকের আইডি।
- Comments:
- ^ ফলোয়ার ছিলো না। ফলোয়ারদের ব্লক করি না। স্টেটাস কারেক্ট করে দিচ্ছি।
- যাই হোক। উনাকে নিয়ে ট্রল করা উদ্দেশ্য ছিলো না। উদ্দেশ্য ছিলো "আমার ব্লক লিষ্ট এত লম্বা কেন" এর পক্ষে একটা যুক্তি দেখানো। Self defence.
কাউকে নিয়ে ট্রল করলে আমার এই একাউন্ট ব্যান করতেও আল্লাহ তায়ালার সময় লাগবে না।