Post# 1602136715

8-Oct-2020 11:58 am


এইচ এস সি বাতিল।

স্বিদ্ধান্তটা ৬ মাস আগে নিলে ভালো হতো। তবে এত দিনে রেজাল্ট, ভর্তি শেষ হতো। ভার্সিটি খুলে নি কোনোটাই।

কিন্তু এখন মাত্র স্বিদ্ধান্ত হয়েছে যে পরিক্ষা হবে না। ফল হিসাবের পদ্ধতির স্বিদ্ধান্তটাও হয় নি। এর পর সেভাবে সবার হিসাব করে রেজাল্ট। আরো সময়।

এ-ও লেভেলের পরিক্ষা বাতিল হয়েছিলো। কিন্তু সময় মতো তারা স্বিদ্ধান্ত নিয়ে রেজাল্ট দিয়ে দিয়েছে। এর পর তারা এই সেপ্টেম্বরে নতুন পরিক্ষা নিয়েছে। সামনের বছরের রেগুলার পরিক্ষাও হয়তো নেবে।

মনে পড়ে। ৮০র দিকে বুয়েটে ক্লাস পরিক্ষা সময় মতো না নিয়ে বারবার পেছানোর কারনে "সেশন জট" এত বেশি ছিলো যে শেষে দুই বছরের ছাত্রদের এক সাথে ক্লাস আরম্ভ করেছিলো। এর পুরানো ব্যচ বসে ছিলো ২-৩ বছর পাশ করার পরে, নিজেদের ক্লাস আরম্ভ হবার জন্য। এর পর জুনিয়ারদের সাথে তাদের ক্লাস।

সামনের বছর দুই ব্যচ কি একসাথে ভার্সিটিতে ঢুকবে?

8-Oct-2020 11:58 am

Published
8-Oct-2020