Post# 1601626845

2-Oct-2020 2:20 pm


দাজ্জাল যখন আসবে খোদার পরিচয়ে আসবে। "আমিই খোদা"। সংগে জান্নাত জাহান্নাম।

মানুষের মৃত্যু হয় নি। কিয়ামতও হয়নি। কিন্তু আল্লাহ তায়ালা নেমে এসেছেন পৃথিবিতে মানুষকে জান্নাত জাহান্নামে পাঠাতে। দুনিয়ার সময় শেষ। মানুষ কনফিউজড। "খোদাকে মেনে জান্নাতে যাবো, নাকি অস্বিকার করে জাহান্নামে?"

এজন্য জানি : অন্তরে রাখি : মৃত্যুর আগে আল্লাহকে দেখা যাবে না।

পড়ছিলাম এক হাদিসে কিছু আল্লাহর বান্দা হাশরেও আল্লাহর সামনে সিজদায় যাবে না। বলবে "আমরা আল্লাহর বান্দা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না"। যতক্ষন না নিশ্চিৎ জানবে উনিই আল্লাহ।

এ জন্য জানি : বুঝি : দাজ্জালের আগের ৩০ দাজ্জাল সবাই নবিদের মতো কথা বলবে। মানুষ তাদের ধোকায় পড়ে যায় "নবিকে অস্বিকার করবো? নাকি মানবো?" গোলাম কাদিয়ানি দ্রষ্টব্য।

আমাদের একমাত্র বাচা যে শেষ রাসুল ﷺ বলে দিয়ে গিয়েছেন উনার পরে আর রাসুল নেই।

পড়ছিলাম মুসা আঃ কাহিনি। "কাবাদতু কাবদাতাম মিন আথারির রাসুল"। জীব্রিল আঃ এর পায়ের নিচের মাটি নিক্ষেপ করার পরে তৈরি গরু জীবিত হয়ে যায়। অলৌকিক? আর কে জীবন দিতে পারে? মানুষ সন্দেহে পড়ে যায় "হইতেও পারে।" গরু ঘিরে বসে "যতক্ষন না মুসা আঃ এসে আমাদের ক্লিয়ার করেন আসলে কোনটা ঠিক?"।

এতেই তাদের ধ্বংশ। আমি সেখানে থাকলে কি করতাম?

ঐ যুগ শেষ। সামনে আর এরকম পরিক্ষা নেই নিশ্চই?

এর পর দাজ্জাল এসে মানুষের বাপকে তার সামনে কবর থেকে জীবিত বের করবে।

2-Oct-2020 2:20 pm

Published
2-Oct-2020