Post# 1601632820

2-Oct-2020 4:00 pm


ডঃ খন্দকার জাহাঙ্গির স্যার মারা গিয়েছেন কত বছর হলো? চার বছর? এখনো উনার প্রশ্নোত্তর যদি ইউটুবে দেখি তখন দেখি উনি কত বিজ্ঞ ছিলেন, কত প্রেকটিক্যাল ছিলেন, "চলতি" হুজুগ দিয়ে উনি প্রভাবিত হতেন না। বুঝতেন এবং সে মতো বলতেন অন দা পয়েন্ট।

সেকুলার রাজনিতি : প্রশ্ন ছিলো "একজন নামাজ রোজা হজ্জ বৌকে পর্দা সব করায় কিন্তু আওয়ামিলিগ করে সে জাহান্নামি কিনা?"

কাট করে শেষ দুই মিনিট দিলাম সংক্ষিপ্ততার জন্য। বলেছেন এগুলো ইমোশন তুলার জন্য ইসলামি রাজনিতিকরা বলে। সত্যিকারে "নামাজ রোজা হজ্জ বৌকে পর্দা" এরকম মুসলিম এমনিতেই সমাজে ১০% ও না। তার মাঝে আওয়ামিলিগের রাজনিতি করে এমন প্রেকটিক্যলি প্রায় নেই। তাই উক্তিটা ইমোশান তোলার জন্য বলা হয়।

আর উনি পপুলিস্ট, ইমোশোন ধাক্কিয়ে চললে, বলতেন : "হ্যা তাই। দেখবেন আমাদের মাঝে হাজি গাজি পাগড়ি সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু সে _______করে। খোদার কসম এরা কেউ জান্নাতে যেতে পারবে না। সবাই জাহান্নামি।"

video:/img/photos_and_videos/videos/121543182_1252623605152420_3757655821439882159_n_10157759806018176.mp4

2-Oct-2020 4:00 pm

Published
2-Oct-2020