আমি বলতে পারি "কবিরাজের ঔষধ খাবেন না। কাজে দেয় না।"
কবিরাজ এসে বলতে পারে "ভুল তথ্য দিচ্ছেন..."
তাতে আমার কি?
এর পর কবিরাজ আরো ক্ষেপে দিয়ে যুক্তি দেখাতে থাকবে।
সংঘর্ষ। সংঘর্ষে না যেতে চাইলে।
১। কবিরাজের বিরুদ্ধে কিছু না বলা, অথবা
২। ক্ষেপা কবিরাজকে ব্লক করে দেয়া।
কিন্তু ব্লক করে দিলে আমাকে "সত্য জানাবে কে?" সারা জীবন অজ্ঞতার মাঝে থেকে মরতে হবে।
আচ্ছা কবিরাজের ব্যপারে অজ্ঞ থেকে মরলে ক্ষতি কি? কত কিছুর ব্যপারেই কত মানুষ অজ্ঞ থেকেই মরছে। হরতকি না খেলে কি হয়? জানি না অজ্ঞ। তাই হরতকির উপকার থেকেও আমি বঞ্চিত। যেমন ড্রিল