সরকারি জুলুমের খবর দেখলে আপসেট হয়ে যাই।
কিন্তু, ঠান্ডা থাকি।
যা কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছায় হচ্ছে।
কোনো কারনে হচ্ছে।
হয় বাংগালির প্রাপ্য ছিলো।
আর সমাজের মন্দদের কারনে আল্লাহ তায়ালা আযাব পাঠালে
সমাজের ভালো আর মন্দ দুধরনের মানুষের উপরই পাঠাবেন --
রাসুলুল্লাহ ﷺ স্পষ্টতঃই কথাটা বলে গিয়েছেন।
মন্দটাকে মন্দ জেনে অন্তর থেকে আমি অপছন্দ করি।
তবে আমি সেই জুলুমের গুনাহর ভাগ থেকে মুক্ত।
আল্লাহ না করুন না বুঝে পছন্দ করলাম
তো সরকারের জুলুমের গুনাহর ভাগিদার আমিও হলাম।
আমাদের প্রাপ্য ছিলো
আল্লাহ জুলুম পাঠাচ্ছেন।
বুঝি।
শান্ত থাকি।
নিজের জন্য ইস্তেগফার করি।
মৃত্যুর পরে কোনো জুলুম নেই।
- Comments:
- না। গিয়ে কিনে আনতে হয়। অফলাইন।