Post# 1601629286

2-Oct-2020 3:01 pm


তাই বাচার উপায় : একা থাকা।

দাজ্জাল আসলেও একা থাকতে হবে। "বিশাল ঘটনা! আল্লাহ তায়ালা দুনিয়াতে নেমে এসেছেন?" -- আমার জানার দরকার নেই। বুঝারও দরকার নেই। একা থাকি।

মাহদি চলে এসেছে? না আসে নি। বায়দাতে ধ্বসের আগে কেউ মাহদি না। একা থাকি।

"অধিকাংশ মুসলিম পথভ্রষ্ট?" -- তবে যে কেউ আমাকে বুঝাতে আসবে সেও পথভ্রষ্ট। একা থাকি।

একা থাকার থেকে নিরাপদ সামনে আর কিছু নেই।

2-Oct-2020 3:01 pm

Published
2-Oct-2020