প্রমিথিউথের বিপ্লব।
আমাদের কালের জনপ্রীয় ব্যন্ডের লিড ভোকালিষ্ট।
খবর : উনি এখন ট্যক্সি চালান আমেরিকায়।
এখন আমেরিকায় ট্যক্সি চালানো আমার কাছে খারাপ কিছু না। চাকরির থেকে বেশি বেতন।
কিন্তু খবরটা পড়ে দেখলাম উনি এখন আল্লাহর কথা, আল্লাহর উপর নির্ভরশিলতার কথা কত বেশি বলছেন। যখন আমাদের বর্তমান কালের মিডিয়ার প্রায় ব্যক্তিত্বই প্রায় নাস্তিক।
আরেকটা উপলব্ধির বিষয় হলো তারকার পতন। বয়স শেষে সব তারকাই আমাদের কাতারে নেমে আসে। আগে যাদেকে আলো আধারির মাঝে ছাড়া দেখাই যেতো না। শেষে এখন দেখছি আমাদর মতো কত সাধারন কাতারের লোক তারা।
কিন্তু এখনো হাশরে আমরা যাই নি। হাশরের জন্য তৈরি হচ্ছি। তাতেই।
- Comments:
- https://www.prothomalo.com/entertainment/song/%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%AC
- ^ মানুষের কাছে তারা আসুক -- এটার প্রয়োজন নেই।
আমরা বুঝলাম তারা আমাদের সাধারন একজনের থেকে বেশি কিছু না -- এটা আমাদের জরুরি শিক্ষা।