সব গুনাহ কুফর না :
আমাদের হানাফি মাজহাবে গুনাহের অনকে স্কেইল আছে : সগিরা, কবিরা, মাকরুহ তানযিহি, মাকরুহ তাহরিমি, হারাম এরকম।
অন্যাদের এরকম না।
//
যেমন কারো মতে : সগিরা গুনাহ বলে কিছু নেই। সব গুনাহই কবিরা। ৫ বছর আগে ফেসবুকে তারা ডমিনেন্ট ছিলো। কমেন্টে এসে বলতো "একটা সগিরা গুনাহর উদাহরন দেন তো?" সবাই ভয়ে চুপ। তারা বলতো "কোনো গুনাহ সগিরা না।" "মানুষ মনে করবে গুনাহ তার নাকের উপর মাছির মতো ..."
//
অন্য কেউ "মাকরুহ" টার্মটা ব্যবহার করে না। তারা বলে হয় "এটা হারাম" নয়তো "হারাম না"। তাই আমরা যেগুলো মাকরুহর ক্লাসিফিকেশনে ফেলি সেগুলোর অধিকাংশই তারা হারাম হিসাবে দেখে।
কেউ হজ্জ থেকে ফিরে এসে যদি আপনার কাছে গল্প করে "সেখানে তারা সবকিছু হারাম হারাম করে" তবে কারনটা এখানে জানবেন।
//
তৃতীয় একটা গ্রুপ হারাম শব্দটাও ব্যবহার করে না। তারা দেখে কোনো জিনিস হয় "কুফর" নয়তো "কুফর না"। ফেসবুকে তাদের লিখা বিশাল আর্টিক্যল পড়লেও হারাম কথাটা পাবেন না। দেখবেন সবকিছুকেই তারা বলছে "এই এই করলে কুফর হবে"। নয়তো "কুফর না"।
এবং তাদের রিজনিং এরকম : যে প্রকাশ্যে <এই> গুনাহ করলো সে যেন কোরআনের হুকুমকে অস্বিকার করলো এবং কোরআনের একটা আয়াতকে অস্বিকার করলে সে কাফের। লিটারেলি না বললেও কথায় দেখতে পারবেন।
//
সবগুলো দল ঠিক আছে। বা ভুল থাকলে সেটা বের করার দায়িত্ব আমার না।
কিন্তু এগুলো শুনে বিচলিত না হই।
বরং অনুসরনের সময় কেবল হানাফি-দেওবন্দি মত খুজে জেনে সেটা অনুসরন করে নিরাপদ থাকার চেষ্টা করি।