Post# 1601624914

2-Oct-2020 1:48 pm


জীবনের স্থায়িত্ব নেই।

ইয়ং বয়সে মনে হতো এগুলো বৃদ্ধদের চিন্তা। আমাদের লম্বা জীবন সামনে।

কিন্তু আরম্ভ হবার সাথে সাথে সেই জীবন শেষ হয়ে যায়। এখন যারা ইয়ং আছে তাদেরও শেষ হয়ে যাবে।

আল্লাহ তায়ালা যদি আমাদের হায়াত হাজার বছর দিতেন তাও হতো। আরম্ভ হলো, এর কিছু পরেই হাজার বছর পার হয়ে যেতো।

উপরন্তু হাজার বছর লম্বা জীবনের হিসাব দিতে হতো আখিরাতে -- "এত লম্বা জীবনের নিয়ামত দিয়েছি, কি করেছো?" মিজানে সেই হাজার বছর জীবনের নিয়ামত এক পাল্লায়, অন্য পাল্লায় তার আমল।

আমাদের এই ষাট বছরের জীবনের হিসাব থেকে সেটা ভালো হতো না।

তাই মৃত্যু আমাদের গন্তব্য। এর জন্য তৈরি। হাজার বছর জীবন যাপন হবে হাশরের মাঠে।

বস্তুতঃ কবর থেকে যখন আমরা উঠবো তখনই অনন্তকালের জীবন নিয়ে উঠবো।

কবর থেকে বেরিয়ে যে দাড়িয়েছে -- তার সামনে অনন্তকালের জীবন।

2-Oct-2020 1:48 pm

Published
2-Oct-2020