কোরআন নিয়ে তর্ক :
কেউ কোরআন শরিফের একটা আয়াত নিয়ে এসে বললো, "এ থেকে বুঝা যায় আমরা যা করি বা জানি সেটা ঠিক না। কারন কোরআনে বলা আছে এই <আয়াতের কোটেশন দিলো>। আর আপনারা করেন বা বলছেন উল্টো।"
এখানে মু'মিনের জন্য করনীয় হলো তৎক্ষনাত চুপ করে যাওয়া। পন্ডিতি না ফলানো। অন্য আয়াতের রেফারেন্স না দেয়া। জিনিসটা যেন কোনো ভাবেই তর্ক না গড়ায়।
এর পর জানা যে, "কোরআন নিয়ে তর্কে মু'মিন হেরে যায়, মুনাফিক জিতে"।
কিন্তু তারটা গ্রহন করবো না। বরং তাকে বলবো, "আল্লাহ তায়ালা যা নাজিল করেছেন তার সব কিছু আমি বিশ্বাস করি। সব আয়াত। এবং যে অর্থে নাজিল করেছেন সেই অর্থে।"
এর পর সরে আসেন। আপনি বেশিক্ষন চুপ থেকে শুনলে নিজের অন্তরে তার কথার কিছু প্রভাব পড়বে।