Post# 1603004137

18-Oct-2020 12:55 pm


যেমন উদাহরন :
পাশের প্রতিবেশির দিকে লক্ষ্য করেন। তাদের কি দরকার?

ছেলেকে পড়ানো? পড়ান।
বাজার করার লোক নেই। করে দেন, সৎ থেকে। ১ টাকাও না মেরে।
বাড়ি ভাঙ্গা? ঠিক করে দেন।
বলেন "চাচি আমি কারেন্টের কাজ জানি। যদি দরকার হয় আমাকে ডাক দেবেন।"

এর পর ২ ঘন্টা কাজ করে ৪০০ টাকা বিল করবেন না। "এর কমে কেউ করে দিতো না।" এই জিনিসটা সততা। আপনার উপর নির্ভরতা বিশ্বস্ততা।

একেবারে ফ্রি করে দিন প্রথমে।
এর পরদিন হয়তো ২ ঘন্টা কাজ করে ৫০ টাকা নিলেন। যেটা অর্থহীন।
এর পর খুব ধীরে বাড়ান। অনেক দিন ধরে অনেক কাজ করে দেবার পরে সামান্য বেশি। তবে কখনো এত বেশি না যে উনার ভ্রু কুচকায়। সবসময় খুশি রাখেন।

আপনার নাম যশ ছড়াবে। কিছু দিন পরে দেখবেন আপনি এলাকার সবচেয়ে ভালো ইলাক্ট্রিশিয়ান। সবাই আপনাকে ডাকে।

এটা এসেছে আপনি কাউকে ঠকান নি। কথা দিয়ে ভুলানোর চেষ্টা করেন নি। সৎ ছিলেন। এর জন্য।

প্রচুর পরিশ্রম। মনে হচ্ছে মানুষ যেন আপনার "রক্ত চুষে খেয়েছে" কিন্তু আপনার দাম দেয় নি। এই কষ্ট যতদিন থাকবে ততদিন আপনি সামনে এগুতে পারবেন।

"দাও মারছি!" -- তবে একবারের কাজ। দ্বিতীয় দাও আর মারতে পারবেন না।

"কিন্তু ইলেক্ট্রিকের কাজ আমি কোথা থেকে শিখবো?"
ইউটুব থেকে।

"আমি ইলেকট্রিশিয়ান হতে চাই না। চাই ইঞ্জিনিয়ার হতে।"
হবেন ইনশাল্লাহ। একদিন। তবে এখন নিজের কমফোর্ড জোন থেকে বেরিয়ে আসেন।

জাজাকাল্লাহ।

18-Oct-2020 12:55 pm

Published
18-Oct-2020