ফতোয়া জানতে :
দুই রকম ফতোয়া আছে।
১। মাদ্রাসার নাম বা মুফতির নাম নিচে দেয়া।
২। ফেসবুকে কারো লিখা দলিল সমৃদ্ধ আর্টিক্যল।
প্রথম কথা হলো ফেসবুকের কোনো আইডির "দলিল সমৃদ্ধ আর্টিক্যলের" কোনো দাম নেই। যত দলিল দেয়া হোক। এটা তার "কি মনে হয়" তার "কি ধারনা" তার বর্ননা। সে কি চিন্তা করে এটা জানতে চাইলে ইন্টারেস্টিং নয়তো স্কিপ। হাজার জনের এরকম হাজার "মত" আছে। এবং যে কোনো মতের পক্ষে চাইলেই দলিল হাজির করা যায়। এবসুলেটলি যে কোনো মত, যত উইয়ার্ড হোক না কেন। তাই এগুলো ইগনোর করতে হয়।
এর পরও সেই লিখাগুলোর মাঝে ইন্টারেস্টিং কিছু থাকলে সেটা "পার্সপেকটিভ" বা "তথ্য" হিসাবে ঠিক আছে। কিন্তু ফতোয়া হিসাবে না।
যেমন কিছু প্রশ্ন :
- প্রান কাদিয়ানিদের কম্পানি, তাদের পন্য কেনা কি জায়েজ?
সবগুলো প্রশ্নের উত্তর কোনো মুফতি বা মাদ্রাসার ফতোয়াতে পাবেন - সেগুলো পড়ে আমল করার জন্য।
বা ইমোশোনালি লিখা কোনো ফেসবুক আইডি কমেন্ট বা পোষ্টে পাবেন উচু গলায় ধমক দিয়ে বলছে "অবশ্যই এটা ____"। তাকে ইগনোর করেন।
cont...1