Post# 1602915667

17-Oct-2020 12:21 pm


ফতোয়া জানতে : ২

ফতোয়ায় অনেক কিছু লিখা থাকতে পারে। আপনি শেষ কংক্লুশন কি সেটা কেবল দেখেন।

যদি লিখা থাকে "...তবে এটা অনুচিৎ", "...করা ঠিক না" তবে বুঝতে হবে নিরুৎসাহিত করা হয়েছে কেবল। কিন্তু করলে গুনাহ নেই। না করলে সোয়াব।

আর স্পষ্ট করে "মাকরুহ" বলা থাকলে মাকরুহ। "হারাম" বলা থাকলে হারাম। "জয়েজ" "হালাল" বলা থাকলে সেটা।

কোনোটাই না বলে যদি বলে "...তবে আপনি চিন্তা করেন এটা কি আপনার কাছে ঠিক মনে হয়?" তবে এটা কোনো ফতোয়া না। মটিভেশনাল স্পিচ। আপনি এর উপর আমল করতে পারেন যদি ভালো মনে করেন। কিন্তু অন্যকে বাধা দিতে পারবেন না।

ব্যসিক্যলি যে কোনো আর্টিক্যলে "তবে আপনিই বলেন" কথাগুলো যদি দেখেন বুঝবেন এটা কোনো ফতোয়া না। Appeal to emotion.

এবং appeal to emotion এর জন্য একটা ফতোয়ায় লম্বা অনেক কিছু লিখা থাকতে পারে। আপনার কাজ হবে শেষে এটা "মাকরুহ" "জায়েজ" "হারাম" এই কথাগুলো খোজা। সেই শেষ কথাটা হলো ফতোয়া। কাজটা কতটুকু খারাপ বা ভালো।

থাকলে ফতোয়া পেলেন। না থাকলে এখানে কিছু নেই।

17-Oct-2020 12:21 pm

Published
17-Oct-2020