হানাফি-দেওবন্দি ধারায় মাসলা-আকিদা-ফতোয়া পরিবর্তিত হয় না -- তা না। বরং পরিবর্তিত হয়।
বিশেষ করে নতুন জেনারেশন যারা বেরুচ্ছে উস্তাদদের থেকে নিজেদের ইলাম আর বুঝের ভেরিফিকেশন ছাড়া।
তারা নিজেরা নিজেদের বুঝের উপর চলবে এটা স্বাভাবিক। এবং স্রোতের বিপরিত মত আনবে যেখানে তারা মনে করবে কিছু "করা হচ্ছে না" বা "সঠিক না" এরকম।
দেখার অপেক্ষায় পরিবর্তনগুলো আসার। বা কি রকম হয়? সেই পরিবর্তনের উপর নবিন-প্রবিন সংঘর্ষ লাগে কিনা? বা শিক্ষা স্ট্রেটেজির উপর বিভক্তি আসে কিনা।
এখনো অফলাইন আলেম মানে যারা ফেসবুকে সময় দেয় না তাদের থেকে পুরানো কথাই শুনছি। যেগুলো ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত শুনে এসেছি।
অনলাইনে নতুন দিকে যাচ্ছে। কিন্তু একজন দুই জনের কথা তো আর কনফার্ম না। কনফার্ম হলো যখন লিখিত ফতোয়া দেয়া হয় সিল সই সহ। তখন বুঝা যায় "অবস্থান বদলিয়েছে"।
দেখছি। অপেক্ষায় আছি।